For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাত ধরতে বেনজির ভোটাভুটি! কংগ্রেসই এখন মুখ্য আলোচ্য সিপিএমের সিসিতে

সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকেও সমাধান সূত্র মেলার সম্ভাবনা প্রায় নেই। শেষপর্যন্ত ভোটাভুটির দিকেই গড়াচ্ছে কংগ্রেসের হাত ধরার প্রসঙ্গটি।

Google Oneindia Bengali News

বিজেপিকে রুখতে সিপিএম কি কংগ্রেসের হাত ধরবে? সিপিএমের কেন্দ্রীয় কমিটির বৈঠকেও সমাধান সূত্র মেলার সম্ভাবনা প্রায় নেই। শেষপর্যন্ত ভোটাটুভুটির দিকেই গড়াচ্ছে কংগ্রেসের হাত ধরার প্রসঙ্গটি। পলিটব্যুরোর বৈঠক থেকে শুরু করে কেন্দ্রীয় কমিটির বৈঠকে দফায় দফায় আলোচনা শেষে স্থির সিদ্ধান্তে পৌঁছতে ব্যর্থ সিপিএম।

হাত ধরতে বেনজির ভোটাভুটি! কংগ্রেসই আলোচ্য সিপিএমে

কারাত শিবির চেষ্টা করছে, যে কোনও মূল্যে ভোটাভুটি এড়াতে। কিন্তু সমাধান সূত্রে না পেলে ভোটাভুটি এড়ানো এত সহজ হবে না। দু-দুটি দলিল নিয়ে ভোটাভুটি আসন্ন। বঙ্গ সিপিএমের মত, বিজেপিই এই মুহূর্তে তাঁদের প্রধান শত্রু। এই সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট গড়ার জন্য প্রয়োজনে কংগ্রেসের হাত ধরতে হয়, তাতে তারা রাজি।

কিন্তু প্রকাশ কারাত শিবির কংগ্রেসের হাত ধরার ঘোর বিরোধী। কারাত শিবির চাইছে, বিজেপি ও কংগ্রেস থেকে সমদূরত্ব বজায় রেখে চলতে। কংগ্রেসের সঙ্গে একই মঞ্চ ভাগ করে নিতে কারাত শিবিরের না-পসন্দ। আর এই ইস্যুতে যদি ভোট পর্যন্ত গড়ায়, তা হবে সিপিএমের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

হাত ধরতে বেনজির ভোটাভুটি! কংগ্রেসই আলোচ্য সিপিএমে

প্রকাশ কারাত শিবির অবশ্য শেষদিনের বৈঠকের আগে আশাবাদী, ইয়েচুরির খসড়া দলিল খারিজ করে পার্টি কংগ্রেসে পর্যন্ত নিয়ে যেতে পারবেন এই বিতর্ক। সীতারাম ইয়েচুরি রাজ্য সম্পাদক হিসেবে দুটি খসড়া দলিলই পেশ করেছেন। এদিনও সারা দিন পার্টি লাইন নিয়ে আলোচনা হবে। চেষ্টা চলছে, পার্টি কংগ্রেস পর্যন্ত এই লড়াইকে জিইয়ে রাখতে।

সেই লক্ষ্যপূরণে প্রকাশ কারাত প্রস্তাব দিয়েছেন, ২০০৪-এ যে লাইন নিয়েছিল সিপিএম, সেই লাইনেই অবিচল থাকতে। প্রয়োজনে বাইরে থেকে সমর্থন করা হবে কংগ্রেসকে। কংগ্রেসের সঙ্গে নির্বাচনী আঁতাত নৈব নৈব চ। যদিও তিনি মেনে নিয়েছেন, পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা, এমনকী কেরলেও বিজেপি সিপিএমের কাছে বড় বিপদ।

কংগ্রেসের সঙ্গে হাত ধরে চলার প্রশ্নে ত্রিপুরার সিপিএমও বঙ্গ সিপিএমের সঙ্গে একমত। কিন্তু কেন্দ্রীয় কমিটিতে কারাতের আধিপত্য থাকায় বঙ্গ ও ত্রিপুরা সিপিএম জোটবদ্ধ হয়েও স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারছে না। তবে দেখার ব্যাপার কেরালার মুখ্যমন্ত্রী বিজেপি প্রসঙ্গে কী অবস্থান নেয়। কেরালার মুখ্যমন্ত্রীও যদি কংগ্রেসের হাত ধরার ব্যাপারে সায় দেয়, তখন কারাত শিবির কী অবস্থান নেয়।

English summary
Controversy of Congress and CPM alliance is continuing. CPM can go to vote in central committee meeting for deciding this issue.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X