For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে মোর্চায় বড় ভাঙন, পদত্যাগ করলেন বিনয় তামাং, নেপথ্যে কী গুরুং স্ট্র্যাটেজি?

পাহাড়ে মোর্চায় বড় ভাঙন, পদত্যাগ করলেন বিনয় তামাং, নেপথ্যে কী গুরুং স্ট্র্যাটেজি?

Google Oneindia Bengali News

ফের উত্তাল পাহাড়ের রাজনৈতিক মহল। গোর্খা জনমুক্তি মোর্চা থেকে পদত্যাগ করলেন বিনয় তামাং। আগামিকাল এই নিয়ে জরুরি বৈঠক ডেকেছে পার্টির ওয়ার্কিং কমিটি। বিবৃতি জারি করে জানিয়ছেন গোর্খা জনমুক্তি মোর্চার সাধারণ সম্পাদক অনিল থাপা। বিনয় তামাংয়ের এই পদত্যাগের নেপথ্যে বিমল গুরুং রয়েছে কিনা তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

মোর্চায় ভাঙন

মোর্চায় ভাঙন

ফের উত্তেজনার আঁচ বাড়ছে পাহাড়ে। রাজনৈতিক মহলে বড় শোরগোল পড়ে গিয়েছে। গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন বিনয় তামাং। শুধু পদ নয় পার্টি থেকে পদত্যাগ করেছেন তিনি। বিমল গুরুংয়ের হঠাৎ করে এই পদত্যাগের সিদ্ধান্ত নতুন করে শোরগোল ফেলে দিয়েছে পাহাড়ের রাজনৈতিক মহলে। তড়িঘড়ি পার্টির ওয়ার্কিং কমিটির জরুরি বৈঠক ডেকেছেন মোর্চার সাধারণ সম্পাদক অনিল থাপা।

নেপথ্যে কি বিমল গুরুং

নেপথ্যে কি বিমল গুরুং

একুশের ভোটের আগে অপ্রত্যাশিত ভাবেই ফিের এসেছেন বিমল গুরুং। শুধু ফিরেই আসেননি সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেসেকে সমর্থন জানানোর কথাও ঘোষণা করেছেন। তারপরেই বিনয় তামাংকে নবান্নে ডেকে জরুরি বৈঠক করেছিলেন বিনয় তামাং। সেখানে তিনি স্পষ্ট জানিয়েছিলেন বিমল গুরুংয়ের আর কোনও জায়গা নেই দলে। কিন্তু বিমল গুরুংকে পাহাড়ে ফেরাতে সবরকম সাহায্য করে তৃণমূল কংগ্রেস। তারপরেই পাহাড়ে মোর্চা কার্যত দুই ভাগ হয়ে যায়। গুরুং পন্থীরা ফের সক্রিয় হয়ে ওঠেন।

গুরুংকে নিয়ে অসন্তোষ

গুরুংকে নিয়ে অসন্তোষ

বিমল গুরুংকে পাহাড়ে ফেরাতে পাহাড় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। বিমল পন্থী এবং গুরুং পন্থী এই দুই ভাগে ভাগ হয়ে যায় মোর্চা। যার পরিণতিতে পাহাড়ে ভোটের আগে কার্যত দুভাগে ভাগ হয়ে যায় মোর্চা। গুরুং পন্থী এবং বিনয় পন্থী। বিমল গুরুংকে কিছুতেই জায়গা দিতে চাননি বিনয় তামাং। এদিকে দুই পন্থীদের মিটিং মিছিলে উত্তাপ ছড়াতে শুরু করে পাহাড়ে।

উত্তরবঙ্গ ভাগের দাবি

উত্তরবঙ্গ ভাগের দাবি

এদিকে ভোট মিটতেই বিজেপি বিধায়ক জন বার্লা পৃথক উত্তরবঙ্গের দাবিেত সরব হয়েছেন। তিনি দাবি করেছেন উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থেই পৃথক রাজ্য অথবা কেন্দ্র শাসিত অঞ্চল করা হোক উত্তরবঙ্গকে। জন বার্লার এই দাবির পরেই উত্তরবঙ্গের একাধিক বিজেপি নেতা তাঁকে সমর্থন জানান। বিজেপি যদিও জন বার্লার এই দাবি একান্তই তাঁর ব্যক্তিগত বলে দায় এড়িয়েছে।এদিকে এর পরেও জন বার্লােক মোদী মন্ত্রিসভায় এনে গুরুত্ব বাড়িয়েছে। এরই মধ্যে মোর্চা থেকে বিনয় তামাংয়ের পদত্যাগে অন্য রাজনৈতিক সমীকরণ দেখছে রাজনৈতিক মহল।

English summary
Binoy Tamang resign from Gorkha Janamukti Morcha president post
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X