For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী-শাহই ভরসা, লোকসভায় টার্গেট পূরণে ব্রিগেড থেকে ঝড় তুলতে চাইছে বিজেপি

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এবার চূড়ান্ত লড়াই। তাই আর দেরি না করে বিজেপির তুলে রাখা ব্রিগেড এবার সেরে ফেলতে চাইছে নেতৃত্ব।

Google Oneindia Bengali News

ভোট ঘোষণা হয়ে গিয়েছে। এবার চূড়ান্ত লড়াই। তাই আর দেরি না করে বিজেপির তুলে রাখা ব্রিগেড এবার সেরে ফেলতে চাইছে নেতৃত্ব। প্রথম দফা ভোটের আগেই ব্রিগেডে ঝড় তুলতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব ঠিকঠাক চললে মার্চেই ব্রিগেড হবে বিজেপির। রাজ্য নেতৃত্বের তরফে জানানো হয়েছে, মার্চের শেষের দিকেই হবে ব্রিগেড সমাবেশ।

মোদী-শাহই ভরসা, লোকসভায় টার্গেট পূরণে ব্রিগেড থেকে ঝড় তুলতে চাইছে বিজেপি

তবে দিনক্ষণ এখনও ঠিক হয়নি বিজেপির ব্রিগেডের। ১১ এপ্রিল প্রথম দফার ভোট। তার আগে যেমন মার্চের শেষ সপ্তাহে ব্রিগেড সমাবেশ রেখে ঝড় বইয়ে দিতে চাইছে বিজেপি, তেমনই অমিত শাহকে এনেও একটা বড় সভা করে ফেলতে চাইছেন মুকুল-দিলীপরা। সিদ্ধান্ত হয়েছে চারটি জায়গায় সাংগঠনিক বৈঠক করবেন তিনি। কোনও জনসভা তিনি করবেন না।

[আরও পড়ুন:অসমের এনআরসি তালিকায় নাম না থাকা বাসিন্দারাও ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টে জানাল কমিশন][আরও পড়ুন:অসমের এনআরসি তালিকায় নাম না থাকা বাসিন্দারাও ভোট দিতে পারবেন, সুপ্রিম কোর্টে জানাল কমিশন]

সোমবার রাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজ্যের চার গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। ঠিক হয়েছে, ভোট শুরুর পর বিভিন্ন দফার মাঝে রাজ্যে নির্বাচনী জনসভা করতে আসবেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। নরেন্দ্র মোদী কমপক্ষে রাজ্যে ছয় থেকে সাতটি সভা করবেন। আপর অমিত শাহ মোট ১০টি সভা করবেন।

[আরও পড়ুন; বিচার না হলে বিদ্রোহ চাই! অভিষেকের কেন্দ্রে হুমকি নিয়ে শোভন-বৈশাখীর পাশে সূর্যকান্ত][আরও পড়ুন; বিচার না হলে বিদ্রোহ চাই! অভিষেকের কেন্দ্রে হুমকি নিয়ে শোভন-বৈশাখীর পাশে সূর্যকান্ত]

এছাড়াও আসবেন দলের হেভিওয়েট অনেক নেতা। এখন বিজেপি প্রার্থী তালিকা চূড়ান্ত করতে রাজ্যের নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক সারছেন। ঠিক হয়েছে, একসঙ্গে ৪২ প্রার্থীর নাম জানানো হবে না। দফায় দফায় প্রকাশ করা হবে প্রার্থী তালিকা। তৃণমূল এদিনই প্রার্থী ঘোষণা করে দেওয়ায়, তা দেখে বিজেপি প্রার্থী দিতে পারবে।

[আরও পড়ুন:আদর্শ বিচ্যুত কংগ্রেসকে ১৯৪৭-এর পরই ভাঙতে চেয়েছিলেন গান্ধীজি, ব্লগে পুরনো প্রসঙ্গ টেনে খোঁচা মোদীর][আরও পড়ুন:আদর্শ বিচ্যুত কংগ্রেসকে ১৯৪৭-এর পরই ভাঙতে চেয়েছিলেন গান্ধীজি, ব্লগে পুরনো প্রসঙ্গ টেনে খোঁচা মোদীর]

English summary
Narendra Modi and Amit Shah are two important campaigner for Lok Sabha Election. Modi will do Brigade at end of the March,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X