For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Daily News Update: দুর্গাপুজোর মহাষষ্ঠীতে স্বস্তি দিয়ে রাজ্যে নামল করোনা গ্রাফ

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে কোথায় কী ঘটছে, তার সমস্ত আপডেট পেয়ে যান বেঙ্গলি ওয়ানইন্ডিয়ায়। দেখে নিন দিনের প্রত্যেকটি বড় ও ছোট খবরের আপডেট।

Google Oneindia Bengali News

কলকাতা, পশ্চিমবঙ্গ, দেশ-দুনিয়া, খেলার জগতে সবসময় ঘটে যাচ্ছে নিত্যনতুন ঘটনা। রাজ্য রাজনীতি থেকে শুরু করে জাতীয় রাজনীতিতে ক্ষণে ক্ষণে বদলাচ্ছে সমীকরণ। অন্যদিকে নানা খেলার আপডেট জানতে মুখিয়ে আছেন ক্রীড়াপ্রেমীরা। তাই সমস্ত আপডেট পেতে ক্লিক করুন ওয়ানইন্ডিয়া বাংলায়। দেখে নিন দিনের প্রত্যেকটি খবরের আপডেট।

আজ মহাষষ্ঠী

আজ মহাষষ্ঠী

আজ মহাষষ্ঠী। আকাশে বাতাসে ভরপুর পুজোর আমেজ। ঢাকের তালে আগমনী সুর। আকাশে বাতাসে পুজোর গন্ধ ভরপুর৷ শহরের নামী পুজোর মণ্ডপে মণ্ডপে সকাল থেকেই ভিড় করতে শুরু করবেন দর্শনার্থীরা।

 আজ মহারাষ্ট্রে বনধ

আজ মহারাষ্ট্রে বনধ

কৃষকদের সমর্থনে আজ মহারাষ্ট্রে বনধ। এই বনধকে সমর্থন জানিয়েছে শিবসেনা, কংগ্রেস এবং এনসিপি। কাজেই বনধ সফল হবে বলেই মনে করা হচ্ছে। মহারাষ্ট্রের ১২ কোটি মানুষ এই বনধকে সমর্থন করুন জানিয়েছেন তিন রাজনৈতিক দলের নেতারাই।

ভারত-চিন বৈঠক

ভারত-চিন বৈঠক

লাখাখে সেনা সরানো নিয়ে সাড়ে আট ঘণ্টার বৈঠক দুই দেশের সেনার মধ্যে। তাতে একাধিক জায়গায় সেনা সরানো নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর।

 গাড়ি ভাঙচুর

গাড়ি ভাঙচুর

ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে বিজেপি তৃণমূল সংঘর্ষ। বিজেপি কর্মীদের ওপর মারধরের অভিযোগ। আঙুল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল খড়দহ গির্জা মোড় এলাকায়। বিজেপি প্রার্থী জয় সাহার গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে।

অর্থনীতিতে নোবেল

অর্থনীতিতে নোবেল

যাবতীয় জল্পনার অবসান! অবশেষে ঘোষণা করা হল অর্থনীতিতে নোবেল প্রাপকের নাম। চলতি বছরে অর্থনীততে অবদানের জন্য নোবেল পেলেন একসঙ্গে তিনজন। আমেরিকার ডেভিড কার্ড ( David Card), জোসুয়া ডি অ্যাংগ্রিস্ট ( Joshua D. Angrist) ও গুইদো ডব্লিউ ইম্বেনস ( Guido W. Imbens)৷ এই তিনজনকে ওই সম্মানে ভূষিত করা হয়েছে। প্রথমজন একা ও পরের দুজন যৌথভাবে ওই সম্মান পেয়েছেন।

দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরার

দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরার

দিল্লি হাইকোর্টে স্বস্তি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের। পাতিয়ালা হাউসকোর্টে সশরীরের হাজিরা দিতে হবে না তাঁকে।আগামীকাল তাঁকে সশরীরে হাজিরা দিতে হবে না পাতিয়ালা হাউসকোর্টে।রুজিরা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে তাঁর আইনজীবীই উপস্থিত হবেন আদালতে।নির্দেশ দিল্লি হাইকোর্টের

 পুঞ্চে সেনা-জঙ্গি সংঘর্ষ

পুঞ্চে সেনা-জঙ্গি সংঘর্ষ

জঙ্গিদের বিরুদ্ধে সংঘর্ষে জম্মু কাশ্মীরে প্রাণ হারালেন সেনার ৫ জওয়ান। ঘটনাটি ঘটেছে জম্মুর পুঞ্চ জেলায়। প্রতিরক্ষা মন্ত্রকের এক মুখপাত্র বলেন, গোপন সূত্রে খবর আসে, পুঞ্চ জেলার সুরানকোটের অন্তর্গত ডেরা কি গলি অঞ্চলে কয়েকজন জঙ্গি আত্মগোপন করে রয়েছে।

দেশে কয়লা সংকট

দেশে কয়লা সংকট

দেশে কয়লা সঙ্কট বড় আকার ধারণ করেছে। সূত্রে খবর, দেশে তাপবিদ্য়ুৎ কেন্দ্রগুলিতে মাত্র ৪ দিন বিদ্যুৎ উৎপাদনের মতো কয়লা মজুত রয়েছে। এই পরিস্থিতিতে দেশে একের পর এক তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হচ্ছে। অদূর ভবিষ্যতে, দেশে বড়সড় বিদ্যুৎ বিপর্যয় আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে একাধিক রাজ্য। যদিও, কেন্দ্রের আশ্বাস কোনও ঘাটতি নেই। দেশে বিদ্যুৎ উৎপাদনের জন্য পর্যাপ্ত কয়লার মজুদ রয়েছে।

ভেস্তে গেল লাদাখ বৈঠক

ভেস্তে গেল লাদাখ বৈঠক

কোর কমান্ডার পর্যায়ের সীমান্ত আলোচনায় কোনও রফাসূত্র বের না হওয়ায় পূর্ব লাদাখে ভারত ও চিনের মধ্যে অচলাবস্থা অব্যাহত বহাল থাকল। গতকাল, চিন নিয়ন্ত্রিত মল্ডোয় বসেছিল ভারত-চিন ১৩ তম দফার সীমান্ত বৈঠক। দুই সেনার কোর কমান্ডাররা এই বৈঠকে পৌরহিত্য করেন। কিন্তু, আট ঘণ্টারও বেশি সময় ধরে ম্যারাথন বৈঠক চললেও সমাধানসূত্র অধরাই থেকে যায়।

আরিয়ানের জামিন খারিজ

আরিয়ানের জামিন খারিজ

জামিন পেলেন না আরিয়ান খান। মুম্বইয়ের সেশন আদালতে ছেলের জামিনের জন্য আবেদন জানিয়েছিলেন শাহরুখ খান। আরিয়ান খানের আইনজীবী সতীশ মানোশিন্ডের করা আবেদন খারিজ করে দেয় আদালত। গত বৃহস্পতিবার ১৪ দিন তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। তারপরেই আরিয়ান খানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন।

 করোনা আক্রান্তের গ্রাফ রাজ্যে নিম্নমুখী

করোনা আক্রান্তের গ্রাফ রাজ্যে নিম্নমুখী

শেষ ২৪ ঘণ্টায় ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত হয়েছেন ৬০৬ জন, মৃত্যু হয়েছে ৯ জনের। জানিয়েছে স্বাস্থ্য দফতরের রিপোর্ট।

আরিয়ান ইস্যুতে মেহবুবা মুফতির মন্তব্যের পর অভিযোগ দায়ের

আরিয়ান ইস্যুতে মেহবুবা মুফতির মন্তব্যের পর অভিযোগ দায়ের

আরিয়ানের পদবী 'খান' হওয়ার জন্যই এই পরিস্থিতি, বলে মন্তব্য করেছেন কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতি। এরপরই তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছে পাল্টা অভিযোগ।

English summary
Daily News Update in Bengali on 11 October 2021: India, West Bengal and Kolkata's news update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X