For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মেরি কম নয়, আমি নিখাত জারিন হিসেবেই নিজের পরিচিতি গড়তে চাই'

'মেরি কম নয়, আমি নিখাত জারিন হয়েই থাকতে চাই'

Google Oneindia Bengali News

ইস্তানবুলে মহিলা মহিলা বক্সিং চ্যাম্পিয়শিপে সোনা জিতে ইতিহাস তৈরি করেছেন নিখাত জারিন। ৫২ কেজি বিভাগে তিনি পরাজিত করেছেন জুটামাস জিটপংকে। এই প্রতিযোগীতায় পঞ্চম মহিলা বক্সার হিসেবে পদক অর্জন করেছেন জারিন।

মেরি কম নয়, আমি নিখাত জারিন হয়েই থাকতে চাই

৭৩ বছরের ইতিহাসে থমাস কাপে পাওয়া ঐতিহাসিক জয়ের সৌজন্যে এমনিতেই উৎসব চলছিল দেশের ক্রীড়ামহলে। সেই উৎসবকেই আরও বাড়িয়ে দেয় জারিনের এই সোনা জয়। শুক্রবার সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জারিন জানিয়েছেন, এই সাফল্যের ফলে কতটা খুশি তিনি। তিনি বলেছেন, "জীবনে প্রচুর পরিশ্রম এবং স্বার্থত্যাগ করার পর দেশের হয়ে সোনা জিততে পেরে বেশ ভাল লাগছে। পরিশ্রম স্বার্থক হল। আমি সত্যিই খুব খুশি এই পদক জিততে পেরে।"

মেরি কম নয়, আমি নিখাত জারিন হয়েই থাকতে চাই

২৫ বছর বয়সী এই বক্সারের সঙ্গে কিছুটা অল্মমধুর সম্পর্ক ভারতীয় বক্সিংয়ের অন্যতম কিংবদন্তি মেরি কমের। তবে, সেটা মানেন না নিখাত। ট্রায়ালে মেরি কমের কাছে পরাজিত হওয়ার পর অলিম্পিকের টিকিট হাতছাড়া হয় নিখাতের। যদিও নিখাত জানিয়েছেন, ওই ঘটনা এমন কিছু প্রভাব তাঁর মধ্যে ফেলেনি। তিনি জানিয়েছেন, মেরি কম তাঁর কাছে ইন্সপিরেশন সেখানে এটা কোনও ব্যপারই নয়। তাঁর কথায়, "আমি সব সময়ে তাঁকে অনুপ্রেরণা করে এগিয়ে চলেছি। উনি আমার আদর্শ। আমাদের প্রজন্মের বক্সারদের কাছে উনি প্রেরণা। হ্যাঁ, লোকজন বলে যে নিখাত পরবর্তী মেরি কম হতে চলেছে, আমার তা শুনে ভাল লাগে। কিন্তু আমি পরিচিতি পেতে চাই নিখাত জারিন হিসেবেই।" তাঁর সংযোজন, "বক্সিং শুধু আমায় শেখায়নি কী ভাবে রিং-এর মধ্যে লড়াই করতে হয়, জীবনের লড়াইও আমায় শিখিয়েছে বক্সিং এবং এই কারণেই আমি বক্সিং-কে ভালবাসি। আমার মূল লক্ষ্য প্যারিস অলিম্পিকে সোনা জেতা কিন্তু বর্তমানে আমার লক্ষ্য কমওয়েলথ গেমস। "

English summary
Comparison with Mary Kom gives good feelings but I Want to be known as Nikhat Zareen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X