For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাঁচ ডিজির নিয়োগ বাতিল করল ক্যাট, রাজ্যপুলিশ ডিজি-হীন

Google Oneindia Bengali News

পাঁচ ডিজির নিয়োগ বাতিল করল ক্যাট, রাজ্যপুলিশ ডিজি-হীন
কলকাতা, ৪ ফেব্রুয়ারি : আইপিএস নজরুল ইসলামের দায়ের করা মামলার প্রেক্ষিতে রাজ্যের পাঁচ ডিজির নিয়োগ বাতিলের নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল (ক্যাট)। রাজ্যের পুলিশ-প্রধান হিসাবে জি এম প্রভু রাজশেখর রেড্ডি সহ ডিজি মর্যাদার পাঁচ আইপিএস অফিসারের পদোন্নতিই অসাংবিধানিক বলা হয়েছে। সরকার অবশ্য এই নির্দেশের বিরুদ্ধে হাই কোর্টে যাওয়ার কথা চিন্তাভাবনা করছে বলছে সূত্রের তরফে জানা গিয়েছে। ক্যাটের এই নির্দেশের ফলে রাজ্য পুলিশ কার্যত এখন ডিজিহীন।

পাঁচ আইপিএস অফিসারের পদোন্নতিই অসাংবিধানিক বলা হয়েছে

২০১২ সালের পাঁচই ডিসেম্বর ডিজি নিয়োগের জন্য স্ক্রিনিং কমিটির বৈঠক হয়েছিল। নিয়োগ সংক্রান্ত ওই বৈঠককে অসাংবিধানিক আখ্যা দিয়ে তা বাতিল করে দিয়েছে ক্যাট। রাজ্য সরকার ডিজি নিয়োগ সংক্রান্ত যেসব নথি পেশ করেছিল, তা নিয়ে সন্দেহ ও ক্ষোভ প্রকাশ করেছে আদালত।

এদিন ক্যাট নিয়োগ বাতিলের নির্দেশের পাশাপাশি ওই পুলিশ আধিকারিকদের অবিলম্বে পদ থেকে সরে যাওয়ারও নির্দেশ দিয়েছে ক্যাট। শুধু তাই নয়, নতুন করে নিয়োগ কমিটি গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। ১৮ ফেব্রুয়ারির মধ্যে নতুন নিয়োগ কমিটি গঠন করতে হবে বলেও জানানো হয়েছে। ১৯ তারিখের মধ্যে সদস্যদের নাম জানাতে হবে ট্রাইবুনালকে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই ডিজি নিয়োগের কথা বলা হয়েছে।

রাজ্য রায়ে স্থগিতাদেশ চাইলেও, বিচারপতিরা তা খারিজ করে দেন। আইনজীবীদের বক্তব্য, ক্যাটের এই সিদ্ধান্ত নজিরবিহীন। আদালতের রায়ে একসঙ্গে পাঁচ ডিজির নিয়োগ বাতিল হয়ে যাচ্ছে, অতীতে এমন ঘটনা ঘটেনি।

English summary
CAT cancels appointment of 5 DGs- West Bengal has none left at present
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X