For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীকে 'অসুর' আখ্যার বার্তা ! বিতর্কে উলুবেড়িয়ার পুজো উদ্যোক্তরা

  • |
Google Oneindia Bengali News

পুজো মণ্ডপে অসুর রূপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখানোর জেরে বিতর্কে জড়ালো উলুবেড়িয়া পূর্ব বিধানসভার মনসাতলার পুজো। জানা গিয়েছে, এই পুজো মণ্ডপে অসুরের গলায় ঝোলানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি। যদিও পরে পুলিশি হস্তক্ষেপে অসুরের গলা থেকে শেষ পর্যন্ত সরানো হয় মুখ্যমন্ত্রীর ছবি।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীর দিন সকালে দর্শনার্থীরা মণ্ডপে আসলে দেখতে পায় ওই মণ্ডপে অসুরের গলায় মুখ্যমন্ত্রীর ছবি লাগানো রয়েছে। মুহুর্তের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে সবদিকে এবং ভাইরাল হয়ে পড়ে সেই ছবি।

মুখ্যমন্ত্রীকে অসুর ! বিতর্কে উলুবেড়িয়ার পুজো উদ্যোক্তরা

বিষয়টি জানার পর ওই এলাকার তৃণমূল নেতৃত্বের তরফে খবর দেওয়া হয় থানায়। এরপর পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে পুলিশ অসুরের গলা থেকে মুখ্যমন্ত্রীর ছবি সরিয়ে দিতে বললে পরে সেই ছবি সরিয়ে দেওয়া হয় বলে খবর।
স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, উলুবেড়িয়ার এই পুজোটি মূলত বিজেপি কর্মী-সমর্থকদের দ্বারা প্রভাবিত এবং পরিচালিত।

এই ঘটনার জেরে যথেষ্টই ক্ষুব্ধ উলুবেড়িয়া পূর্ব বিধানসভার বিধায়ক ইদ্রিশ আলি হুমকি দেন, "তিন দিনের মধ্যে ওই পুজোর উদ্যোক্তাদের ক্ষমা চাইতে হবে আমাদের কাছে। নাহলে এমন মজা দেখাব, সারাজীবন মনে রাখবে ওরা।

English summary
Mamata Banerjee called Asura in one of the Durga Puja in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X