For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসসি দ্বাদশের ফলে কলকাতার জয়জয়কার, প্রথম স্থান অধিকার বাংলারই ৬ জনের

আইএসসি দ্বাদশের ফলে কলকাতার জয়জয়কার, প্রথম স্থান অধিকার বাংলারই ৬ জনের

Google Oneindia Bengali News

আইএসসি দ্বাদশের ফলাফল প্রকাশ হতেই দেখা গেল বাংলার জয়জয়কার। একসঙ্গে বাংলার ছয়জন প্রথম স্থান অধিকার করেছেন। তাঁদের মধ্যে আবার কলকাতারই তিন জন। আইএসসি-তে দেশে মোট ১৮ জন ছাত্র-ছাত্রী প্রথম স্থান অধিকার করেছে ৯৯.৭৫ নম্বর পেয়ে। আর প্রথম তিনে রয়েছে বাংলার মোট ৪১ জন ছাত্র ও ছাত্রী।

আইএসসি দ্বাদশের ফলে কলকাতার জয়জয়কার, প্রথম স্থান অধিকার বাংলারই ৬ জনের

এদিন আইএসসির ফলাফল প্রকাশ হতেই দেখা গিয়েছে ছাত্রদের থেকে ছাত্রীদের ফলাফল ভালো। আর সমস্ত রাজ্যের মধ্যে বাংলা এবারে একেবারে অনন্য ফল করেছে আইএসসি দ্বাদশের বোর্ড পরীক্ষায়। মোট ৯৬ হাজার ৯৪০ জন পরীক্ষার্থী এবার ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেশন সংক্ষেপে আইএসসি পরীক্ষায় বসেছিলেন।

এবার আইএসসি পরীক্ষায় বসা ৯৬ হাজার ৯৪০ জন পরীক্ষার্থীর মধ্যে বাংলার পরীক্ষার্থী সংখ্যা ছিল ২৭ হাজার ৫৬৯ জন। যার মধ্যে পাস করেছে ৯৯.১৫ শতাংশ পড়ুয়া। সার্বিকভাবে দেশে পাসের হার বেশি। দেশে পাস করেছে ৯৯.৩৮ শতাংশ। দেশ এবং রাজ্য উভয় ক্ষেত্রেই ছাত্রীদের পাসের হার বেশি। ছাত্রীরা এবার সর্বক্ষেত্রেই এগিয়ে রয়েছে ছাত্রদের থেকে।

দেশে মোট ১৮ জন প্রথম হয়েছেন। তাঁদের প্রাপ্ত নম্বর ৩০০। শতাংশের হিসেবে তা ৯৯.৭৫ শতাংশ। ১৮ জনের মধ্যে রয়েছেন বাংলার ৬ জন। তাঁরা হলেন, মহম্মদ আর্শ মুস্তাফা। তিনি কলকাতার দ্য ফ্রাঙ্ক অ্যান্টনি পাবলিক স্কুলের ছাত্র। সল্টলেক স্কুলের প্রতীতি মজুমদার, কলকাতার জিডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের অপূর্ব কাশিস, পানিহাটি সেন্ট জেভিয়ার্স ইনস্টিটিউশনের পৃথ্বীজ মণ্ডল, আলিপুরদুয়ার সানসাইন স্কুলের নিখিলকুমরা প্রসাদ এবং উত্তর ২৪ পরগনার সেন্ট ক্যারেট স্কুলের অভিষেক বিশ্বাস।

শুধু যে প্রথম স্থানেই বাংলার দাপট তা নয়, দ্বিতীয় স্থানে বাংলার ১৯ জন রয়েছে। আর তৃতীয় স্থানে রয়েছে বাংলার ১৬ জন। ৯৯.৫০ শতাংশ অর্থাৎ ৩৯৮ নম্বর পেয়েছেন দ্বিতীয় স্থানাধিকারীরা। আর তৃতীয় স্থানীধিকারীরা পেয়েছেন ৩৯৭ নম্বর। অর্থাৎ ৯৯.২৫ শতাংশ। রাজ্যে মোট পরীক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের পাসের হার ৯৯.৪১ শতাংশ। আর ছাত্রদের পাসের হার তার থেকে অনেকটাই কম। ছাত্রদের পাসের হার ৯৮.৯৩ শতাংশ।

এখানে উল্লেখ্য, আইএসসি পরীক্ষায় সর্বভারতীয় স্তরে মোট ১৫৪ জন প্রথম তিনে রয়েছে। তার মধ্যে বাংলার ৪১। প্রথম স্থানে ১৮-র মধ্যে বাংলার ৬ জন স্থান পেয়েছেন। দ্বিতীয় স্থানে সারা ভারতে মোট ৫৮ জন রয়েছেন, তার মধ্যে বাংলার ১৯ জন। আর তৃতীয় স্থানে সর্বভারতীয়স্তরে রয়েছে মোট ৭৮ জন। তাদের মধ্যে বাংলার ১৬ জন।

English summary
Bengal’s six students are topper of ISC in India getting 99.75 percent number
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X