For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিডিও: দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক সাফল্য পাওয়া পুরুষ দলকে শুভেচ্ছা উজবেক রাষ্ট্রপতির

দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক সাফল্য পাওয়া পুরুষ দলকে শুভেচ্ছা উজবেক রাষ্ট্রপতির

Google Oneindia Bengali News

মামাল্লাপুরমে আয়োজিত দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক সাফল্য পাওয়া উজবেকিস্তানের পুরুষ দলকে মুঠো ফোনে শুভেচ্ছা জানালেই সেই দেশের রাষ্ট্রপতি শাভকাত মিরজিওয়েভ। বিশ্ব দাবাট উজবেকিস্তানের নাম উজ্জ্বল করা পুরুষ দল এখনও ভারতে রয়েছে, তাই তাঁদের দেশে ফেরার অপেক্ষা না করে মুঠো ফোনেই শুভেচ্ছা জানালেন উজবেক রাষ্ট্রপতি।

দাবা অলিম্পিয়াডে ঐতিহাসিক সাফল্য পাওয়া পুরুষ দলকে শুভেচ্ছা উজবেক রাষ্ট্রপতির

পুরুষের ওপেন বিভাগে সোনা অর্জন করেছেন উজবেকিস্তানের দাবাড়ু দল। প্রতিযোগীতার চতুর্দশ বাছাই হলেও শীর্ষ খেতাব জয়ের ম্যাচে একটিও ম্যাচ হারেননি তাঁরা। দলের এই সাফল্যে রীতিমতো খুশি উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধান। মুঠো ফোনে ভারতে থাকা প্রতিযোগীের সঙ্গে কথা বলেননি তিনি। প্রত্যেককে শুভেচ্ছা জানান দুরন্ত এই সাফল্যে এনে বিশ্বের কাছে দেশের মুখ উজ্জ্বল করার জন্য। পাশাপাশি উজবেকিস্তানের রাষ্ট্রপতি এ-ও জানিয়েছেন ২০২৬ সালে তাঁদের দেশে হতে চলা দাবা অলিম্পিয়াডের জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দেবে দল।

দাবা খেলার উপযুক্ত পরিকাঠামো এবং সমস্ত রকম সুযোগ-সুবিধা প্রদান করার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়েছে উজবেকিস্তানের পুরুষ দল। পুরুষ দলের পাশাপাশি সফল ভাবে এই প্রতিযোগীতায় অংশ নেওয়ার জন্য উজবেকিস্তানের মহিলা দল এবং তার প্রশিক্ষকের শুভেচ্ছা জানিয়েছেন শাভকাত মিরজিওয়েভ। সোনা জয়ের পর উজবেক দলের এক সদস্য জোখঙ্গির ভাকিদোভ বলেছেন, "আমরা অত্যন্ত খুশি। এটা কঠিন ছিল। শেষ পর্যন্ত বোঝা যাচ্ছিল না কে জিতবে। ভারতীয় দলের মতো কঠিন প্রতিপক্ষ ছিল আমাদের।" এই ইভেন্টে রূপো জিতেছে আর্মেনিয়া দল। মহিলাদের বিভাগে সোনা জিতেছে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন।

English summary
President of Uzbekistan Shavkat Mirziyoyev congratulated the men’s team for their historic victory in the 44th FIDE World Chess Olympiad organized in India.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X