For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আসানসোলে কাম ব্যাক জিতেন্দ্রর, বাবুলদের টক্করে পুরনো সৈনিকেই ভরসা মমতার

আসানসোলে কাম ব্যাক জিতেন্দ্রর, বাবুলদের টক্করে পুরনো সৈনিকেই ভরসা মমতার

Google Oneindia Bengali News

রাজনীতিতে থাকব না দাবি করেও সেই রাজনীতিতেই ফিরলেন জিতেন্দ্র। আবারও দলনেত্রীর উপর আস্থা রেখেই বিজেপির মোকাবিলায় নিজের পুরনো এলাকায় ফিরছেন জিতেন্দ্র তিওয়ারি। সূত্রের খবর বাবুলদের শায়েস্তা করতে জিতেন্দ্রর উপরেই ভরসা রেখেছেন দলনেত্রী। সেই বিশ্বাস ধরে রাখতেই বাবুল-শুভেন্দুদের পাল্টা ব়্যালি করতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি। বাবুল সুপ্রিয়দের এক প্রকার নাকে দম দিয়ে ছেড়েছিলেন বাবুল। সেই দাপট দেখানোর মতো ক্ষমকা এখনও আসানসোলে কারোর তৈরি হয়নি। সেকারণেই ফের জিতেন্দ্রকেই আসানসোলে ফেরাচ্ছে তৃণমূল কংগ্রেস।

ফের সক্রিয় জিতেন্দ্র

ফের সক্রিয় জিতেন্দ্র

ফের আসানসোলে সক্রিয় হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি। দলনেত্রীর নির্দেশেই জিতেন্দ্রকে তার পুরনো ময়দানে নামানো হচ্ছে। ফেব্রুয়ারিতে আসানসোলে বিশাল কর্মসূচি করবেন জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরে পদযাত্রা ও সভা করার কথা রয়েছে তাঁর। ফেব্রুয়ারিতেই আবার আসানসোলে শুভেন্দুকে নিয়ে শক্তি প্রদর্শন করতে চলেছেন বাবুল সুপ্রিয়। তার আগেই জিতেন্দ্রকে নামিয়ে পাল্টা টক্করে নামছে তৃণমূল কংগ্রেস।

দলের সঙ্গে বিরোধ

দলের সঙ্গে বিরোধ

শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওার আগে মুহূর্তেই দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিদ্রোহ করেছিলেন জিতেন্দ্র আসানসোলের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। রাজ্য সরকারের উদাসীনতার কারণেই আসানসোলকে স্মার্ট সিটিতে পরিণত করা যায়নি বলে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন তিনি। তারপরেই পুর প্রশাসকের পদ থেকে ইস্তফা এব দল ছাড়ার কথা ঘোষণা করেন জিতেন্দ্র।

তৃণমূলেই আছেন

তৃণমূলেই আছেন

দলের প্রতি অসন্তোষ প্রকাশ করার পরেই কলকাতায় ফিরে এসেছিলেন জিজেন্দ্র তিওয়ারি। সেখানে জিতেন্দ্রকে বোঝাতে তৎপর হয়েছিলেন দলের নেতারা। দফায় দফায় তাঁর সঙ্গে বৈঠক হয়। তারপরে বরফ গলে। দলে থাকার বার্তা দেন জিতেন্দ্র। কিন্ত আসানসোলের পুর প্রশাসক পদ তাঁকে ফিরিয়ে দেওয়া হয়নি। তারপর থেকে অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়েছিলেন তৃণমূল কংগ্রেস নেতা। পাণ্ডবেশ্বরে দলীয় অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ করা হয়নি।

বাবুল-শুভেন্দুর রোড শো

বাবুল-শুভেন্দুর রোড শো

ফেব্রুয়ারি মাসে শুভেন্দু অধিকারীকে নিয়ে আসানসোলের ভোটের ময়দানে নামছে বিজেপি। ৭ ফেব্রুয়ারি শুভেন্দু অধিকারীকে নিয়ে রোড শো করার কথা রয়েছে বাবুল সুপ্রিয়র। জিতেন্দ্র তিওয়ারি তেমন সক্রিয় না থাকায় বিজেপির পথ অনেকটাই সুগম হয়েছে আসানসোলে। জিতেন্দ্রর সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হওয়ার পর বাবুলের দিকেই আঙুল উঠেছিল। বাবুলের মদতেই নাকি বেসুরো হয়েছেন জিতেন্দ্র এমনই কথা শোনা যাচ্ছিল।

পাল্টা কর্মসূচি জিতেন্দ্রর

পাল্টা কর্মসূচি জিতেন্দ্রর

যেদিন শুভেন্দুকে নিয়ে আসানসোলে রোড শো করবেন বাবুল সুপ্রিয়। সেদিনই পাল্টা কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। নেতৃত্বে জিতেন্দ্র তিওয়ারি। জিতেন্দ্রকে সামনে রেখেই বাবুলদের মোকাবিলায় নামছে তৃণমূল কংগ্রেস। এর থেকেই স্পষ্ট আসানসোলে বিজেপিকে শায়েস্তা করতে ফের জিতেন্দ্রতেই ভরসা রাখছেন তৃণমূল কংগ্রেস নেত্রী।

তমলুক থেকেই জবাব অভিষেককে! 'নির্বাচিত' শুভেন্দুর থানা ঘেরাওয়ের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে তমলুক থেকেই জবাব অভিষেককে! 'নির্বাচিত' শুভেন্দুর থানা ঘেরাওয়ের বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি তুঙ্গে

English summary
Jitendra Tiwary will start rally at Assansol against BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X