For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঔদ্ধত্য ঘাতক... ছিঃ ছিঃ ছিঃ! জেএনইউতে হামলার প্রতিবাদে কলম ধরলেন নেত্রী মমতা

ঔদ্ধত্য ঘাতক...ছিঃ ছিঃ ছিঃ! জেএনইউতে হামলার প্রতিবাদে কলম ধরলেন মমতা

  • |
Google Oneindia Bengali News

রবিবার জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর বহিরাগত হামলার নিন্দা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার কড়া সমালোচনা করেছিলেন তিনি। এবার সেই হামলার প্রতিবাদে কলম ধরলেন মুখ্যমন্ত্রী। কবিতার নাম গর্জে ওঠো। এর আগে জেএনইউ-এক ঘটনাকে ফ্যাসিস্ত সার্জিকাল স্ট্রাইক বলে বর্ণনা করেছিলেন তিনি।

জেএনইউ-তে হামলার প্রতিবাদে কলম ধরলেন মমতা

জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর হামলার প্রতিবাদে কলম ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কবিতার নাম গর্জে ওঠো। কবিতায় যেমন দেশ কোথায় যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তার পাশাপাশি আত্মবিশ্বাসে জ্বলে উঠে আত্মমর্যাদা রক্ষার আহ্বান জানিয়েছেন তিনি।

 জেএনইউ-এর ঘটনার সমালোচনা

জেএনইউ-এর ঘটনার সমালোচনা

মুখ্যমন্ত্রী এদিন বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই সব নয়। কিন্তু সেই সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্তের বিরোধিতা করলেই তাঁকে দেশবিরোধী বলা হচ্ছে। পাকিস্তানের সঙ্গে তুলনা করা হচ্ছে। প্রসঙ্গত সিএএ কিংবা ৩৭০ ধারা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী সমালোচনা করেছিলেন। বিজেপির তরফে বলা হয়েছিল ইমরানের সঙ্গে মতের মিল রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেএনইউ-এর ঘটনাকে ফ্যাসিস্ত সার্জিক্যাল স্ট্রাইক বলেও বর্ণনা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেএনইউতে হামলা নিয়ে তাঁর অভিযোগ, একদিকে পুলিশকে বলা হচ্ছে কোনও ব্যবস্থা না নিতে, অন্যদিকে বহিরাগতরা হামলা চালাচ্ছে।

জেএনইউ গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল

জেএনইউ গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল

সোমবার জেএনইউতে গিয়েছিল তৃণমূলের প্রতিনিধি দল। নেতৃত্বে ছিলেন প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী। যদিও এই দলটিকে ক্যাম্পাসের মধ্যে ঢুকতে দেওয়া হয়নি। সেখানেই বসে তাদের প্রবাদ জানিয়েছিলেন, দীনেশ ত্রিবেদী, মানস ভুঁইয়ারা।

সিএএ, এনআরসির বিরুদ্ধে কবিতা লিখেছিলেন মমতা

এর আগে সিএএ এবং এনআরসির বিরুদ্ধেও কবিতা লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার নাম ছিল অধিকার।

আমার সময় জেএনইউ-তে 'টুকরো টুকরো' গ্যাং ছিল না, সিএএ নিয়ে যৌক্তিগতা দিতে গিয়ে বললেন জয়শঙ্করআমার সময় জেএনইউ-তে 'টুকরো টুকরো' গ্যাং ছিল না, সিএএ নিয়ে যৌক্তিগতা দিতে গিয়ে বললেন জয়শঙ্কর

English summary
CM Mamata Banerjee writes poem to protest against JNU attack. Previously she wrote poem to protest against CAA.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X