For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জোর ধাক্কা খেলেন জকোভিচ, সার্বিয়ার তারকার পরিবর্তে এটিপি ক্রমতালিকায় শীর্ষে এই তরুণ

জোর ধাক্কা খেলেন জকোভিচ, সার্বিয়ার তারকার পরিবর্তে এটিপি ক্রমতালিকায় শীর্ষে এই তরুণ

Google Oneindia Bengali News

শীর্ষ স্থান হারালেন নোভাক জকোভিচ। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপসের কোয়ার্টার ফাইনালে চেক প্রজাতন্ত্রের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৬-৪ এবং ৭-৬ (৭-৪) ব্যবধানে পরাজিত হন জোকার। এটিপি ক্রমতালিকায় ১২৩ নম্বর স্থানে থাকা চেক প্রতিদ্বন্দ্বী জিরি ভিসলি'র বিরুদ্ধে জোকারের অবাক করা, অপ্রত্যাশিত এই হার, তাঁকে বিশ্ব ক্রমতালিকায় শীর্ষ স্থান থেকে সরিয়ে দিল।

জোর ধাক্কা খেলেন জকোভিচ, সার্বিয়ার তারকার পরিবর্তে এটিপি ক্রমতালিকায় শীর্ষে এই তরুণ

২০টি গ্র্যান্ডস্ল্যাম জয়ী সার্বিয়ান তারকার এই হারকে চলতি দুবাই চ্যাম্পিয়শিপসের সব থেকে বড় অঘটন বললেও ভুল হবে না। অস্ট্রেলিয়ায় বিতর্কিত অধ্যায়ের পর এই প্রথম কোর্টে নেমেছিলেন নোভাক। তাঁকে ঘিরে উৎসাহও ছিল ব্যাপক। শীর্ষ স্থান ধরে রাখতে হলে এই প্রতিযোগীতায় অন্তন পক্ষে শেষ চারে জায়গা করে নিতে হতো নোভাককে। শেষ আটের ম্যাচে চেক প্রতিযোগীতর বিরুদ্ধে অবিশ্বাস্য হারে তা আর সম্ভব হয়নি। ফলে দীর্ঘদিন পর শীর্ষ স্থান হারালেন জোকার।

উল্লেখ্য, চলতি বছররের শুরুতে ভ্যাকসিন বিতর্কে জর্জরিত হয়ে অস্ট্রেলীয় ওপেনে অংশ নিতে পারেননি নোভাক জকোভিচ। বিমানবন্দরেই তাঁর ভিসা বাতিল করে তাঁকে ইমিগ্রেশন ডিন্টেশন হোটেলে পাঠায় মেলবোর্ন বিমানবন্দরে কর্মরত অভিবাসন দফতরের আধিকারিকরা। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলে নোভাকের পক্ষে রায় দেয় বিচারক। ফলে প্রস্তুতি শুরু করে দেন নোভাক। কিন্তু এর পরই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে ফের নোভাকের ভিসা বাতিল করেন অস্ট্রেলিয়ানর অভিবাসন মন্ত্রী। ফের আদালতের দ্বারস্থ হতে হয় সার্বিয়ার টেনিস তারকাকে। তবে এ ক্ষেত্রে আর ছাড় পাননি তিনি। অভিবাসন মন্ত্রীর সিদ্ধান্ত বহাল রাখে ন্যায়ালয়। যার ফলে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম শুরু হওয়ার ঠিক আগের দিন অস্ট্রেলিয়া ছাড়তে হয় নোভাককে।

নোভাকের হারের সুযোগে এটিপি মেক্সেকো ওপেনের কোয়ার্টার ফাইনালে জাপানের ইয়োসহিতো নিশিওকাকে ৬-২, ৬-৩ ব্যবধানে হারিয়ে বিশ্বের এক নম্বর টেনিসের এক নম্বর স্থান দখল করেন ড্যানিল মেদভেদেভ। সেমিফাইনালে তিনি মুখোমুখি হতে পারেন রাফায়েল নাদালের। ২৬ বছর বয়সী তরুণ রুশ মেদভেদেভ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে চলতি বছর প্রথম বার মুখোমুখি হন নাদালের। ওই ম্যাচে স্প্যানিয়ার্ডের কাছে পরাস্থ হয়েছিল তাঁকে। ড্যানিল মেদভেদেভকে হারিয়ে রেকর্ড ২১ তম গ্র্যান্ডস্ল্যামটি জিতেছিলেন নাদাল। জোকারকে টপকে তিনি এখন বিশ্বের এক নম্বর টেনিস তারকা জানার পর মেদভেদেভ বলেছেন, "এই খবরটা পাওয়ার পর ম্যাচে খেলা চালিয়ে যাওয়াটা সহজ হয় না। সত্যি বলতে আমি দেখছিলাম যে ও (ইয়োসিহিতো নিশিওকা) হারছে কিন্তু আমি জানতাম না যে ও যদি হারে তা হলে আমি এক নম্বরে পৌঁছে যাব।"

English summary
anill Medvedev becomes the top ranking player. Novak Djokovic lost his place after losing in Dubai Tennis Championships. Danill Medvedev becomes the top ranking player with victory over Yoshihito Nishioka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X