For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার সোনার মা, স্বাধীনতা দিবসের ৭৫ বছরের উদযাপনকে সামনে রেখে পুরস্কৃত নারীরা

বাংলার সোনার মা, স্বাধীনতা দিবসের ৭৫ বছরের উদযাপনকে সামনে রেখে পুরস্কৃত নারীরা

Google Oneindia Bengali News

সমাজের বিভিন্ন ক্ষেত্রে যে নারীরা নিজেদের অবদান রেখেছেন এবং তাঁদের স্বকীয়তাকে তুলে ধরেছেন তার জন্য সন্মানিত করা হল রাষ্ট্র বিজয় উৎসব বাংলার সোনার মা ২০২২ এর মধ্যে দিয়ে। আজাদি কা অমৃত মহোৎসব, ভারতের স্বাধীনতা দিবসের ৭৫ বছরের উদযাপনকে সামনে রেখেই আয়োজিত হয় এই অনুষ্ঠান।

বাংলার সোনার মা, স্বাধীনতা দিবসের ৭৫ বছরের উদযাপনকে সামনে রেখে পুরস্কৃত নারীরা

এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মী আগরওয়াল, অ্যাসিড অ্যাটাক সারভাইভার এবং চাপাক মুভির অন্যতম চরিত্র, চিরাগ পাসোয়ান, সংসদ সদস্য, বিহার; সলিল আচার্য, বলিউড অভিনেতা; বিশাল সিং, বলিউড অভিনেতা; ড. মারিয়া ফার্নান্দেস, পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের সদস্য; মদন মিত্র, বিধায়ক; রাজেশ সিনহা, কাউন্সিলর।

বাংলার সোনার মা পুরস্কার বিজয়ী হলেন, লক্ষ্মী আগরওয়াল, অ্যাসিড অ্যাটাক সারভাইভার এবং ছাপাক ছবির মূল নায়ক, ড. মারিয়া ফার্নান্দেস, পশ্চিমবঙ্গ মহিলা কমিশন এবং ভিসি WBFDCL; রিচা শর্মা, অভিনেত্রী; ঐন্দ্রিলা শর্মা, অভিনেত্রী টলিউড।

জেসিকা গোমেস সুরানা, শিক্ষাবিদ; মল্লিকা ব্যানার্জি, টলিউড অভিনেত্রী; তনুশ্রী চক্রবর্তী, টলিউড অভিনেত্রী; উষি সেনগুপ্ত, মিস ইউনিভার্স ইন্ডিয়া; ইলা পাল, বিশিষ্ট ভারতীয় সাঁতারু; উরওয়াস জয়সওয়াল, মিস এশিয়া ওয়ার্ল্ড 2022; ডাঃ রূপালী বসু, এমডি এবং সিইও উডল্যান্ডস হাসপাতাল; শান্তি দাস, অতিরিক্ত বিশেষ সুপারিনটেনডেন্ট CID, WB; রঞ্জিতা সিনহা, ট্রান্সজেন্ডার অ্যাক্টিভিস্ট; মেঘ সায়ন্তনী ঘোষ, ট্রান্সজেন্ডার আইনজীবী, ক্লাসিক্যাল নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার; সঞ্চয়িতা যাদব, অ্যাসিড অ্যাটাক সারভাইভার; পিয়ালী বসাক, পর্বতারোহী; শম্পা গুহ, আন্তর্জাতিক পাওয়ারলিফটার এবং কলকাতা পুলিশের আধিকারিক। সুদেষ্ণা রায়, প্রখ্যাত টলিউড অভিনেত্রী এবং শিশু অধিকার ক্রুসেডার; পৌলোমী ঘটক, আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড়, অলিম্পিয়ান এবং অর্জুন পুরস্কারপ্রাপ্ত; শ্রাবন্তী বন্দ্যোপাধ্যায়, সহপ্রতিষ্ঠাতা, বেঙ্গল ঘরানা।

মিডিয়ার সাথে কথা বলার সময়, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মিসেস শর্মিষ্ঠা আচার্য বলেন, " আমরা সেই নারীকে স্যালুট জানাই যিনি আমাদের দেশকে গর্বিত করেছেন। আপনি যখন একটি শক্তিশালী কন্যার সঙ্গে দেখা করবেন, তখন আত্মবিশ্বাসের স্পন্দন এক মাইল দূর থেকেই অনুভব করতে পারবেন। তিনি জানেন যে তিনি জীবনে কী চান, তিনি যা চান তার জন্য অন্য কারও উপর নির্ভর করেন না, তাই আমরা লক্ষ্মী আগরওয়ালের মতো আমাদের দেশের গর্বিত কন্যা এবং বিভিন্ন প্রজন্মের আরও অনেককে সন্মানিত করছি যাঁরা দেশ এবং সমাজের কাছে দৃষ্টান্ত স্বরূপ "।

পশ্চিমবঙ্গের সেলিব্রেটি অ্যাঙ্কর এবং জাতীয় রেকর্ডধারী শ্রী অঙ্কিত শ বলেছেন, "রাষ্ট্র বিজয় উৎসব বাংলার সোনা মা ২০২২ হিসাবে দেশের কন্যাদের সম্মান জানিয়ে 75 তম আজাদী কা অমৃত মহোৎসব উদযাপন করতে পেরে আমরা সম্মানিত৷ এমন কন্যাদের সম্মান জানানো হল যারা অবদান রেখেছেন জাতির জন্য। আমি এই সম্মানিত অনুষ্ঠানের পরিকল্পনা ও আয়োজন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি কারণ এটি সমাজের জন্য একটি মহৎ বার্তা যে উপজাতি সম্প্রদায়ের নারীরা আমাদের সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ।"

অনুষ্ঠানে বক্তৃতাকালে দ্য জংশন হাউসের পরিচালক রাজ রায় বলেন, "মহিলারা একরকম অবহেলিত এবং সমাজে অনেক কিছুর মধ্য দিয়ে তাঁদের যেতে হয়, সমস্ত সম্প্রদায়কে এক প্লাটফর্মে নিয়ে বিপ্লব আনতে এই উদ্যোগ। উপজাতীয় নারী, ট্রান্সজেন্ডার, অ্যাসিড ভিকটিম, আমলা, ক্রীড়াবিদরা অবদান রেখে চলেছেন। কিন্তু নারীদের অন্যান্য অংশও আছে যারা পিছিয়ে আছে, আমাদের এগিয়ে আসতে হবে এবং তাদের এগিয়ে নিতে যেতে হবে। আমরা খুব খুশি যে লক্ষ্মী আগরওয়াল এবং অন্যান্য প্রধান অতিথিরাও এই কারণকে সমর্থন জানাতে এগিয়ে এসেছেন।"

মাত্র ৭৫ টাকার টিকিটে '‌ব্রহ্মাস্ত্র’ দেখার পরিকল্পনা বাতিল করতে হবে আপনাকে!‌ জানুন কারণ মাত্র ৭৫ টাকার টিকিটে '‌ব্রহ্মাস্ত্র’ দেখার পরিকল্পনা বাতিল করতে হবে আপনাকে!‌ জানুন কারণ

English summary
special prize presented to special women to celebrate azadi ka amrit mahotsav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X