'আপনি তৃণমূলের দালাল', কলকাতা হাইকোর্টে নজিরবিহীন বিক্ষোভের মুখে চিদম্বরম
বর্ষীয়ান কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে ঘিরে ব্যাপক বিক্ষোভ কলকাতা হাইকোর্টে। কংগ্রেসের আইনজীবীদের তরফে এই বিক্ষোভ প্রাক্তন অর্থমন্ত্রীকে দেখানো হয়। দেওয়া হয় গ্লো ব্যাক স্লোগানও। এমনকি সরাসরি চিদম্বরমকে তৃণমূলের দালাল বলতেও শোনা যায়। আর এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে কলকাতা হাইকোর্ট চত্বরে।

বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের অভিযোগ, বাংলার হাজার হাজার কংগ্রেস কর্মীদের মনোবল নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। যদিও পরে চিদম্বরমের সঙ্গে নিরাপত্তার কর্মীরা বিক্ষোভকারী কংগ্রেস কর্মীদের সরিয়ে দেন। ঘটনায় বিশাল পুলিশ বাহিনী চলে আসে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য।
মেট্রো ডিয়ারি নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ রয়েছে। আর সেই দুর্নীতি-কেলেঙ্কারি ফাঁস করতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
বুধবার মেট্রো ডিয়ারি সংক্রান্ত মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষেই আদালতে সওয়াল-জবাবে অংশগ্রহণ করেছিলেন প্রবীণ কংগ্রেস নেতা পি চিদাম্বরম। এই মামলা খারিজের দাবি জানান তিনি। শুধু তাই নয়, প্রদেশ সভাপতির বিরুদ্ধেই জোড়াল সওয়াল করেন দলেরই সতির্থ। যা দেখে রীতিমত ক্ষুব্ধ হয়ে ওঠেন কংগ্রেস কর্মীরা।
মামলা শেষ হতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন কংগ্রেসের আইনজীবীরা। অধীরের আইনজীবী কৌস্তভ বাগচি রীতিমত উত্তেজিত হয়ে পড়েন। চিদম্বরমকে 'মমতার দালাল' বলেও মন্তব্য করেন। শুধু তিনিই নয়, মহিলা আইনজীবীরাও ক্ষুব্ধ হয়ে ওঠেন এই ঘটনায়। মহিলা আইনজীবীরা পি চিদম্বরমের গাড়ি আটকানোর চেষ্টা করেন। এমনকি কালো জামাটিও খুলে নেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ।
এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে আইনজীবী কৌস্তভ বাগচি বলেন, আইনজীবী ছাড়াও আমার একটা রাজনৈতিক পরিচিয় রয়েছে। রাজ্যে তৃণমূলের কাছে কংগ্রেস কর্মীরা মার খাচ্ছেন, বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। অর্থনৈতিক ভাবে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। আর সেই চিদম্বরম সাহেব কিনা তৃণমূলকে বাঁচানোর চেষ্টা করছেন! তা কখনও মেনে নেওয়া যায় না বলে মন্তব্য কৌস্তভবাবুর। শুধু তাই নয়, কর্মীদের মনোবলে আঘাত দেওয়া হচ্ছে বলেও দাবি তাঁর।
শুধু তাই নয়, আমরা যারা কংগ্রেসের সৈনিক তাঁরা চিদম্বরমকে তীব্র ভাষায় ধিক্কার জানাচ্ছি বলেও মন্তব্য আইনজীবী কৌস্তভ বাগচি। একই সঙ্গে বাংলায় সম্পূর্ণ ভাবে প্রাক্তন অর্থমন্ত্রীকে বয়কট করার ডাক দেওয়া হয়েছে বলেও এদিন জানিয়েছেন আইনজীবী। দালাল নেতাদের চরিত্র নেই বলেও নজিরবিহীন আক্রমণ।
অন্যদিকে এই বিক্ষোভে রীতিমত অস্বস্তিতে পড়ে যান পেশায় আইনজীবী এই কংগ্রেস নেতা। এই বিষয়ে যদিও কোনও মন্তব্য করেননি পি চিদম্বরম। তবে আন্দোলনরত আইনজীবীদের শান্ত করানোর চেষ্টা করেছেন তিনি।