For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌ওঝার ঝাড়ফুঁকে মালদায় মৃত দুই শিশু, ‌অসুস্থ দু’‌জনের চিকিৎসা চলছে

Google Oneindia Bengali News

সাধারণ মানুষের মধ্যে সচেতনতা যতই বাড়ানোর চেষ্টা চলুক না কেন, আদতে যে কাজের কাজ কিছুই হচ্ছে না, তা ফের প্রমাণিত হল মালদায়। মালদার গাজোলে অন্ধ কুসংস্কারের বলি হতে হল দুটি শিশুকে। আশঙ্কাজনক অবস্থায় আরও দু’‌জন হাসপাতালে ভর্তি।

‌ওঝার ঝাড়ফুঁকে মালদায় মৃত দুই শিশু


মালদার গাজোলে এই ঘটনা ঘটেছে। গাজোলের খোদমালঞ্চ গ্রাম, যেটি ভারত–বাংলাদেশ সীমান্তে অবস্থিত, সেখানকার চারটি শিশু শুক্রবার খেলা শেষে বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়ে। মাথাব্যাথা ও বমি হয় তাদের। এরপর চার শিশুর অভিভাবক প্রথমে তো একে–অপরের বাড়ি গিয়ে খোঁজ–খবর নিতে উরু করেন যে কি হয়েছে তাদের সন্তানদের সঙ্গে যে তারা অসুস্থ হয়ে পড়ল। এরপর তাদেরই এক প্রতিবেশী জানায় যে শিশুদের ওপর ভূত ভর করেছে তাই তারা অসুস্থ হয়ে পড়ে। তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার পরিবর্তে বাড়িতে স্থানীয় ওঝা ডেকে আনে শিশুগুলির পরিবার। ঘণ্টা দুয়েক অসুস্থ চার শিশুর ওপরে ঝাড়ফুঁক চালানো হয় বলে জানা গিয়েছে।

এক নাগাড়ে ঝাড়ফুঁকের ফলে এক সময় নেতিয়ে পড়ে শিশুগুলি। তখন তাদের মালদা মেডিক্যাল কলেজে নিয়ে যায় তাদের পরিবার। কিন্তু হাসপাতাল যাওয়ার পথেই মৃত্যু হয় দুই শিশুর। অন্য দুজনের অবস্থা গুরুতর। তাদের চিকিত্‍সা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন যে খেলার সময় শিশুরা বিষ জাতীয় কিছু খেয়ে ফেলার জন্যই অসুস্থ হয়ে পড়েছিল। কিন্তু ঠিক সময়ে চিকিৎসা পেলে ওই দুই শিশুকে বাঁচানো যেত। কিন্তু মানুষ এখনও কুসংস্কারে বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেসের বিধায়ক দীপালি বিশ্বাস মৃত শিশুদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাঁদের কুসংস্কারে বিশ্বাস করতে বারণ করেছেন। এই ঘটনার পরই ওই ওঝা এলাকা ছেড়ে পালিয়ে যায়। পুলিশ তার খোঁজ শুরু করেছে।

English summary
The incident happened at Khodmalancha village in Gazole area along the India-Bangladesh border
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X