For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইতালিয়ান ওপেনে বিরল নজির, ডাবল ব্যাগেল স্কোরে খেতাব জয় ইগা সোয়াতেকের

Google Oneindia Bengali News

ডাবল ব্যাগেল! ইতালিয়ান ওপেনের ফাইনালে বিরল নজির। টেনিসেও এমন নজির খুব একটা বেশি নেই। তার উপর আবার ফাইনালে। সেই ডাবল ব্যাগেল স্কোরেই ইতালিয়ান ওপেন খেতাব জিতলেন ইগা সোয়াতেক।

ডাবল ব্যাগেল স্কোরে খেতাব জয় ইগা সোয়াতেকের

১৯ বছরের পোল্যান্ডের টেনিস তারকা ইগা গতবারের ফরাসি ওপেন চ্যাম্পিয়ন। আজ রোমে যে ফর্মে থেকে চ্যাম্পিয়ন হলেন তাতে আসন্ন ফরাসি ওপেনের আগে অনেকটাই আত্মবিশ্বাস বেড়ে গেল ইগার। এদিন তিনি স্ট্রেট সেটে তো জিতলেনই, ফাইনালে তাঁর জয়ের ব্যবধান দাঁড়াল ৬-০, ৬-০। জয়ের পর ইগা সোয়াতেক বলেন, রোমে একটা কঠিন সপ্তাহ কাটানোর পর আজ সত্যিই যেভাবে খেলেছি তাতে খুব ভালো লাগছে। আজকের ফাইনাল নিয়ে সুপার ফোকাসড ছিলাম, নিজের জন্য গর্বিত লাগছে। কেরিয়ারের তৃতীয় খেতাব জিতে ডব্লিউটিএ ক্রমতালিকায় তিনি ঢুকে পড়বেন প্রথম দশে, তিনি থাকবেন নবম স্থানে।

টেনিসে সেট ৬-০ জিতলে বলা হয় ব্যাগেল। ইগা এদিন তাই ফাইনাল জিতলেন ডাবল ব্যাগেলে। ৪৬ মিনিটেই ফাইনালে জয় হাসিল করে নিলেন ইগা সোয়াতেক। পাঁচ বছর পর ডব্লিউটিএ ফাইনালের স্কোর ডাবল ব্যাগেল হলো। শেষবার বুখারেস্টে সিমোনা হালেপ ডাবল ব্যাগেলে অ্যানাস্তাসিয়া সেভাস্তোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন। প্রতিপক্ষ প্লিসকোভার কথায়, ইগা এদিন গ্রেট টেনিস খেলেছেন। আজকের দিনটা এমনই ছিল যেদিন টেনিসে কোনও কিছুই নিজের পক্ষে থাকে না। এই দিনটা তাই দ্রুত ভুলতে চাই। উল্লেখ্য, ফোরহ্যান্ড, ব্যাকহ্য়ান্ডে এদিন অনবদ্য ছিলেন ইগা। প্লিসকোভা এদিন যেখানে ২৩টি আনফোর্সড এরর করেন, সেখানে ইগার আনফোর্সড এরর ছিল মাত্র পাঁচটি। প্লিসকোভা ইতালিতে ২০১৯ সালে খেতাব জিতেছিলেন। এই নিয়ে টানা তিন বছর ফাইনাল খেললেন। তবে চেক প্রজাতন্ত্রের প্লিসকোভা এদিন এতটাই হতাশ ছিলেন যে, দ্বিতীয় সেট চলাকালীন racketটি আছড়ে মাটিতে ফেলেন। অখেলোয়াড়সুলভ আচরণের জন্য তাঁকে সতর্কিতও হতে হয়।

English summary
Iga Swiatek Routs Karolina Pliskova In Italian Open Final With A Double Bagel Score. She Wins By 6-0, 6-0 Against Pliskova.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X