For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিটিএ নির্বাচনই নয়, পাহাড়ে ফের পুরভোটের ডঙ্কা বাজালেন মমতা! সঙ্গে পঞ্চায়েত বার্তাও

জিটিএ নির্বাচনই নয়, পাহাড়ে ফের পুরভোটের ডঙ্কা বাজালেন মমতা! সঙ্গে পঞ্চায়েত বার্তাও

Google Oneindia Bengali News

পাহাড় সফরে গিয়ে পাহাড়ের সমস্ত দলের সঙ্গে বৈঠক করে জিটিএ নির্বাচনের বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু জিটিএ নয়, পাহাড়ে ফের পুরসভা নির্বাচনও হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে দার্জিলিংয়ে পঞ্চায়েত ভোট করারও যে তোড়জোড় শুরু করেছেন তিনি, তাও জানিয়ে দিলেন।

ভোটের আগে পাহাড়ের রাজনৈতিক সমাধান দাবি

ভোটের আগে পাহাড়ের রাজনৈতিক সমাধান দাবি

সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিচমন্ড হিলে জিটিএ নিয়ে শাসক দল তৃণমূল-সহ পাঁচটি দলের সঙ্গে বৈঠক করেছেন। সেই বৈঠকেই ভোট নিয়ে আলোচনা হয়। আর ভোটের আগে পাহাড়ের রাজনৈতিক সমাধান করার দাবিও ওঠে, কোন পথে মিলবে রাজনৈতিক সমাধান, তার একটি ড্রাফটও চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাঁদের অংশগ্রহণ

মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে যাঁদের অংশগ্রহণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বৈঠকে তৃণমূল ছাড়াও ছিলেন হামরো পার্টি, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা, গোর্খা জনমুক্তি মোর্চা ও জন আন্দোলন পার্টির প্রতিনিধিরা। হামরো পার্টির অজয় এডওয়ার্ড, গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার অনীত থাপা। গোর্খা জনমুক্তি মোর্চার রোশন গিরি ও জন আন্দোলন পার্টির হরকা বাহাদুর ছেত্রী অংশ নেন এই বৈঠকে। তৃণমূলে পক্ষে এই বৈঠকে ছিলেন অরূপ বিশ্বাস ও বিনয় তামাং। মমতার সঙ্গে ছিলেন ইন্দ্রনীল সেনও।

রাজনৈতিক সমস্যার সমাধানের বার্তা জিজেএমের

রাজনৈতিক সমস্যার সমাধানের বার্তা জিজেএমের

প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আবেদন করেন দার্জিলিংয়ে জিটিএ নির্বাচন অবিলম্বে করার। গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেছি, জিটিএ নির্বাচনের আগে রাজনৈতিক সমস্যার সমাধান করার। সেটা মানুষের পক্ষে ভালো হবে। ২ এপ্রিল সেমিনারের আগে প্রতিটি পার্টিতেই ড্রাফট প্রোপোজাল দিতে বলা হয়।

পাহাড়ের তিন পুরসভার ভোটও হবে শীঘ্রই

পাহাড়ের তিন পুরসভার ভোটও হবে শীঘ্রই

সোমবারের আলোচনার পর মঙ্গলবার দার্জিলিংয়ের প্রশসানিক বৈঠকে মুখ্যমন্রীাল মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শীঘ্রই জিটিএ নির্বাচন হবে পাহাড়ে। ২ থেকে ৩ মাসের মধ্যেই জিটিএ নির্বাচন হবে। ইতিমধ্যেই দার্জিলিং পুরসভার ভোট হয়েছে। হামরো পার্টি সেই নির্বাচনে জয়ী হয়েছে। পাহাড়ের বাকি তিন পুরসভা, যথাক্রমে- কার্শিয়াং, কালিম্পং ও মিরিকের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে এপ্রিলে। এই তিন পুরসভার ভোটও হবে শীঘ্রই।

ত্রিস্তর পঞ্চায়েতের ভোটের বার্তা মমতার

ত্রিস্তর পঞ্চায়েতের ভোটের বার্তা মমতার

সেইসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পাহাড়ের পঞ্চায়েত ভোটও করতে হবে। কিন্তু দার্জিলিংয়ে পঞ্চায়েত ভোটের সমস্যা রয়েছে। এই ভোট কেন্দ্রের সিদ্ধান্তের কারণে আটকে রয়েছে। পাহাড়ে পঞ্চায়েত ব্যবস্থা দ্বিস্তরীয়। এই ব্যবস্থাকে ত্রিস্তরীয় করার আবেদন জানানো হয়েছে। কেন্দ্র সেই আবেদন মঞ্জুর করলেই আমরা পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েতের ভোট করাব। চেষ্টা চলছে যত শীঘ্র সম্ভব এই সম্যা মিটিয়ে পাহাড়ে পঞ্চায়েত ভোট করার।

দিল্লির লাড্ডু আর খাবেন না, ১০ বছর অশান্তি নয় শুধু চাই কাজ! পাহাড়ে কথা আদায় মমতারদিল্লির লাড্ডু আর খাবেন না, ১০ বছর অশান্তি নয় শুধু চাই কাজ! পাহাড়ে কথা আদায় মমতার

English summary
Mamata Banerjee gives message of three municipalities vote with GTA election in hill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X