For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এ মোদী নয়, পাগলা মোদী! মন্তব্যের ব্যাখ্যা দিলেন অধীর চৌধুরী

  • |
Google Oneindia Bengali News

এ মোদী নয়, পাগলা মোদী। মঙ্গলবার পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি একথা বলেছিলেন। যা নিয়ে বিতর্ক তৈরি হয়। তবে এদিন বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তিনি বলেছেন, জনগণই একথা বলছে।

২০০০ টাকার নোট বাতিল নিয়ে বলতে গিয়ে অধীর চৌধুরী মঙ্গলবার বলেছিলেন, এ মোদী নয়। কথা নেই, বার্তা নেই ২ হাজার টাকার নোট বাতিল করে দিলেন। তারপরেই তিনি বলেন, এ তো মোদী নয়, পাগলা মোদী। তিনি বলেন, লোকে বলছে পাগলা মোদী। দেশের অর্থনীতি ভেঙে চুরমার, তার মধ্যেই ঘোষণা করা হল ২ হাজার টাকার নোটও বাজারে চলবে না।

অধীর চৌধুরী

মমতা-কেজরিওয়ালের বৈঠক নিয়ে তিনি আরও বলেন, ভারতের জনগণ বর্তমান সরকারের প্রতি বিরক্ত। তাঁরা (সাধারণ মানুষ) বুঝে গিয়েছেন, কংগ্রেসের নেতৃত্বে বিরোধী জোট তৈরি করতে হবে। তিনি বলেন, মানুষ বলছে একথা। সেই সময় নিজেদের দর কষাকষির ক্ষমতাটা বাড়িয়ে রাখতে চাইছে আপ, তৃণমূল। তারা দেখাতে চাইছে, আমাদের ধরো, না হলে আমরাও ঝাঁপ দেবো।

অধীর চৌধুরী

অধীর চৌধুরী বলেছেন, এই খেলা কংগ্রেস জানে। আর আমলা সরানোর যে গল্প, তার প্রতিবাদ কংগ্রেস প্রথমেই করেছে। তিনি যেমন বহরমপুরে বসে করেছেন, আবার তাঁর নেতা মল্লিকার্জুন খাড়গে দিল্লিতে বসে করেছেন। তা কেজরিওয়াল কিংবা দিদির জন্য করা হয়নি, সংবিধান বিরোধী কাজ বলেই কংগ্রেস প্রতিবাদ করেছে বলে জানিয়েছিলেন অধীর চৌধুরী।

অধীর চৌধুরী

তিনি আরও বলেছেন, বিজেপির বিরুদ্ধে মহাজোটের জন্য কলকাতায় সভা করার দরকার নেই। অধীর চৌধুরী বলেন, মমতা আর কেজরিওয়াল উভয়ের মধ্যে যেমন ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, তারা আবার কংগ্রেসের ক্ষতি করে নিজেদের উন্নতি করতে চায়। কংগ্রেসকে শেষ করাই তাদের একমাত্র লক্ষ্য। তারা কখনই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায় না, বলেছেন তিনি।

English summary
He is not Modi but pagla Modi, Adhir Chowdhury clarifies his comments
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X