For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্ব ব্যাডমিন্টনে প্রণয় ছিটকে দিলেন লক্ষ্যকে, লড়ে বিদায় সাইনার, ভারতীয় জুটির জোড়া জয়

Google Oneindia Bengali News

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে (BWF World Championships) মহিলাদের সিঙ্গলসে ভারতের অভিযান শেষ হয়ে গেল সাইনা নেহওয়ালের বিদায়ে। পুরুষদের ডাবলসে সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি-চিরাগ শেট্টি এবং এমআর অর্জুন-ধ্রুব কপিলা জুটি পৌঁছে গিয়েছে শেষ আটে। কমনওয়েলথ গেমসে সোনাজয়ী লক্ষ্য সেনকে পরাস্ত করে এইচএস প্রণয় উঠেছেন সিঙ্গলস কোয়ার্টার ফাইনালে।

প্রণয়ে সেন লক্ষ্যচ্যূত

এইচএস প্রণয় দারুণ ছন্দে রয়েছেন। একইসঙ্গে জায়ান্ট কিলার হিসেবেও ধারাবাহিকতা বজায় রেখেছেন। কিদাম্বি শ্রীকান্ত, লক্ষ্য সেনের বিদায়ে এখন তিনিই সিঙ্গলসে পদক জয়ের নিরিখে ভারতের শেষ ভরসা। দ্বিতীয় বাছাই কেন্তো মোমোতাকে হারিয়েছিলেন দ্বিতীয় রাউন্ডের ম্যাচে। প্রি কোয়ার্টারে তিনি হারালেন লক্ষ্য সেনকে। লক্ষ্য সেনও কয়েক মাস ধরেই ভালোই ছন্দে ছিলেন। কমনওয়েলথ গেমসে সোনা জেতেন। বিশ্ব ব্যাডমিন্টনের প্রি কোয়ার্টারে আজ লক্ষ্য প্রথম গেমটি জিতলেও শেষরক্ষা করতে পারেননি। ১ ঘণ্টা ১৫ মিনিট ধরে চলা লড়াই জিতে শেষ আটে পৌঁছে যান প্রণয়। খেলার ফল ১৭-২১, ২১-১৬, ২১-১৭। প্রণয় এদিন জেতায় লক্ষ্য সেনের বিরুদ্ধে তাঁর পারস্পরিক দ্বৈরথের ফল আপাতত ২-২।

বিদায় সাইনার

বিদায় সাইনার

সাইনা নেহওয়াল প্রথম রাউন্ডের ম্যাচ জেতার পর দ্বিতীয় রাউন্ডে ওয়াকভার পেয়ে সোজা পৌঁছে গিয়েছিলেন প্রি কোয়ার্টার ফাইনালে। তবে কোয়ার্টার ফাইনালে ওঠা আর হলো না। বিশ্বের ১২ নম্বর শাটলার তাইল্যান্ডের বুসানন ওংবামরুংফানের বিরুদ্ধে সাইনা ভালোই লড়াই চালালেন। প্রথম গেমে হেরে যাওয়ার পর দ্বিতীয় গেমটি জিতে ঘুরেও দাঁড়িয়েছিলেন। কিন্তু বুসানন তৃতীয় তথা নির্ণায়ক গেম জিতে পৌঁছে যান শেষ আটে। খেলার ফল ২১-১৭, ১৬-২১, ২১-১৩। প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিলেন মালবিকা বাঁসোড়। পিভি সিন্ধু এবারের বিশ্ব ব্যাডমিন্টনে চোটের কারণে নামতে পারেননি। ফলে মহিলা সিঙ্গলস বিভাগ থেকে ভারতকে ফিরতে হলো খালি হাতেই।

ধ্রুব-অর্জুন শেষ আটে

ধ্রুব-অর্জুন শেষ আটে

ভারতের দুটি ডাবলস জুটি অবশ্য এগিয়ে চলেছে। আজ পুরুষদের ডাবলস প্রি কোয়ার্টার ফাইনালে প্রথমে জয় ছিনিয়ে নেন এমআর অর্জুন ও ধ্রুব কপিলা। মালয়েশিয়ার হি ইওং কাই তেরি-লোহ কিয়ান হিয়ান জুটির বিরুদ্ধে ভারতের এই জুটির জয় এসেছে তিন গেমের লড়াইয়ে। প্রথম গেমটি মালয়েশীয় জুটি জিতেছিল ২১-১৮ ব্যবধানে। যদিও পরের দুটি গেম অর্জুন-কপিলা জুটি জেতে ২১-১৫, ২১-১৬ ব্যবধানে।

কোয়ার্টার ফাইনালে চিরাগ-সাত্বিক

কোয়ার্টার ফাইনালে চিরাগ-সাত্বিক

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভারতীয় জুটিও পৌঁছে গিয়েছে বিশ্ব ব্যাডমিন্টনে পুরুষ ডাবলসের শেষ আটে। চিরাগ শেট্টি ও সাত্বিকসাইরাজ জুটির কাছে পরাস্ত ডেনমার্কের জেপ্পি বে ও লাস্সে মলহিডে জুটি। খেলার ফল ২১-১২, ২১-১০।

এআইএফএফ সভাপতি পদে নির্বাচনের দামামা বাজালেন ভাইচুং, ফেভারিট কল্যাণকে চ্যালেঞ্জের সিদ্ধান্তএআইএফএফ সভাপতি পদে নির্বাচনের দামামা বাজালেন ভাইচুং, ফেভারিট কল্যাণকে চ্যালেঞ্জের সিদ্ধান্ত

English summary
BWF World Championships: HS Prannoy Defeated Lakshya Sen To Reach Quarterfinals, Saina Nehwal Has Been Knocked Out. Chirag-Satwik Duo In Last Eight, M.R Arjun & Dhruv Kapila Duo Also Reached Quarter Finals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X