For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনায় আরও ১১ জনের মৃত্যু বাংলায়, বাড়ছে আক্রান্তও, পরিসংখ্যান একনজরে

বাংলায় করোনা ভাইরাস সংক্রমণে ফের বাড়ল মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ল করোনা আক্রান্তও। শনিবার নবান্নের তরফে করোনা বুলেটিনে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের করোনা পরিসংখ্যান।

Google Oneindia Bengali News

বাংলায় করোনা ভাইরাস সংক্রমণে ফের বাড়ল মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ল করোনা আক্রান্তও। শনিবার নবান্নের তরফে করোনা বুলেটিনে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান রাজ্যের করোনা পরিসংখ্যান। একইসঙ্গে পরিযায়ী শ্রমিকদের নিয়েও রাজ্যের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়ে দিন, ইতিমধ্যে রাজ্য কী কী ব্যবস্থা নিয়েছে।

করোনায় আরও ১১ জনের মৃত্যু বাংলায়, পরিসংখ্যান একনজরে

একনজরে বাংলার করোনা পরিসংখ্যান
গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে আরও ১১ জনের। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯ জন। নবান্নের তরফে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে শতাধিক। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১০৮ জন্। মোট আক্রান্তের সংখ্যা ১৬৭৮ থেকে বেড়ে হয়েছে ১৭৮৬।

মোট আক্রান্তের নিরিখে পরিসংখ্যান
মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়ার তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১৭৮৬ জনের মধ্যে এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন ১২৪৩ জন, করোনা মুক্ত হয়ে ছাড়া পেয়েছেন মোট ৩৭২ জন। এদিন ছাড়া পেয়েছেন ৪৯ জন। করোনা সংক্রমণে মৃত্যু হয়েছে ৯৯ জনের। বাকি ৭২ জনের মৃত্যু কো-মর্বিলিটির কারণে।

পরিযায়ী শ্রমিকদের নিয়ে
স্বরাষ্ট্র সচিব জানান, পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন চলবে। বৃন্দাবন, বারাণসী ও মথুরা থেকে ফেরানো হবে। ফেরানো হবে তীর্থযাত্রীদেরও। যাঁরা চিকিৎসা করাতে বাইরের রাজ্যে গিয়েছিলেন, তাঁদেরও ফেরানো হবে। সব ধরনের ব্যবস্থা রয়েছে। যে সব শ্রমিক হেঁটে সীমান্ত আসছেন, তাঁদেরও পরীক্ষা করে ফেরানোর বন্দোবস্ত করা হবে।

কত মানুষ ফিরেছেন, কত গিয়েছেন
তিনি পরিসংখ্যান দিয়ে জানান, পশ্চিমবঙ্গ থেকে অন্য রাজ্যে ফিরে গিয়েছেন প্রায় ২০ হাজার মানুষ। তার মধ্যে ১৮৮৪১ মানুষ ছোট গাড়ি করে। বাসে করে ১১৭২ মানুষ গিয়েছেন এই রাজ্য থেকে। অন্যরাজ্যে আটকে পড়া প্রায় সাড়ে ৬ হাজার মানুষ এসেছেন পশ্চিমবঙ্গে। বাসে এসেছেন ৭০০ জন। বাকিরা ছোট গাড়ি করে।

English summary
Coronavirus affected and death toll in West Bengal has increased on May 9. 1786 are affected and 99 are died in corona virus infection.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X