For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেড রোড কাণ্ড : সাম্বিয়ার জামিনে নিয়ে ভিন্নমত দুই বিচারপতির, মামলা গেল বৃহত্তর বেঞ্চে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৯ এপ্রিল : রেড রোড কাণ্ডে সাম্বিয়া সোহরাবের জামিন নিয়ে এবার ভিন্ন মত কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির। আর তারই জেরে সাম্বিয়ার জামিন আবেদনের মামলা গেল অন্য বেঞ্চে।

উল্লেখ্য, রেড রোডে সেনাদের কুচকাওয়াজ চলার সময়ে মোট তিনটি সেনা কর্ডন ভেঙে এক বায়ুসেনা অফিসারকে ধাক্কা মারে সাম্বিয়া সোহরাবের অডি গাড়ি। ওই ঘটনায় মৃত্যু হয় অভিমন্যু গৌড় নামের এক সেনা জওয়ান। এই ঘটনায় গত ১৭ জানুয়ারি সাম্বিয়ারে গ্রেফতার করে পুলিশ।

রেড রোড কাণ্ড : সাম্বিয়ার জামিনে নিয়ে ভিন্নমত দুই বিচারপতির, মামলা গেল বৃহত্তর বেঞ্চে

কলকাতা হাইকোর্টে বিচারপতি জে এস কারনান এবং বিচারপতি অসীম রায় বেঞ্চের কাছে সাম্বিয়া জামিনের আবেদন করেন। জামিনের আবেদনের শুনানিতেই ঘটে গেল এই নজিরবিহীন ঘটনা। দুই বিচারপতি জে এস কারনান এবং বিচারপতি অসীম রায় সাম্বিয়ার জামিন নিয়ে ভিন্ন মত পোষণ করেন।[ডিভিশন বেঞ্চে ভিন্ন মত, তাপস পাল মামলা যাচ্ছে বৃহত্তর বেঞ্চে]

বিচারপতি অসীম রায় বলেন, এটি নিছকই একটি দুর্ঘটনা। তাই জামিন না দেওয়ার কোনও কারণ নেই। অন্যদিকে কারনান সাম্বিয়ার জামিনের পক্ষে মত দেন। এর ফলে জামিন নিয়ে এদিন কোনও সিদ্ধান্ত হয়নি। দুই বিচারপতির ভিন্ন মতের কারণে মামলা গিয়েছে বৃহত্তর বেঞ্চে। দু'জনে একমত না হওয়ায় নির্দিষ্ট কোনও রায় হয়নি।

এ বার মামলাটির শুনানি হবে বৃহত্তর বেঞ্চে। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি এই বেঞ্চ গঠন করবেন।

English summary
Red Road Case : Two judges of division bench disagree, Sambia Sohrab's bail case to be referred to larger bench
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X