For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের টেস্ট ইভেন্টে করোনার থাবা, পরিকাঠামোগত ত্রুটিতে দুর্ঘটনাও

Google Oneindia Bengali News

আগামী ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে বেজিং উইন্টার অলিম্পিক গেমস। তার আগে ফের করোনা সংক্রমণ বাড়ার প্রভাব পড়ল গেমসের প্রস্তুতিতে। আয়োজকরা জানিয়েছেন, শীতকালীন অলিম্পিকের টেস্ট ইভেন্টে অংশ নিতে এসে করোনার কবলে পড়েছেন দুই বিদেশি ক্রীড়াবিদ। এ ছাড়া পোল্যাল্ডের একজন লুজ প্রতিযোগীর পা ভেঙেছে অলিম্পিক্স স্লাইডিং সেন্টারে। তাঁর প্রতিও সহমর্মিতা জানিয়েছেন গেমস আয়োজকরা।

বেজিংয়ে শীতকালীন অলিম্পিকের টেস্ট ইভেন্টে করোনার থাবা

অক্টোবর থেকে শুরু হয়েছে শীতকালীন অলিম্পিকের বিভিন্ন টেস্ট ইভেন্ট। প্রতিযোগী, সাপোর্ট স্টাফ, গেমসের আধিকারিক মিলিয়ে প্রায় দেড় হাজার জনের মধ্যে ২ জনেরই করোনা পজিটিভ ধরা পড়েছে। গেমসের প্যানডেমিক প্রিভিনশন অফিসের ডেপুটি ডিরেক্টর জেনারেল এ কথা জানিয়েছেন। তবে লুজ ট্রেনিংয়ের জন্য ওই দুই প্রতিযোগী চার্টার্ড বিমানেই বেজিংয়ে পৌঁছেছেন। তাঁদের উপসর্গ নেই। দুজনই তাই অনুশীলন চালিয়ে যাচ্ছেন। কিন্তু রয়েছেন কোয়ারান্টিন হোটেলে, খাবারও আলাদাভাবেই খেতে হচ্ছে।

চিন থেকে করোনা ছড়িয়েছে বিশ্বজুড়ে। তবে চিনে করোনা-বিধিও বেশ কঠোর। ইচ্ছামতো চিনে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে, প্রয়োজনীয় অনুমতি পেলেও তবেই সে দেশে প্রবেশ করা যাচ্ছে। এরপর দুই সপ্তাহ হোটেলে নিভৃতবাসে থাকা বাধ্যতামূলক, করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ, এমনকী ভ্যাকসিন নেওয়া থাকলেও। তবে শীতকালীন গেমসে অংশগ্রহণকারীদের জন্য নিয়মে কিছুটা শিথিলতা আনা হয়েছে। তবে চিনের নাগরিকদের থেকে আলাদাই থাকতে হচ্ছে সকলকে। অ্যাথলিটরা সশরীরে বেজিংয়ের সাংবাদিকদের মুখোমুখি হতে পারছেন না, ভার্চুয়ালিই নানা প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। বেজিং শীতকালীন গেমস আয়োজন করতে গিয়ে যাতে করোনা সংক্রমণ বেড়ে না যায় তা নিশ্চিত করতেই এইসব ব্যবস্থা।

এরই মধ্যে গেমস আয়োজকদের অস্বস্তি বাড়িয়েছে পোলিশ লুজ প্রতিযোগীর মাতেউজ সোচোউইজের দুর্ঘটনার জেরে চোট পাওয়া। গত মরশুমের বিশ্বকাপ ক্রমতালিকায় ২০ নম্বরে থাকা এই অ্যাথলিট ইয়াংকিংয়ের স্লাইডিং সেন্টারের গেটে গিয়ে ধাক্কা মারেন। অথচ ওই সময় গেট খোলা থাকারই কথা ছিল। এখানেই ডাউনহিল স্কি ইভেন্টগুলি হবে। গেমসের আয়োজকরা দুঃখপ্রকাশ করলেও পরিকাঠামোগত ত্রুটি নিয়েও প্রশ্ন উঠতে শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই অ্যাথলিটের চোট পাওয়ার বিষয়ে মুখে কুলুপই এঁটেছেন আয়োজকরা। তবে তৎপর ছিলেন স্বাস্থ্যকর্মীরা। তাঁরা ১৯ মিনিটের মধ্যে পাহাড়ি এলাকা থেকেও ওই অ্যাথলিটকে হাসপাতালে পৌঁছে দেন।

English summary
Two Athletes COVID-19 Positive In Beijing Winter Olympics Warmup Events. Games Will Be Held In Next February.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X