For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে নেই শরথ কমল! ভারতের নেতৃত্বে সাথিয়ান-মনিকা, প্রতিযোগিতার দিনক্ষণ ও স্থান জানুন

  • |
Google Oneindia Bengali News

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে তিন-তিনটি সোনাজয়ী অচন্ত শরথ কমল অংশ নেবেন না বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে। বছর চল্লিশের এই প্যাডলারের না থাকা ভারতের পদকের সম্ভাবনার ক্ষেত্রেও বড় ধাক্কা। ব্যক্তিগত কারণ দেখিয়ে আগামী মাসে চিনের চেংডুতে অনুষ্ঠেয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শরথ কমল।

বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে নেই শরথ কমল! নেতৃত্বে সাথিয়ান

চেংডুতে বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপ ৩০ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে অক্টোবরের ৯ তারিখ পর্যন্ত। শরথ কমল বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে পুরুষদের সিঙ্গলসে সোনা জেতেন। এ ছাড়াও মিক্সড ডাবলস ও দলগত সোনাও জেতেন। দেশের কিংবদন্তি এই প্যাডলারের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দেবেন এই মুহূর্তে ভারতীয়দের মধ্যে ক্রমতালিকার সেরা জায়গায় থাকা জি সাথিয়ান। তিনি বর্তমানে বিশ্বের ৩৭ নম্বর প্যাডলার। পুরুষদের বিভাগে ভারতীয় দল নামবে সাথিয়ানের নেতৃত্বেই।

মহিলাদের মধ্যে বিশ্বের ৪৪ নম্বরে থাকা মনিকা বাত্রা ভারতের মহিলা প্যাডলারদের নেতৃত্ব দেবেন। কমনওয়েলথ গেমসে প্রত্যাশিত পারফরম্যান্স উপহার দিতে না পারা মনিকা বিশ্ব চ্যাম্পিয়নশিপে চেনা ছন্দে ফিরে সাফল্যের মুখ দেখতে মরিয়া। টেবিল টেনিস ফেডারেশন অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত কারণে শরথ কমল বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিতে পারছেন না। দলের সঙ্গে থাকবেন পুরুষ ও মহিলা টিটি দলের কোচ যথাক্রমে এস রামন ও অনিন্দিতা চক্রবর্তী। বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের দলের সঙ্গে থাকবেন মনিকা বাত্রার ব্যক্তিগত কোচ ক্রিস আদ্রিয়ান পেইফার ও ম্যাসিওর হরমীত কৌর।

বিশ্ব টিটি চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ভারতীয় প্যাডলাররা রওনা হবেন ২৫ সেপ্টেম্বর। ঘোষিত ভারতীয় দল- পুরুষ: জি সাথিয়ান, সানিল শেট্টি, হরমীত দেশাই, মানুশ শাহ ও মানব ঠক্কর। মহিলা: মনিকা বাত্রা, লৃজা আকুলা, রীথ ঋশ্য, দিয়া চিতালে ও স্বস্তিকা ঘোষ। কোচ- এস রামন ও অনিন্দিতা চক্রবর্তী, ক্রিস আদ্রিয়ান পেইফার (ব্যক্তিগত কোচ), ম্যাসিওর- হরমীত কৌর।

English summary
World Table Tennis Championships: Achanta Sharath Kamal Opts Out, G Sathiyan To Lead Indian Squad. The Event Will Be Played In Chengdu From September 30 To October 9.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X