For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

#MeToo: জড়ালেন অতীত-বর্তমানের দুই নামী ক্রিকেটারও, জ্বালার পর মুখ খুললেন পিভি সিন্ধু

রণতুঙ্গার পর আরেক শ্রীলংকান মালিঙ্গার বিরুদ্ধেও যৌন হয়রানির অভিযোগে উঠল। অন্যদিকে জ্বালা গুট্টারর পর আন্দোলনকে সমর্থন জানালেন শাটলার পিভি সিন্ধুও।

  • |
Google Oneindia Bengali News

ভাইরাসের মতো ছড়িয়ে পড়ছে #MeToo আন্দোলন। মুখোস খুলে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রের একের পর এক খ্যাতনামা ব্যক্তিদের। ভারতে বলা যেতে পারে এই আন্দোলনের প্রথম ঢেউটা আছড়ে পড়েছিল বলিউডে। অভিনেত্রী তনুশ্রী দত্ত জানিয়েছিলেন অভিনেতা নানা পাটেকরের হাতে হেনস্থা হওয়ার কথা।

তারপর থেকে একের পর এক মহিলা এগিয়ে এসে মুখ খুলেছেন হেনস্থার বিষয়ে। এই আন্দোলনের আঁচ এবার ছড়িয়ে পড়েছে ক্রীড়া জগতেও। বুধবার #MeToo আন্দোলন নিয়ে আগেই মুখ খুলেছিলেন ব্যাডমিন্টন খেলোয়াড় জ্বালা গুট্টা। এবার সমর্থন জানালেন আরেক শাটলার পিভি সিন্ধু। তবে সবচেয়ে বেশি তোলপাড় পড়ে গিয়েছে এক প্রাক্তন ও এক বর্তমান - শ্রীলঙ্কার দুই নামী ক্রিকেটারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ ওঠায়।

অমরনাথ যাত্রা

অমরনাথ যাত্রা

শুরু হল অমরনাথ যাত্রা। আজ তীর্থযাত্রীদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

অর্জুন রণতুঙ্গা

অর্জুন রণতুঙ্গা

শ্রীলঙ্কায় শুধু ক্রিকেট নয়, এখন রাজনীতিতেও অর্জুন রণতুঙ্গা একটি বড় নাম। দেশকে বিশঅবকাপ দেওয়া একমাত্র অধিনায়ক হিসেবে এখনও দেশএ নায়কের মর্যাদা পান তিনি। কিন্তু, দিন দুয়েক আগেই তাঁর নামে যৌন হেনস্থার গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগকারিনী একজন ভারতীয় বিমান সেবিকা।

ফেসবুকে তিনি জানিয়েছেন মুম্বইয়ের এক হোটেলে শ্রীলঙ্কার ক্রিকেটারদের দেখে তাঁদের অটোগ্রাফ নিতে গিয়েছিলেন তিনি ও তাঁর এক বান্ধবী। রণতুঙ্গা সেই সময় হোটেলের ঘরে তাঁর বন্ধু-বান্ধবদের সঙ্গে বসে মদ্যপান করছিলেন। অভিযোগ এরপরই একসময় সুযোগ বুঝে রণতুঙ্গা তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরেন। তাঁর বুকেও স্পর্শ করেন।

মহিলা আরও জানিয়েছেন, সেখান থেকে কোনরকমে বেরিয়ে এসে সেই হোটেলর রিসেপশনে তিনি অভিয়োগ জানালে তাঁকে বলা হয়েছিল 'এব আপনার ব্যক্তিগত বিষয়'

পাহাড়ে ধসে মৃত ৮

পাহাড়ে ধসে মৃত ৮

টানা বৃষ্টিতে পাহাড়ে ধস। মিরিকে মৃত ৫, কালিম্পংয়ে ৩। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শিলিগুড়ি-সিকিম সড়কপথের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

লাসিথ মালিঙ্গা

লাসিথ মালিঙ্গা

রণতুঙ্গার বিরুদ্ধে অভিযোগ ওঠার ঘোর কাটতে না কাটতেই ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে অভিযোগ উঠল শ্রীলঙ্কার খ্য়াতনামা জোরে বোলার লাসিথ মালিঙ্গার বিরুদ্ধেও। এবারেও ঘটনাস্থল সেই মুম্বইয়ের এক হোটেল। ঘটনাটি প্রকাশ্যে এনেছেন প্লেব্যাক গায়িকা চিন্ময়ী শ্রীপদা। মূল অভিযোগকারিনী পরিচয় গোপন রাখতে চান বলে তাঁর মাধ্যমে নিজের হেনস্থার কাহিনী জানিয়েছেন।

ঘটনাটি ঘটে কোন এক বছরের আইপিএল চলাকালীন। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলতেন মালিঙ্গা। হোটেলে তিনি তাঁর এক বান্ধবীকে খুঁজতে গিয়েছিলেন। হঠাতই মালিঙ্গার মুকোমুখি হন তিনি। অভিয়োগ মালিঙ্গা তাঁকে জানান তাঁর বান্ধবী মালিঙ্গার ঘরে আছেন।

কিন্তু মালিঙ্গার ঘরে কেউ ছিল না। ওই মহিলা জানিয়েছেন ঘরে ঢোকা মাত্রই তাঁকে ধাক্কা দিয়ে বিথানায় ফেলে দেন মালিঙ্গা। নিজের ওজন ও শক্তিকে কাজে লাগিয়ে মহিলার গায়ের উপর উঠে পডে়ন শ্রীলঙ্কান পেসার। এরপর জোর করে মহিলার মুখ জুড়ে মুম্বন করতে থাকেন তিনি।

হোটেলের এক কর্মীর দরজা ধাক্কানোর সুযোগে তিনি সেখান থেকে বের হতে পেরেছিলেন।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

আজ বিকেল ৪ টেয় 'ডিজিটাল ইন্ডিয়া উইক'-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মুখ খুললেন সিন্ধু

মুখ খুললেন সিন্ধু

এদিকে এই অভিযোগের স্রোতের মধ্যেই জ্বালা গুট্টার পর #MeToo আন্দোলন নিয়ে মুখ খুললেন আরও এক মহিলা ব্য়াটমিন্টন তারকা পিভি সিন্ধু। যেভাবে বিভিন্ন ক্ষেত্রের মহিলারা এগিয়ে এসে হেনস্থার বিষয়ে মুখ খুলছেন, তাকে অলিম্পিকে রুপোজয়ী এই শাটলার সাধুবাদ জানালেও জ্বালা যে বিতর্ক তুলেছেন তা সাবদানে এড়িয়ে গেলেন।

তিনি বলেন, 'সবাই যেভাবে এগিয়ে আসচেন ও এই বিষয়ে কথা বলএছন তাকে আমি সমর্থন করি, শ্রদ্ধা করি।' জ্বালা তাঁর চেয়ে সিনিয়র খেলোয়াড়। তাঁর অভিযোগ নিয়ে সিন্ধু বলেন, 'সিনিয়র ও কোচদের মধ্যে কী হয়েছে আমি সেই বিষয়ে কিছু জানি না। তবে আমাকে কোনও কোচের হেনস্থার শিকার হতে হয়নি।'

বিক্ষোভের মুখে কেজরি

বিক্ষোভের মুখে কেজরি

ভ্যাট বিল নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিক্ষোভ দিল্লির যুব কংগ্রেসের।

জ্বালা গুট্টার অভিযোগ

জ্বালা গুট্টার অভিযোগ

#MeeToo আন্দোলন শুরু হয়েছিল মূলত কর্মস্থলে যৌন নিগ্রহের বিরোধিতা করে। তারপর থেকে ক্রমে এর পরিধিটা বিস্তৃত হয়েছে। কর্মস্থল ছাড়িয়ে তা পৌঁছেছে পারিবারিক নিগ্রহের বিরোধিতার জায়গায়। অনেকে মুখ খুলেছেন শারীরিক নিগ্রহের প্রসঙ্গেও। সেরকমই দ্বালা গুট্টা কারোর বিরুদ্ধে যৌন বা শারীরিক নিগ্রহ নয়, তুলেছেন মানসিক নিগ্রহের অভিযোগ।

নাম না করে তিনি জানিয়েছেন এক ব্যক্তি ২০০৬ সালে চেয়ারম্যান হয়ে আসার পরই তাঁকে ধীরে ধীরে জাতীয় দল থেকে ছেঁটে ফেলা হয়। অথচ তিনি সেইসময় জাতীয় চ্যাম্পিয়ন ছিলেন। রিও অলিম্পিক থেকে ফেরার পর ফের তার জন্য বাদ পড়তে হয়েছিল জ্বালাকে। তারপরই সেই অবহেলা আর সহ্য করতে না পেরে খেলা ছেড়ে দেন তিনি।

তিনি নাম না নিলেও ভারতীয় ব্যাটমিন্টনের সঙ্গে যুক্ত অনেকেরই ধারণা জ্বালার নিশানা গোপীচাঁদের দিকে। বস্তুত তাঁর কেরিয়ার শেষ হওয়ারও জন্য গোপীচাঁদকে এর আগেই কাঠগড়ায় তুলেছিলেন জ্বালা।

ছাত্রের মৃত্যু

ছাত্রের মৃত্যু

পশ্চিম মেদিনীপুরের কোশিয়ারিতে স্কুলের সুইমিংপুলের জলে ডুবে মৃত্যু ষষ্ঠ শ্রেণীর ছাত্র। পরিবারে শোকের ছায়া। কিন্তু এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের করা হয়নি পরিবারের তরফে।

শিক্ষাঙ্গনে তাণ্ডব

শিক্ষাঙ্গনে তাণ্ডব

কলকাতা বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির তাণ্ডব শিক্ষক ও শিক্ষাকর্মীদের মঞ্চে হামলা। অভিযোগ বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে টিএমসিপি। উপাচার্য ও সহ উপাচার্যকে হেনস্থার অভিযোগ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবী ওয়েবকুটার।

'ডিজিটাল ইন্ডিয়া' সপ্তাহের উদ্বোধন

'ডিজিটাল ইন্ডিয়া' সপ্তাহের উদ্বোধন

দিল্লিতে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে 'ডিজিটাল ইন্ডিয়া' সপ্তাহের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুপ্রিম কোর্টের মত

সুপ্রিম কোর্টের মত

ধর্ষিতাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিলেই রেহাই পাবে না অভিযুক্ত ধর্ষণকারী। মধ্যপ্রদেশ হাইকোর্টের একটি রায় নিয়ে এমনই মত জানান সুপ্রিম কোর্ট।

ধসে ক্ষতিপূরণ

ধসে ক্ষতিপূরণ

দার্জিলিংয়ে ভয়াবহ ধসে আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও পাহাড়ে ক্ষমতাসীন জিটিএ। প্রধানমন্ত্রী ও জিটিএ ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে মৃতের পরিবারকে।

ঘাসফুলে তাপস

ঘাসফুলে তাপস

রাজরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা এলাকার দাপুটে সিপিএম নেতা তাপস চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিলেন আরও বহু বাম নেতা-কর্মী।

English summary
After Ranatunga, another Sri Lankan Malinga has also been accused of sexual harassment. On the other hand shuttler, PV Sindhu has supported the movement after Jwala Gutta Spoke out.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X