For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চেস অলিম্পিয়াড: অন্তঃসত্ত্বা হরিকার জন্য বিশেষ চেয়ার, চতুর্থ দিনে কেমন পারফরম্যান্স ভারতের?

Google Oneindia Bengali News

চেস অলিম্পিয়াডের প্রথম ৩ দিন ওপেন ও মহিলাদের বিভাগে অংশ নেওয়া ভারতের ৬টি দলই টানা জয়লাভ করেছিল। তবে সেই ধারা আর বজায় থাকল না সোমবার ঐতিহ্যশালী এই টুর্নামেন্টের চতুর্থ দিনে। ওপেন সেকশনে ভারতের প্রথম দল ফ্রান্সের বিরুদ্ধে ড্র করেছে। মহিলাদের বিভাগে ভারতের তৃতীয় দল জর্জিয়ার কাছে পরাস্ত। এরই মধ্যে অন্তঃসত্ত্বা ডি হরিকার জন্য বিশেষ চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে।

চেস অলিম্পিয়াড: অন্তঃসত্ত্বা হরিকার জন্য বিশেষ চেয়ার

(ছবি- ডি হরিকার ইনস্টাগ্রাম)

মহিলাদের বিভাগে ডি হরিকা খেলছেন ভারতের এক নম্বর দলের হয়ে। গতকাল তাঁদের খেলা ছিল হাঙ্গেরির বিরুদ্ধে। হরিকা তিসিয়া গারার বিরুদ্ধে ড্র করেন। অন্তঋসত্ত্বা অবস্থায় যেভাবে হরিকা দাবার বোর্ডে ভালো ছন্দে রয়েছেন তা দেখে মুগ্ধ ক্রীড়াপ্রেমীরা। হরিকার জন্য বিশেষ এর্গোনমিক চেয়ারের বন্দোবস্ত করা হয়েছে চেস অলিম্পিয়াডে। তিনি সন্তানসম্ভবা বলেই এই বিশেষ ধরনের (Ergonomic) চেয়ার রাখা হয়েছে। চলতি মাসেই তাঁর সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা। এই পরিস্থিতিতেও তিনি যেভাবে দেশের প্রতিনিধিত্ব করছেন তা সকলের কাছে অনুপ্রেরণা বলে মনে করছেন ক্রীড়ামোদীরা। মহিলাদের বিভাগে ভারতের প্রথম দল হাঙ্গেরিকে হারিয়ে দিয়েছে ২.৫-১.৫ ব্যবধানে। কোনেরু হাম্পি ড্র করেছেন হোয়াং থানহ ট্রাংয়ের বিরুদ্ধে। আর বৈশালী ড্র করেছেন জিডোনিয়া লাজার্ন ভাজদার বিরুদ্ধে। তানিয়া সচদেভ হারিয়ে দেন জকা গালকে। ভারতের তৃতীয় দলটি অবশ্য জর্জিয়ার কাছে হেরে গিয়েছে। পিভি নন্ধিধা, বর্ষিণী সাহিতি, প্রত্যুষা বোড়া সকলেই হেরে যান। মহিলাদের দ্বিতীয় দলটি অবশ্য এস্তোনিয়াকে হারিয়েছে ২.৫-১.৫ ব্যবধানে। পদ্মিনী রাউত ও সৌম্যা স্বামীনাথন ও দিব্যা দেশমুখ ড্র করলেও, জয় পান বন্তিকা আগরওয়াল।

ওপেন সেকশনে ফ্রান্স ভারতের প্রথম দলকে রুখে দিয়েছে। পি হরিকৃষ্ণ, বিদিত গুজরাতি, অর্জুন এরিগাইসি- সকলেই ড্র করেছেন। এবারের প্রতিযোগিতায় ডার্ক হর্স ভারতের দ্বিতীয় তথা বি দলটি কিন্তু জয়ের ধারা অব্যাহত রেখেছে। ইতালিকে হারিয়ে দিয়েছে ৩-১ ব্যবধানে। জয় পেয়েছেন ডি গুকেশ, নিহাল সারিন। আর প্রজ্ঞানন্দ ও রৌণক সাধওয়ানি ড্র করেছেন। ভারতীয় দাবাড়ুদের পারফরম্যান্স দেখতে হাজির ছিলেন বিশ্বচ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেন। ভারতীয়দের মুখোমুখি হওয়ার আগে কার্লসেন প্রতিপক্ষের রণকৌশল সম্পর্কে আগাম আঁচ পাওয়ার চেষ্টা করলেন বলে মনে করা হচ্ছে। ভারতের তৃতীয় তথা সি দলটি স্পেনের কাছে হেরে গিয়েছে। সূর্যশেখর গঙ্গোপাধ্যায়, এম কার্তিকেয় ও এসপি শেঠুরমন ড্র করলেও হেরে যান অভিজিৎ গুপ্ত। খেলার ফল ১.৫-২.৫। এদিনের উল্লেখযোগ্য ঘটনা, কার্লসেন জিতলেও মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২-২ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে নরওয়েকে। ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-২ ব্যবধানে রুখে দিয়েছে উজবেকিস্তান।

বলে ম্যাককয়, ব্যাটে কিং-থমাস দুরন্ত! ভারতকে ৫ উইকেটে হারিয়ে টি ২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজবলে ম্যাককয়, ব্যাটে কিং-থমাস দুরন্ত! ভারতকে ৫ উইকেটে হারিয়ে টি ২০ সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

English summary
Chess Olympiad 2022: Special Chair Has Been Arranged For Pregnant D Harika. On Day 4, India 1 Held By France, India 3 Loses To Georgia In The Women’s Section.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X