For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

থমকে গেল মোটরস্পোর্টও! রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোয় বড় সিদ্ধান্ত ফর্মুলা ওয়ানের

Google Oneindia Bengali News

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন ও যুদ্ধের জেরে এবার থমকে গেল মোটরস্পোর্ট। আগেই অলিম্পিক, প্যারালিম্পিক, বিশ্বকাপ-সহ ফুটবলের বিভিন্ন ইভেন্ট থেকে নির্বাসিত হয়েছে রাশিয়া ও বেলারুশ। পুরুষ ও মহিলাদের টেনিসে রাশিয়ার খেলোয়াড়রা অংশ নিতে পারলেও দেশের নাম বা পতাকা ব্যবহার করতে পারবেন না। দলগত ইভেন্টেও নামতে পারবেন না। এবার সেই তালিকায় যোগ হলো মোটরস্পোর্ট।

রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোয় বড় সিদ্ধান্ত ফর্মুলা ওয়ানের

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই যা পরিস্থিতি ছিল তা দেখে সেপ্টেম্বরে সোচির অলিম্পিক পার্কে অনুষ্ঠেয় রাশিয়ান গ্রাঁ প্রি-র ইভেন্ট বাতিল ঘোষণা করা হয়েছিল। এবার রাশিয়ান গ্রাঁ প্রি-র প্রোমোটারদের সঙ্গেই চুক্তি বাতিলের কথা ঘোষণা করেছে ফর্মুলা ওয়ান। ফলে রেসের তালিকা থেকে নাম মুছে গেল রাশিয়ার। গত কয়েক দিন ধরেই পরিস্থিতির উপর নজর রেখে সোচির রেস বাতিল করা হয়েছিল। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরদিনই। এই ঘটনার পর রাশিয়ায় কোনও রেস আয়োজন করা যায় না বলে সিদ্ধান্ত নেয় ফর্মুলা ওয়ান।

রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোয় বড় সিদ্ধান্ত ফর্মুলা ওয়ানের

এবার যে রাশিয়ান গ্রাঁ প্রি প্রোমোটারের সঙ্গেই চুক্তি বাতিলের ঘোষণা হলো তাতে একটি বিষয় পরিষ্কার আপাতত রাশিয়ায় কোনও রেস হবেই না। অন্তত ভ্লাদিমির পুতিন ক্ষমতায় থাকা পর্যন্ত। ফর্মুলা ওয়ানে রাশিয়ার একমাত্র প্রতিনিধি রয়েছেন। তিনি হলেন নিকিতা মাজেপিন। ফর্মুলা ওয়ানের সিদ্ধান্তের আগেই অবশ্য রাশিয়ার ২২ বছরের এই ড্রাইভারের কেরিয়ার অনিশ্চয়তার মুখে পড়ে গিয়েছে।

রাশিয়া ইউক্রেনে যুদ্ধ চালানোয় বড় সিদ্ধান্ত ফর্মুলা ওয়ানের

গত সপ্তাহে বার্সেলোনায় টেস্ট ইভেন্ট চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রের মালিকানাধীন হাস টিম মাজেপিনের গাড়ি থেকে টাইটেল স্পনসর ইউরালকালির ব্র্যান্ডিং প্রত্যাহার করেছে। এই সংস্থাটি আবার মাজেপিনের বাবার মালিকানাধীন। স্বাভাবিকভাবেই রাশিয়ান ড্রাইভার বড় ধাক্কা খেয়েছেন। এবার ফর্মুলা ওয়ানে আদৌ তিনি কোনও উপায়ে নামতে পারবেন কিনা সেটা নিয়েই ঘোর সংশয় তৈরি হয়েছে। ফর্মুলা ওয়ানের ক্যালেন্ডারে সোচির রাশিয়ান গ্রাঁ প্রি জায়গা করে নিয়েছিল ২০১৪ সালে। পোডিয়ামে দাঁড়ানো বিজয়ীর হাতে ট্রফি দিতে উপস্থিতও থাকতেন পুতিন। কিন্তু সেই দৃশ্য আর যেমন দেখা যাবে না, তেমনই কেরিয়ার বাঁচানোর পথ খুঁজতে হবে মাজেপিনের মতো ড্রাইভারদের।

English summary
Formula One Has Terminated Its Contract With The Russian Grand Prix. The Race Scheduled For This Year Has Already Been Cancelled.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X