
অস্ট্রেলিয়ান ওপেনের সপ্তম দিনে জয় আজারেঙ্কা, সিটসিপাসের, মহিলা সিঙ্গলসে অব্যাহত ইন্দ্রপতন
অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা সিঙ্গলসে ইন্দ্রপতন। চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিলেন শীর্ষ বাছাই ইগা শিয়নটেক। ছিটকে গেলেন কোকো গফ। তবে জেসিকা পেগুলা, এলেনা রাইবাকিনা, ভিক্টোরিয়া আজারেঙ্কা, স্তেফানোস সিটসিপাসের মতো তারকারা জয় ছিনিয়ে নিয়েছেন।

মহিলাদের সিঙ্গলসে ২৪তম বাছাই ভিক্টোরিয়া আজারেঙ্কা প্রথম সেটে হেরে গিয়েছিলেন। যদিও শেষ অবধি অবাছাই লিন ঝুকে হারিয়ে দিলেন। খেলা গড়াল ২ ঘণ্টা ৪০ মিনিট। আজারেঙ্কা জিতলেন ৪-৬, ৬-১, ৬-৪ সেটে। বিশ্বের প্রাক্তন ১ নম্বর তথা ২০১২ ও ২০১৩ সালে অস্ট্রেলিয়ান ওপেন খেতাবজয়ী আজারেঙ্কা কোয়ার্টার ফাইনালে খেলবেন আমেরিকার জেসিকা পেগুলার বিরুদ্ধে। পেগুলা এবার তৃতীয় বাছাই হিসেবে খেলছেন। তিনি ছাড়া প্রথমদিকের বাছাইরা সকলেই বিদায় নিয়েছেন। পেগুলা এদিন হারালেন প্রাক্তন ফরাসি ওপেন খেতাবজয়ী বারবোরা ক্রেজসিকোভাকে। খেলার ফল ৭-৫, ৬-২।
মহিলাদের সিঙ্গলসে এদিন শীর্ষ বাছাই ইগা শিয়নটেককে হারিয়ে চমক দিলেন ২২তম বাছাই এলেনা রাইবাকিনা। ২০২২ সালের উইম্বলডনজয়ী রাইবাকিনা জিতলেন ৬-৪, ৬-৪ সেটে। তিনি কোয়ার্টার ফাইনালে খেলবেন জেলেনা ওস্তাপেঙ্কোর বিরুদ্ধে। ওস্তাপেঙ্কো এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে খেলবেন। তিনি এদিনই হারিয়ে দেন সপ্তম বাছাই কোকো গফকে। খেলার ফল ৭-৫, ৬-৩।
পুরুষদের সিঙ্গলসে তৃতীয় বাছাই স্তেফানোস সিটসিপাসকে চতুর্থ রাউন্ডের ম্যাচ জিততে হলো ঘাম ঝরিয়েই। ৪ ঘণ্টা ধরে চলা লড়াই তিনি জিতলেন ইতালির জানিক সিনারের বিরুদ্ধে। সিনার এবার ছিলেন পঞ্চদশ বাছাই। সিটসিপাসের জয় এলো ৬-৪, ৬-৪, ৩-৬, ৪-৬, ৬-৩ সেটে। কোয়ার্টার ফাইনালে তাঁর সামনে জিরি লেহেকা। চেক রিপাবলিকের এই প্লেয়ার এদিন হারিয়ে দিয়েছেন ষষ্ঠ বাছাই ফেলিক্স অগার-আলিয়াসিমেকে। খেলার ফল ৪-৬, ৬-৩, ৭-৬ (২), ৭-৬ (৩)। পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে ৩-৬, ৬-৩, ৬-২, ১-৬, ৭-৬ (১০-৭) সেটে হারিয়ে প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আমেরিকার সেবাস্তিয়ান কোর্ডা। মহিলাদের ডাবলসে অভিযান শেষ হয়ে গিয়েছে সানিয়া মির্জার।