For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘ইয়েস ম্যান’ মুকুলের বদলি তৃণমূলে কে, দেরি না করে বেছে নিলেন মমতা

বরাবরই ‘ইয়েস ম্যান’কেই তিনি বেছে নিয়েছেন। তাঁর পরের স্থানটি দিয়ে রেখেছেন তাঁকে। দলের মুখপাত্র হিসেবে আগেই তাঁকে গুরু দায়িত্ব দিয়েছিলেন। আরও গুরুত্ব বাড়ল তাঁর।

  • |
Google Oneindia Bengali News

এগিয়ে আসলছে পঞ্চায়েত। তাই আর দেরি করা যাবে না। চটজলদি তাই কোর কমিটির বৈঠক ডাকা। আর সেই বৈঠকেই মুকুল রায়ের বদলিকে বেছে নেওয়া হল। সরাসরি দায়িত্ব অর্পণ করেননি মমতা। কিন্তু তাঁর কথাতেই বুঝিয়ে দিয়েছেন, মুকুলের জায়গায় কাকে রাখছেন দলনেত্রী। কে তাঁর সবথেকে আস্থাভাজন।

‘ইয়েস ম্যান’ মুকুলের বদলি তৃণমূলে কে, দেরি না করে বেছে নিলেন মমতা

বরাবরই 'ইয়েস ম্যান'কেই তিনি বেছে নিয়েছেন। তাঁর পরের স্থানটি দিয়ে রেখেছেন তাঁকে। দলের মুখপাত্র হিসেবে আগেই তাঁকে গুরু দায়িত্ব দিয়েছিলেন। এবার তিনি বুঝিয়েই দিলেন মুকুল রায় চলে যাওয়ার পরে সেই গুরুত্ব কে পেতে চলেছেন। একেবারে তাঁর নাম করেই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিচুতলার নেতা-কর্মীদের জানিয়ে দিলেন সে কথা।

মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার কোর কমিটির বৈঠকে বলেন, 'সবকিছু আমার পক্ষে দেখা সম্ভব হবে না। আর আমি কোনওদিনই এই বিষয়গুলি দেখিনি। দলের কর্মসূচি ঠিক করার ব্যাপারে এখন থেকে আপনারা সবাই পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগযোগ রাখবেন। তিনিই নির্দেশ দেবেন, কোন পথে চলবেন নেতা-কর্মীরা।'

তাঁর এই কথাতেই পরিষ্কার, এতদিন মুকুল রায় যে ভূমিকা পালন করে আসছিলেন, এখন থেকে তা বর্তাল পার্থ চট্টোপাধ্যায়ের উপর। 'কাঁচরাবাবু'র 'বাচ্চা ছেলে'ই এখন থেকে গুরু দায়িত্ব সামলাবেন। পঞ্চায়েত ভোটের যাবতীয় ভার আদতে তাঁর উপরই বর্তাল। সংগঠনের কাজকর্ম তাই এখন থেকে পার্থবাবুকেই সামলাতে হবে।

গতবার পঞ্চায়েত নির্বাচন সামলেছিলেন একা-কাঁধে মুকুল রায়। সেই মুকুল রায় এখন তৃণমূলে অতীত। তাই পঞ্চায়েতে কার উপর দায়িত্ব বর্তায় তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা চলছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম যেমন ভাসছিল, আলোচনায় ছিল পার্থ চট্টোপাধ্যায়ের নামও। মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রাখলেন অভিজ্ঞ পার্থ-র উপরই।

এর আগে বিধানসভা নির্বাচনে মুকুল ছাড়া জয় পেয়েছিল তৃণমূল। তা থেকেই আত্মবিশ্বাস সঞ্চয় করে এবার পঞ্চায়েত যুদ্ধ জয়ের রূপরেখা তৈরি করতে চাইছে তৃণমূল কংগ্রেস। পার্থবাবুকে সামনে রেখে সঙ্ঘবদ্ধ প্রয়াসেই মমতা বন্দ্যোপাধ্যায় কিস্তিমাত করতে চাইছেন। মুকুলকে হারিয়ে বিজেপিকে প্রত্যাঘাত করতে তিনি ভরসা রাখছেন বাচ্চা ছেলের উপরই।

English summary
Mamta Banerjee opts to Partha Chatterjee replace of Mukul Roy in Trinamool Congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X