For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে কি এবার মাইনাস হবেন জিতেন্দ্র! কাউন্সিলর-স্ত্রীর টুইটে চড়ছে জল্পনার পারদ

বিজেপির রক্তক্ষরণ চলছেই। কোথাও গোষ্ঠী কোন্দল কোথাও ইস্তফা। আবার দলবদলও ঘটছে কোথা কোথাও। তৃণমূলত্যাগী নেতাদের ঘরওয়াপসি হয়েই চলেছে। এবার কি তবে জিতেন্দ্র তিওয়ারি ফিরছেন তৃণমূলে?

Google Oneindia Bengali News

বিজেপির রক্তক্ষরণ চলছেই। কোথাও গোষ্ঠী কোন্দল কোথাও ইস্তফা। আবার দলবদলও ঘটছে কোথা কোথাও। তৃণমূলত্যাগী নেতাদের ঘরওয়াপসি হয়েই চলেছে। এবার কি তবে জিতেন্দ্র তিওয়ারি ফিরছেন তৃণমূলে? আবারও এক টুইটে জল্পনা বাড়ল তাঁর তৃণমূলে যোগদানের। এবার আর জিতেন্দ্র নয়, টুইট করেছেন তাঁর কাউন্সিলর পত্নী।

বিজেপির হারের পর থেকেই বেসুরো বাজছেন জিতেন্দ্র

বিজেপির হারের পর থেকেই বেসুরো বাজছেন জিতেন্দ্র

জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী এবার বিজেপির কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। একজন বিজেপির কাউন্সিলর হিসেবে তিনি তৃণমূলের সরকারের প্রকল্পের ভূয়সী প্রশংসা করে টুইট করেছেন তারপরই জল্পনা বেড়েছে জিতেন্দ্র তিওয়ারির তৃণমূলে ঘরওয়াপসির। আসানসোল উপনির্বাচনে বিজেপির হারের পর থেকেই বেসুরো বাজছেন জিতেন্দ্র। একাধিক টুইটে তিনি জল্পনা বাড়িয়েছেন।

বিজেপির কাউন্সিলর তৃণমূল সরকারে শিবিরের প্রচার

বিজেপির কাউন্সিলর তৃণমূল সরকারে শিবিরের প্রচার

এবার জিতেন্দ্রের স্ত্রী চৈতালি জল্পনা বাড়ালেন। দুয়ারে সরকার নিয়ে তিনি টুইট বার্তা দিলেন। চৈতালি টুইটে লিখলেন, রাজ্য সরকারের দুয়ারে সরকার শিবিরে গিয়ে সরাসরি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নিন। প্রশ্ন উঠে পড়ল, একজন বিজেপির কাউন্সিলর হয়ে তিনি কেন তৃণমূল সরকারে শিবিরের প্রচার করলেন? তাঁর এই টুইটের পরই জিতেন্দ্র তিওয়ারিকে নিয়ে ফের জল্পনার পারদ চড়ল।

বিজেপির কাউন্সিলরের পক্ষে ব্যাখ্যা

বিজেপির কাউন্সিলরের পক্ষে ব্যাখ্যা

তবে কেন তিনি এই বার্তা দিয়েছেন, তার ব্যাখ্যাও করেছেন চৈতালি। তিনি বলেন, বিজেপি বাংলায় ক্ষমতায় না এলেও ২ কোটি ৩৮ লক্ষ মানুষ বিজেপিকে ভোট দিয়েছেন। আর এই দুয়ারে সরকার শুধু কোনও রাজনৈতিক দলের নয়, এটা সরকারের। আর সরকরা তো সবার। জনগণের করের টাকা রাজ্য সরকারের কোষাগারে জমা পড়ছে, তাহলে তারা কেন রাজ্যের সুবিধা নেবে না।

বিজেপির হারের পর জিতেন্দ্র তিওয়ারির টুইট

বিজেপির হারের পর জিতেন্দ্র তিওয়ারির টুইট

আসানসোলে বিজেপির হারের পর জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন, তৃণমূল দুয়ারে সরকারের সাফল্যতেই এই বিপুল জয় পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্পের কারণে বিজেপি গোহারা হয়েছে বলে তিনি ব্যাখ্যা করেছিলেন। তা নিয়েও কম চর্চা হয়নি। এখানেই শেষ নয়, অমিত শাহ বাংলা সফরে আসার পরও তিনি জল্পনা বাড়িয়ে ছিলেন।

তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা বাড়ছে

তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা বাড়ছে

ফের টুইট করে জিতেন্দ্র তিওয়ারি জানান, বাংলা জিততে চান, তবে বাংলার মানুষের মন জিততে হবে সবার আগে। সেই সময় অবশ্য বিজেপি বা স্বয়ং জিতেন্দ্র স্বীকার করতে চাননি দলে বেসুরো হয়ে তিনি একথা বলেছেন। তিনি যথার্থ বলেছেন বলেই বিজেপি নেতারা বা তিনি নিজে ব্যাখ্যা করেন। কিন্তু তৃণমূলে প্রত্যাবর্তনের জল্পনা সময়ের সঙ্গে সঙ্গেই বেড়েছে জিতেন্দ্রর।

ফিরবেন তৃণমূলে, দুয়ারে কড়া নাড়ছেন সস্ত্রীক

ফিরবেন তৃণমূলে, দুয়ারে কড়া নাড়ছেন সস্ত্রীক

এখন আবার স্ত্রী চৈতালির দুয়ারে সরকারে সরকারি সুবিধা নেওয়ার বার্তা জিতেন্দ্রও ঘরওয়াপসির জল্পনা বহুগুণ বাড়িয়ে দিল। জিতেন্দ্র বা চৈতালির টুইট ঘিরে বঙ্গ বিজেপির অস্বস্তি বেড়েই চলেছে। আবার রাজনৈতিক মহলের একাংশের মতে, জিতেন্দ্র নিজেই শুধু নয়, স্ত্রীকে নিয়েই হয়তো এবার ফিরবেন তৃণমূলে। যদিও তা বলবে ভবিষ্যৎ।

English summary
Jitendra Tiwari’s wife increases speculation to join in TMC praising Duare Sarkar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X