For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নকুলদানা, সিরিঞ্জের পর এবার শলাকা! অনুব্রত-র নতুন 'দাওয়াই' ঘিরে জল্পনা শুরু

ভোটের আগে নকুলদানা, ইনজেকশন-সিরিঞ্জের পর এবার নতুন দাওয়াই বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এদিনের সভা থেকে তিনি দলের কর্মীদেরবুথের বাইরে শলাকা নিয়ে দাঁড়িয়ে থাকার কথা বলেছেন।

  • |
Google Oneindia Bengali News

ভোটের আগে নকুলদানা, ইনজেকশন-সিরিঞ্জের পর এবার নতুন দাওয়াই বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এদিনের সভা থেকে তিনি দলের কর্মীদের বুথের বাইরে শলাকা নিয়ে দাঁড়িয়ে থাকার কথা বলেছেন।

শলাকা দাওয়াই

শলাকা দাওয়াই

সূত্রের খবর অনুযায়ী, তবে শলাকা নিয়ে সাফাইও দিয়েছেন তিনি। বলেছেন শলাকা মানে সরু লাঠি। সভায় দেওয়া ভাষণে বলেছেন শলাকা দেখিয়ে ভোট করুন। ভোটের দিন বুথের বাইরে যাঁকে দেখানোর ঠিক দেখানো হবে বলে মন্তব্য করেছেন তিনি।

নকুল দানা দাওয়াই

নকুল দানা দাওয়াই

বীরভূম তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল বলেছিলেন, গরম পড়েছে, মাঝে মাঝে নকুল দানা দেবে, জল দেবে ব্যাস। বোলপুরের তৃণমূল নেতা সুকান্ত রায় জানিয়েছিলেন, নকুল দানা তাঁরা দিচ্ছেন। ঘাম হওয়ায় মানুষ ক্লান্ত হয়ে পড়ে। নকুল দানায়
এনার্জি বাড়ে। আর এনার্জি বাড়লেই উন্নয়নের সঙ্গী।

ইনজেকশন-সিরিঞ্জের দাওয়াই

ইনজেকশন-সিরিঞ্জের দাওয়াই

অনুব্রত মণ্ডল নিশ্চিত বীরভূম, বোলপুর দুটি কেন্দ্রেই তৃণমূল জয় পাবে। শুধু জয়ের ব্যবধান বাড়াতেই সমস্ত সভা করছেন তিনি। আর জয়ের ব্যবধান বাড়ানোর জন্য যে ধরনের ইঞ্জেকশন দরকার, সেরকমই দেওয়া হবে। তাতে যে ধরনের সিরিঞ্জ দরকার সেরকমই দেওয়া হবে। যে ওযুধে তাড়াতাড়ি রোগ সারবে সেই ওধুষই যেন দেওয়া হয়, বলে দলীয় কর্মীদের এদিন বার্তা দেন অনুব্রত মণ্ডল।

[আরও পড়ুন:স্পিড ব্রেকারের জবাব! মাথাভাঙায় মোদীর ২ নতুন নাম দিলেন মমতা ][আরও পড়ুন:স্পিড ব্রেকারের জবাব! মাথাভাঙায় মোদীর ২ নতুন নাম দিলেন মমতা ]

ভোটের আগে নতুন শব্দবন্ধ

ভোটের আগে নতুন শব্দবন্ধ

এর আগে ভোটের আগে নতুন শব্দ বন্ধ ছড়িয়েছেন অনুব্রত মণ্ডল। কখনও গুড়-বাতাসা তো কখনও চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছিলেন তিনি। বলেছিলেন পাচন দাওয়াই দেওয়ার কথাও।

[আরও পড়ুন: বিচারপতিরা পাশ দিয়ে হেঁটে গেলে তফাতে দাঁড়ান, এলাদাবাদ হাইকোর্টের সার্কুলারে বিতর্ক][আরও পড়ুন: বিচারপতিরা পাশ দিয়ে হেঁটে গেলে তফাতে দাঁড়ান, এলাদাবাদ হাইকোর্টের সার্কুলারে বিতর্ক]

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের অতীত থেকে বর্তমান, শাসক থেকে বিরোধী, সব তথ্য় জানতে ক্লিক করুন এই লিঙ্কে]

English summary
Anubrata Mondal made controversial comments in a programme. He said, TMC cadres will stand outside booths with Salaka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X