For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্য প্রশাসনের পদে ফের পুনর্বহাল অপসারিত ডিএম, এসপিরা

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২৫ মে : ভোটের সময়ে নির্বাচন কমিশনের তোপের মুখে পড়ে পদ থেকে সরতে হয়েছিল বেশ কয়েকটি জেলার পুলিশ ও প্রশাসনিক কর্তাদের। এদিন তাঁদের পদে পুনরায় ফিরিয়ে এনে নিজের দেওয়া কথা রাখলেন ফের একবার মুখ্যমন্ত্রীর পদে বসতে চলা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন বিজ্ঞপ্তি জারি করে মোট ৬টি জেলার পুলিশ সুপারদের নিজের পদে পুনর্বহাল করা হল। এরা হলেন দক্ষিণ দিনাজপুরের এসি অর্ণব ঘোষ, মালদহের এসি প্রসূন বন্দ্যোপাধ্যায়, বীরভূমের এসপি মুকেশ, উত্তর ২৪ পরগনার এসপি তন্ময় রায়চৌধুরী, পশ্চিম মেদিনীপুরের এসপি ভারতী ঘোষ ও বর্ধমানের এসপি কুণাল আগরওয়াল।

রাজ্য প্রশাসনের পদে ফের পুনর্বহাল অপসারিত ডিএম, এসপিরা

এর পাশাপাশি চারজন আইপিএস অফিসার আবার নতুন সরকারে কোপে পড়েছেন। এদের কম্পালসরি ওয়েটিংয়ে পাঠানো হয়েছে। এরা হলেন রশিদ মুনির খান দক্ষিণ দিনাজপুরের এসপি, ধ্রুবজ্যোতি দে ডিসি, ইএসডি (কলকাতা), সন্তোষ পাণ্ডে ডিসি এসএসডি (যাদবপুর) ও সুমঞ্জিৎ রায়, ডিসি দক্ষিণ-পূর্ব কলকাতা।

এছাড়া এবারের নির্বাচনে 'ভালো' কাজ করার সুবাদে অন্তত ১১ জন আইএএস অফিসারের পদোন্নতি করেছে নয়া সরকার। এর পাশাপাশি নানা জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারদের পদে ফিরিয়ে আনা, দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসককে ফিরিয়ে আনা ও নানা দফতরের আমলাদের নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
Transferred DM, SP's by ECI before elections are reinstated by Mamata Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X