For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: ভারতের ব়্যাঙ্ক হ্রাস, গির্জায় ঢুকে হত্যা ব্রিটিশ সংসদ সদস্যকে, খবরের আপডেট ওয়ানইন্ডিয়ায়

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

ভারতের ব়্যাঙ্ক হ্রাস

ভারতের ব়্যাঙ্ক হ্রাস

গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে ভারতের ব়্যাঙ্ক হ্রাস পেয়েছে। এরপরই এই ব়্যাঙ্কিংয়ের ব্যবহৃত পদ্ধতিটিকে অবৈজ্ঞানিক বলে অভিহিত করা হয়েছে। ১১৬টি দেশের গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২১ অনুযায়ী ভারত ১০১তম স্থানে নেমে গেছে। ২০২০-তে ৯৪তম স্থানে ছিল ভারত। ভারত এখন তার প্রতিবেশী পাকিস্তান, বাংলাদেশ এবং নেপালের পিছনে। তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক বলেছে, এটা খুবই মর্মান্তিক যে, গ্লোবাল হাঙ্গার রিপোর্ট ২০২১ অপুষ্ট জনসংখ্যার অনুপাতে ভারতের র্যা ঙ্ককে কমিয়ে দিয়েছে।

গির্জায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা

গির্জায় ঢুকে ছুরিকাঘাতে হত্যা

প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টির একজন ব্রিটিশ আইনপ্রণেতাকে শুক্রবার একটি গির্জায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তিনি বলেনপূর্ব ইংল্যান্ডের এসেক্সের সাউথেন্ড ওয়েস্টের সংসদ সদস্য ডেভিড অ্যামেস (৬৯)। তিনি লে-অন-সি-এর বেলফায়ার মেথোডিস্ট চার্চে একটি সভায় দুপুরে ছুরিকাহত হন।

আজ বিজয়া দশমী

আজ বিজয়া দশমী

আজ বিজয়াদশমী৷ আকাশে-বাতাসে বিষাদের সুর। শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়ে গিেয়ছে বিজয়াদশমীর প্রস্তুতি। আজই হবে বিসর্জন। কোভিড বিধি েমনেই বিসর্জনের সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। করোনার কারণে এবার আর হবে না পুজো কার্নিভাল।

কেমন থাকবে আবহাওয়া

কেমন থাকবে আবহাওয়া

আজ বিজয়াদশমী৷ আকাশে-বাতাসে বিষাদের সুর। শোভাবাজার রাজবাড়িতে শুরু হয়ে গিেয়ছে বিজয়াদশমীর প্রস্তুতি। আজই হবে বিসর্জন। কোভিড বিধি েমনেই বিসর্জনের সব প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। করোনার কারণে এবার আর হবে না পুজো কার্নিভাল।

নবমীতে দুর্ঘটনা

নবমীতে দুর্ঘটনা

নবমী থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। গতকাল বিকেল থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। দশমীতেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। রবিবার থেকে দুর্যোগ আরও বাড়বে বলে জানিেয়ছে হাওয়া অফিস।

বর্ধমান স্টেশনে বোমাতঙ্ক

বর্ধমান স্টেশনে বোমাতঙ্ক

দুর্গাপুজোর শেষদিন। শুক্রবারই তো বিসর্জন। নবমীর সন্ধ্যায় তাই মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে। তার মধ্যেই তাল কাটল বোমার আতঙ্কে। বর্ধমান স্টেশনে পড়ে থাকা একটি ব্যাগকে ঘিরে তৈরি হয় বোমাতঙ্ক। যাত্রীদের হুড়োহুড়িতে ছড়াল তীব্র চাঞ্চল্য। বন্ধ করে দেওয়া হল ট্রেন চলাচল।

গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন

গঙ্গার ঘাটে ঘাটে বিসর্জন

গঙ্গার ঘাটে ঘাটে চলছে বিসর্জন-পর্ব। দূষণ রোধে তত্পর কলকাতা পুরসভা। দইঘাটে কলকাতা পুরসভার তরফে কৃত্রিমভাবে জলাশয় তৈরি করে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে। সেখানে হোসপাইপ দিয়ে ধুয়ে ফেলা হচ্ছে প্রতিমার রং।

ছিনতাইয়ের চেষ্টা

ছিনতাইয়ের চেষ্টা

যাত্রী সেজে উঠে, চালককে কোপ মেরে ক্যাব ছিনতাই। পুলিশের জালে অভিযুক্ত যুগল। ষষ্ঠীর রাতে সল্টলেকের এডি ব্লকে গাডি ছিনতাইয়ের অভিযোগ।চালককে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে ছিনতাইয়ের অভিযোগ।বিধাননগর উত্তর থানায় অভিযোগ দায়ের করেন ক্যাব চালক।তকাল হুগলির ডানকুনি থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ

বেপরোয়া বাইক আরোহী

বেপরোয়া বাইক আরোহী

ঠাকুর দেখতে বেরিয়ে মত্ত অবস্থায় বেপরোয়া বাইক আরোহী। ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহের অভিযোগ। হেলমেট ছাড়াই বন্ধুকে নিয়ে মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ। গতকাল রাতে ঘটনাটি ঘটেছে হাজরা মোড়ে। হাজরা মোড়ে বাধা দেওয়ায় নিগ্রহের অভিযোগ। পরে অভিযুক্তকে গ্রেফতার করে ভবনীপুর থানার পুলিশ।

কমল সংক্রমণ

কমল সংক্রমণ

দেশে মারণ করোনাভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা গতকালের তুলনায় কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৮৬২। গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৩৭৯। গতকালের পরিসংখ্যান অনুযায়ী, দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ছিল ১৮ হাজার ৯৮৭। এক ঝলকে দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি।

পুজোর শুভেচ্ছা

পুজোর শুভেচ্ছা

ঢাকের বোলে বিষাদের সুর। ছুটি কাটিয়ে বাপের বাড়ি থেকে এবার উমার কৈলাসে পাড়ি দেওয়ার পালা। বিজয়া দশমীতে সকলকে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্প্রীতির বার্তা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

মোদীর বার্তা

মোদীর বার্তা

দেশের অর্ডিন্যান্স ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনলেন প্রধানমন্ত্রী মোদী। বিজয়দশমীর দিনেই অর্ডিন্যান্স ফ্যাক্টারি বোর্ডের জায়গাতে আরও সাতটি নতুন সামরিক সংস্থা দেশের জন্যে খুলে দেওয়া হল।

English summary
Daily News Update in Bengali on 15 October 2021: India, West Bengal and Kolkata's news update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X