For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে সাবালেঙ্কা-রাইবাকিনা, পুরুষদের ফাইনালিস্ট নির্ধারণ কাল

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে পৌঁছে গেলেন এলেনা রাইবাকিনা ও আরিনা সাবালেঙ্কা। কাল পুরুষদের সিঙ্গলস ফাইনাল। এ ছাড়াও রয়েছে মিক্সড ডাবলস ফাইনাল।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলস ফাইনালে মুখোমুখি হবেন পঞ্চম বাছাই আরিনা সাবালেঙ্কা ও ২২তম বাছাই এলিনা রাইবাকিনা। আজ সেমিফাইনালে পোল্যান্ডের মাগদা লিনেটকে হারিয়ে দিয়েছেন সাবালেঙ্কা। রাইবাকিনার কাছে পরাস্ত হয়েছেন ২ বারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা। এদিকে, কাল ভারতীয় সময় সকাল সাড়ে ৬টা থেকে মিক্সড ডাবলস ফাইনালে খেলতে নামবেন সানিয়া মির্জা ও রোহন বোপান্না। তাঁদের প্রতিপক্ষ ব্রাজিলের রাফায়েল মাতোস ও লুইসা স্তেফানি।

অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ফাইনালে সাবালেঙ্কা-রাইবাকিনা

আজ মহিলাদের সিঙ্গলসের প্রথম সেমিফাইনালে এলিনা রাইবাকিনা শুরু থেকেই দাপট নিয়ে খেলতে থাকেন আজারেঙ্কার বিরুদ্ধে। প্রথম গেমেই তিনটি এস মারেন। তাঁর সার্ভ ছিল ঘণ্টায় ১৮৬ কিলোমিটার বেগের। তবে আজারেঙ্কাও জবাব দিচ্ছিলেন, তুল্যমূল্য লড়াইও চালাতে থাকেন। ৩-৫-এ পিছিয়ে গিয়েও ৫-৫ করে ফেলেন। যদিও এরপর টানা পাঁচটি পয়েন্ট জিতে এগিয়ে যান ৬-৫ ব্যবধানে। যদিও আজারেঙ্কা স্নায়ুর চাপের মধ্যে সার্ভ ধরে রেখে প্রথম সেট টাইব্রেকারে নিয়ে যান। রাইবাকিনা ২-০ লি়ড নেন, সেখান থেকে ২-২ করে ফেলেন আজারেঙ্কা। শেষ অবধি রাইবাকিনা প্রথম সেট জিতে নেন ৭-৬ (৭-৪)-এ। দ্বিতীয় সেটটি তিনি জিতে নেন ৬-৩ ব্যবধানে।

আরিনা সাবালেঙ্কা হারিয়ে দিয়েছেন মাগদা লিনেটকে। খেলার ফল ৭-৬ (১), ৬-২। এই প্রথম কোনও গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল খেলবেন সাবালেঙ্কা। তিনি এবার অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ১ টুর্নামেন্ট জিতেছিলেন। ২০২৩ সালে টানা ১০টি ম্যাচ জিতলেন, ২০টি স্ট্রেট সেটে। বেলারুসের এই টেনিস প্লেয়ার ২০২১ সালে উইম্বলডন, ইউএস ওপেন ও ২০২২ সালের ইউএস ওপেনের সেমিফাইনালে হেরে গিয়েছিলেন। এবার গ্র্যান্ড স্ল্যাম সিঙ্গলস সেমিফাইনালের বাধা অতিক্রম করে ফেললেন। সাবালেঙ্কা তিনবার রাইবাকিনার মুখোমুখি হয়েছেন। জিতেছেন তিনবারই। ২০১৯ সালে ইউহানে, ২০২১ সালে আবু ধাবি ও উইম্বলডনে।

এদিকে, পুরুষদের সিঙ্গলস ফাইনালে কারা মুখোমুখি হবেন তা নির্ধারিত হয়ে যাবে আগামীকালই। কারেন খাচানভ এবার অস্ট্রেলিয়ান ওপেন সিঙ্গলসে ১৮তম বাছাই। প্রথম সেমিফাইনালে তিনি খেলবেন তৃতীয় বাছাই স্তেফানোস সিটসিপাসের। এই খেলাটি শুরু ভারতীয় সময় সকাল ৯টা থেকে। ভারতীয় সময় বেলা ২টো থেকে চতুর্থ বাছাই নোভাক জকোভিচ খেলবেন অবাছাই টমি পলের বিরুদ্ধে।

English summary
Aryna Sabalenka Beat Magda Linette To Storm Into Her Maiden Australian Open Women's Singles Final. She Will Meet Elena Rybakina Who Defeated Victoria Azarenka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X