For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর সঙ্গে শপথ নেবেন আরও ৪২ মন্ত্রী, রাজভবনে নামের তালিকা দিলেন মমতা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৬ মে : বাম-কং জোট শক্তিকে ধূলিস্যাৎ করে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল ২৭ মে রেড রোডে মুখ্যমন্ত্রী হিসাবে দ্বিতীয়বার শপথ নিতে চলেছেন মমতা। এদিন মমতা-সহ ৪২জন মন্ত্রী শপথ নেবেন। একথা জানিয়ে রাজভবনে মন্ত্রীদের নামের তালিকা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। [রেড রোডে মমতার শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কারা? জেনে নিন]

আজ, বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে সঙ্গে নিয়ে রাজভবনে যান মমতা। রাজ্যপালের সঙ্গে দেখা করে তাঁর হাতে ৪২ জন মন্ত্রীর নাম তুলে দেন তিনি।

আগামীকাল মন্ত্রী হিসাবে শপথ নেবেন ৪২ জন, তালিকা রাজভবনে দিলেন মমতা

এই নামের তালিকায় রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, শুভেন্দু অধিক, শোভন চট্টোপাধ্যায়, ইন্দ্রনীল সেন, লক্ষ্মীরতন শুক্ল, রেজ্জাক মোল্লা, অবনী জোয়ারজদার, জাকির হোসেন, সিদ্দিকুল্লা চৌধুরি, রবীন্দ্র নাথ ঘোষ, চূড়ামণি মাহাতো, জেমস কুজুর, অসীমা পাত্র, বাচ্চু হাঁসদা, গুলাম রব্বানি, সন্ধ্যারানী কুজুর, তপন দাশগুপ্ত-সহ ১৭জন নতুন মন্ত্রী।

অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, পুর্ণেন্দু বসু, স্বপন দেবনাথ, অমিত মিত্র, অরূপ রায়,সাধন পাণ্ডে, জ্যোতিপ্রিয় মল্লিক, মলয় ঘটন, সৌমেন মহাপাত্র, আশিস বন্দ্যোপাধ্যায়, রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো পুরনো মন্ত্রীরাও থাকছেন। [মমতার শপথগ্রহণ অনুষ্ঠান : রেড রোডের রঙ বদলে হল 'নীল-সাদা']

তবে কাকে কোন দফতরের দায়িত্বে রাখা হচ্ছে তা নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি মমতা। বরং কৌতুহল জিইয়ে রেখে জানিয়েছেন, আগামীকাল শপথের পর নবান্নে বৈঠকের পর ঠিক হবে কে কোন দফতরের দায়িত্ব পাবেন। পাশাপাশি এদিন তিনি এও জানিয়ে দিয়েছেন, মালদহ ছাড়া অন্য সব জেলার প্রতিনিধিই তাঁর মন্ত্রীসভাতে থাকবেন।

English summary
42 minister will take oath Tomorrow, Mamata submit list of name in raj bhavan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X