For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কংগ্রেসই ‘ডিসাইডিং ফ্যাক্টর’ সিপিএমের পার্টি লাইনে, শিকেয় ঝুলছে সীতারামের ভাগ্য

কোন পথে চলবে সিপিএম? ২০১৯-এর আগে এটাই মস্ত বড় জিজ্ঞাসা সিপিএমের কাছে। শুধু বঙ্গ সিপিএম নয়, দিল্লির রাজনীতিতেও এবার সেই একই জিজ্ঞাসার মুখে পড়েছে সিপিএম।

  • |
Google Oneindia Bengali News

কোন পথে চলবে সিপিএম? ২০১৯-এর আগে এটাই মস্ত বড় জিজ্ঞাসা সিপিএমের কাছে। শুধু বঙ্গ সিপিএম নয়, দিল্লির রাজনীতিতেও এবার সেই একই জিজ্ঞাসার মুখে পড়েছে সিপিএম। তাই প্লেনাম, কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর পার্টি কংগ্রেসেও সেই একই বিষয় উঠে পড়ল এবার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যা নিয়ে সিদ্ধান্তে পৌঁছনো জরুরি।

কংগ্রেসই ‘ডিসাইডিং ফ্যাক্টর’ সিপিএমের পার্টি লাইনে, শিকেয় ঝুলছে সীতারামের ভাগ্য

[আরও পড়ুন:দুর্যোগে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে মমতার সরকার, সারিয়ে দেওয়া হবে বাড়িও][আরও পড়ুন:দুর্যোগে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে মমতার সরকার, সারিয়ে দেওয়া হবে বাড়িও]

সিপিএমকে একটা পথ বাতলাতেই হবে। বাংলার ক্ষমতা চলে গিয়েছে, সম্প্রতি ত্রিপুরাও হাতছাড়া। সবেধন নীলমণি কেরল। তাও কিন্তু নিরাপদ নয়। কেননা, কেরলের রেওয়াজই হল বদল। একবার কংগ্রেস তো পরেরবার সিপিএম। সেই নিরিখে এবার কেরল থেকেও সিপিএমের বিদায় নেওয়ার পালা। আর তার থেকেও বড় কথা ২০১৯-এ লোকসভার নির্বাচন।

কোন দিকে থাকবে সিপিএম। তারা কি জোট রাজনীতিতে বিজেপি বিরোধিতায় হাত ধরবে কংগ্রেসের? নাকি বিজেপি ও কংগ্রেস- দুই দল থেকেই সমদূরত্ব বজায় রেখে চলবে? এই পরিস্থিতিতে আর সময় নেই সিপিএমের হাতে। তাই হায়দরাবাদ পার্টি কংগ্রেস থেকে একটা সিদ্ধান্তে উপনীত হতেই হবে। তা নিয়েই বুধবার সকাল থেকে শুরু হয়েছে বিতর্ক। পাঁচদিন এখন এই বিতর্ক চলবে।

সেইসঙ্গে এবার পার্টি কংগ্রেসেই ঠিক হয়ে যাবে সিপিএমের ব্যাটন কার হাতে থাকবে, সীতারাম ইয়েচুরি নাকি প্রকাশ কারাত ঘনিষ্ঠ কারও উদয় হবে পার্টি কংগ্রেসে। সেখানেও কিন্তু জড়িয়ে রয়েছে মহাজোট রাজনীতির সমীকরণ। যদি সিপিএম নিজেদের অস্তিত্ব রক্ষায় জোট রাজনীতিকেই আশ্রয় করে, তবে সীতারাম ইয়েচুরিই থাকবেন সিপিএমের সাধারণ সম্পাদক।

আর যদি সিপিএম তাঁদের পার্টি লাইনে কংগ্রেস-বিজেপি থেকে সমদূরত্ব বজায় রেখে চলার সূত্র খুঁজে পায়, তবে বৃন্দা কারাতের মতো কেউ সিপিএমের ব্যাটন তুলে নিতে পারেন। সেক্ষেত্রে সিপিএমের সীতারাম-যুগের অবসান ঘটবে। বর্তমানে গেরুয়া আগ্রাসনের মোকাবিলা করাকেই বেশি প্রাধান্য দেবে নাকি পুরনো পার্টি লাইন আঁকড়ে থাকবে সিপিএম, তা জানা যাবে এই পার্টি কংগ্রেসের রিপোর্টেই।

মোট কথা, সীতারামের জোটতত্ত্ব আর প্রকাশ কারাতের কেরল লবির একলা চলো নীতির লড়াই হয়ে উঠেছে এই পার্টি কংগ্রেস। নিজেদের মানোন্নয়ন দূরে সরিয়ে এখন মূল ইস্যু হয়ে উঠেছে কংগ্রেসের সঙ্গে জোট তত্ত্বই। এখন দেখার সীতারামের কৌশলী রাজনীতি, নাকি কারাতের আদর্শ- কোন নীতি জয়ী হয়।

[আরও প়ড়ুন: মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে ][আরও প়ড়ুন: মহাভারতের যুগেও ইন্টারনেট ছিল! খোদ মুখ্যমন্ত্রীর মন্তব্যে বিতর্কের ঝড় দেশজুড়ে ]

English summary
CPM will take a decision for 2019 election in Party Congress of Hyderabad. Will CPM agree to build alliance with Congress.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X