For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিক নিরাপত্তা বজায় রাখতে ময়দানে স্বয়ং পুলিশ কমিশনার

নাগরিক নিরাপত্তা বজায় রাখতে ময়দানে স্বয়ং পুলিশ কমিশনার

  • |
Google Oneindia Bengali News

সম্প্রতি ময়দানে দুষ্কৃতি তাণ্ডবে শিউরে উঠেছে কলকাতা। ভোরের মহানগরীতে প্রাতঃভ্রমণকারীকে ছুরির কোপ মেরেছে দুষ্কৃতীরা৷ স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছিল শহর তথা গোটা রাজ্যে। এবার নাগরিক স্বাচ্ছন্দ্য তথা নিরাপত্তা পরিষেবা দিতে আসরে নামলেন কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র৷

নাগরিক নিরাপত্তা বজায় রাখতে ময়দানে স্বয়ং পুলিশ কমিশনার

আজ সকালে সাদা পোশাকেই সাইকেল চড়ে ময়দানে চলে আসেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন গোয়েন্দা প্রধান মুরলিধর শর্মা এবং ডিসি সাউথ আকাশ মাঘারিয়া। সকালে ময়দানে এসে প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে কথাও বলেন তিনি৷ এমনিতেই কিছুদিন আগের বীভৎস ঘটনার পর বাড়ানো হয়েছে নিরাপত্তা। তাও তিনি সকলকে বলেন আতঙ্কিত না হতে। কোনও সমস্যা হলেই টহলরত পুলিশ আধিকারিকদের জানাতে৷

গত বুধবার ময়দানে প্রাতঃভ্রমণে এসেছিলেন হরগোবিন্দ ব্যাস নামক এক যুবক। সেই সময়ই পেছন থেকে স্কুটিতে চড়ে তাঁর সামনে চলে আসে দু'জন অজ্ঞাত পরিচয় যুবক৷ পেছন থেকে ছুরিকাঘাত করা হয় হরগোবিন্দকে৷ আচমকা আঘাত সামলাতে পারেননি যুবক। সেই সুযোগেই তাঁর সোনার চেন, আইফোন, টাকা নিয়ে উধাও হয় দুষ্কৃতিরা। এরপরই ময়দানের অন্যান্যরা হরগোবিন্দকে ভর্তি করেন SSKM হাসপাতালে।

গোটা ঘটনায় অভিযোগ দায়ের করা হয় স্থানীয় পুলিশের কাছে৷ কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা পুলিশের ছিনতাই বিরোধী বিভাগ বেনিয়াপুকুর থেকে গ্রেফতার করে মহম্মদ ইরফান এবং সমীর হোসেনকে।

English summary
The police commissioner himself is on the ground to maintain the security of the citizens
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X