For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার তলব বিনয় মিশ্রের বাবা-মাকে, ডিরেক্টর হিসেবে কোম্পানির লেনদেনের হিসেব চাইল সিবিআই

সিবিআই (cbi)-এর তরফে এবার গরুপাচার কাণ্ডে (cow smuggling case) অভিযুক্ত বিনয় মিশ্রের (vinay mishra) বাবা-মাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বাড়িতে গিয়েও তাঁদের না পাওয়াতেই এই তলব বলে জানা গিয়েছে। বুধবার তাঁদের নিজাম

  • |
Google Oneindia Bengali News

সিবিআই (cbi)-এর তরফে এবার গরুপাচার কাণ্ডে (cow smuggling case) অভিযুক্ত বিনয় মিশ্রের (vinay mishra) বাবা-মাকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। বাড়িতে গিয়েও তাঁদের না পাওয়াতেই এই তলব বলে জানা গিয়েছে। বুধবার তাঁদের নিজাম প্যালেসে হাজিরার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এবার তলব বিনয় মিশ্রের বাবা-মাকে, ডিরেক্টর হিসেবে কোম্পানির লেনদেনের হিসেব চাইল সিবিআই

সিবিআই সূত্রে দাবি করা হয়েছে, বিনয় মিশ্র 'লটিবি' নামে একটি কোম্পানি খুলেছিলেন। সেই কোম্পানির ডিরেক্টক করা হয়েছিল তাঁর বাবা তেজবাহাদুর মিশ্র এবং মা ললিতা মিশ্রকে। এই সংস্থা থেকে বিনয় মিশ্রের অ্যাকাউন্টে বেশষ কয়েকবার মোটা অঙ্কের টাকা জমা পড়েছে বলে অভিযোগ।

ফলে কোম্পানির আয়ের উৎস এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন নিয়ে জেরা করতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। তদন্তকারীরা মনে করছেন, ভুয়ো কোম্পানির মাধ্যমে গরু পাচারের টাকা বিনয় মিশ্রের অ্যাকাউন্টে জমা পড়েছে। আয়কর-সহ দেশের তদন্তকারী সংস্থাগুলির চোখে ধূলো দেওয়ার জন্যই এই ব্যবস্থা বিনয়ই করেছিলেন বলে সন্দেহ তদন্তকারীদের। তাদের আরও সন্দেহ এইভাবেই সরকারি আমলা এবং প্রভাবশালী নেতা-মন্ত্রীদের অ্যাকাউন্টেও টাকা যেত।

তদন্তকারীরা মনে করছেন, বিনয় মিশ্র এখন প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র ভানুয়াতুতে রয়েছেন। তাঁর বিরুদ্ধে সিবিআই রেড কর্নার নোটিশ জারি করার আবেদন করে। তবে ইতিমধ্যে রক্ষা কবচ পেলে দেশে ফিরতে রাজি বলে আইনজীবীর মাধ্যমে ইঙ্গিত দিয়েছিলেন বিনয়।

কর্মসূচি পালনে শিথিলতা, নাড্ডার নির্দেশে বাংলার নেতাদের নিয়ে ফের সক্রিয় কৈলাশকর্মসূচি পালনে শিথিলতা, নাড্ডার নির্দেশে বাংলার নেতাদের নিয়ে ফের সক্রিয় কৈলাশ

English summary
CBI calls Vinay Mishra's father and mother to Nizam Palace in connection with the company and their involment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X