For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ণ দেবনাথের প্রয়াণে টুইট প্রধানমন্ত্রী মোদীর

কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ন দেবনাথের প্রয়ানে টুইট প্রধানমন্ত্রী মোদীর

  • |
Google Oneindia Bengali News

বাংলা ভাষায় কালজয়ী কার্টুনশিল্পী নারায়ণ দেবনাথ প্রয়াত হলেন৷ ৯৬ বছর বয়সে কলকাতার মিন্টোপার্কের একটি বেসরকারি হাসপাতালে মারা গেলেন বাঁটুল দি গ্রেটের শ্রষ্ঠা। মঙ্গলবার সকাল ১োটা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন নারায়ন দেবনাথ৷ এরপর দুপুর ২টো ২০ নাগাদ টুইট করে তাঁকে শেষ শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।

কিংবদন্তি কার্টুনিস্ট নারায়ন দেবনাথের প্রয়ানে টুইট প্রধানমন্ত্রী মোদীর

মঙ্গলবার টুইটে প্রধানমন্ত্রী লেখেন, 'শ্রী নারায়ণ দেবনাথ জী তাঁর কাজ, কার্টুন এবং ছবির মাধ্যমে বহু মানুষের জীবন উজ্জ্বল করে তুলেছিলেন। তাঁর বুদ্ধিদীপ্ত শক্তি তাঁর কর্মকান্ডে প্রতিফলিত হয়েছে। তাঁর সৃষ্ট চরিত্রগুলি আজীবন জনপ্রিয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে ব্যথিত। তাঁর পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।'

১৯৬০ এর দশকে কার্টুন আঁলা শুরু করেঋিলেন নারায়ন দেবনাথ৷ ১৯৬৫ সালে তাঁর বিখ্যাত সৃষ্টির একটি 'দ্য বাঁটুল দিগ্রেট'এর সঙ্গে পরিচিত হয় সবাই৷ তারপর প্রায় ৫ দশকের বেশি সময় ধরে বাংলার সাধারণ মানুষকে শৈশব বিলিয়ে গিয়েছেন নারায়ন বাবু। তাঁর মৃত্যুতে সারা বাংলার বড় অংশের মানুষ সোশ্যাল মিডিয়াতে তাঁরই লেখালিখি ও কার্টুন চরিত্রদের উল্লেখ করে শ্রদ্ধা জানাচ্ছেন৷ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও নারায়নবাবুর প্রয়ানে শোক প্রকাশ করেছেন৷

বেশ কয়েকবছর ধরেই রোগে ভুগছিলেন নারায়ন বাবু৷ বারবার তাঁকে হাসপাতালেও আসতে হয়েঋে চিকিৎসার জন্য। বয়সের ভারেই জর্জরিত ছিলেন নারায়ন দেবনাথ৷ গত ২৪ ডিসেম্বর মিন্টোপার্কের একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করা হয়। ফুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন প্রয়াত কার্টুনিস্ট। রক্তে অক্সিনের মাত্রা কমায় এর পর তাঁকে ভ্যান্টিলেশনে দিতে হয়৷ এরপরই মঙ্গলবার সকাল ১০টা ১৫ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন নারায়ন বাবু।

English summary
PM Modi's tweet on the death of legendary cartoonist Narayan Debnath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X