For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের মহড়ার সময়ে নম্বর প্লেটহীন গাড়ির ধাক্কায় সেনা অফিসারের মৃত্যু

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ জানুয়ারি : এদিন সকালে রেড রোডে সেনাদের কুচকাওয়াজ চলার সময়ে মোট তিনটি সেনা কর্ডন ভেঙে এক বায়ুসেনা অফিসারকে ধাক্কা মারে একটি গাড়ি। সেনা হাসপাতালে নিয়ে গেলে সেনা অফিসারের মৃত্যু হয়ছে বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনার পরই ময়দান থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

জানা গিয়েছে, খিদিরপুর রোড ধরে আসার পর রেড রোডে ঢোকার মুখে ইউ টার্ন নেওয়ার সময়ে সেনা অফিসার অভিমন্যু গৌড়কে ধাক্কা মেরে ফের উল্টো দিকে পালানোর চেষ্টা করে গাড়িটি। পরে গাড়ি নিয়ে পালাতে না পেরে গাড়ি রেখেই চম্পট দেয় গাড়ির চালক।

রেড রোডে নম্বর প্লেটহীন গাড়ির ধাক্কায় সেনা অফিসারের মৃত্যু

কলকাতা পুলিশ অভিযোগ পেয়েই ঘটনাস্থল পরিদর্শন করে গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাড়িতে একজনই চালক ছিলেন। তার খোঁজে তল্লাশি চলছে। তিনি তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ছেলে আম্বিয়া সোহরাব বলে জানা গিয়েছে। ঘটনার তদন্তে ওই এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় খুনের মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানিয়েছে, সেনা অফিসারকে ধাক্কা মারা অডি গাড়িটি একেবারে নতুন। এবং তাতে লাগানো নম্বর প্লেট কাগজে লিখে লাগানো ছিল। পলাতক গাড়ির চালক তা ছিঁড়ে নিয়ে পালিয়ে গিয়েছে।

পাঠানকটে জঙ্গি হামলার পরে সারা দেশে যখন লাল সতর্কতা জারি হয়েছে। তখন প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের সময়ে একেরপর এক কর্ডন ভেঙে এক সেনা অফিসারকে ধাক্কা দিয়ে মেরে ফেলার ঘটনা যে সত্যিই আশঙ্কার তা বলার অপেক্ষা রাখে না। তবে এটার সঙ্গে জঙ্গিযোগ উড়িয়ে দিয়েছে পুলিশ।

English summary
Air Force officer dies when a reckless car hit him on Red Road
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X