For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! কেন এমন কথা শোনা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে

করোনার দ্বিতীয় ঢেউ তখন আছড়ে পড়েছিল। আর সেই পরিস্থিতিতে বেশ কয়েকটি স্টেশনের প্লাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি পেতে চলেছে। সেই মোতাবেক ভারতীয় রেল ঘোষণা করেছিল প্লাটফর্ম টিকিটের দাম ১০-এর পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে।

Google Oneindia Bengali News

করোনার দ্বিতীয় ঢেউ তখন আছড়ে পড়েছিল। আর সেই পরিস্থিতিতে বেশ কয়েকটি স্টেশনের প্লাটফর্ম টিকিটের দাম বৃদ্ধি পেতে চলেছে। সেই মোতাবেক ভারতীয় রেল ঘোষণা করেছিল প্লাটফর্ম টিকিটের দাম ১০-এর পরিবর্তে ৫০ টাকা করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছিল, করোনা ভাইরাসের বিস্তার রোধের জন্যই এটা একটা অস্থায়ী ব্যবস্থা।

মোদী হ্যায় তো মুমকিন হ্যায়! কেন এমন কথা মদনের মুখে

এবার যখন করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে, তখন দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। স্টেশনের মান ও একাধিক পরিকাঠামোর উন্নতির লক্ষ্যে এবার এই পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে রেল। যে স্টেশন থেকে যাত্রী ট্রেনে উঠবে সেই স্টেশনের উন্নয়নের জন্য দিতে হবে বাড়তি টাকা। এবার তা নিয়েই মোদীকে খোঁচা দিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

রেলের প্যাসেঞ্জার মার্কেটিং বিভাগের তরফ থেকে একটি নোটিস জারি করা হয়েছে। আর এই বিষয়ে কেন্দ্রীয় সরকারকে তীব্র খোঁচা দিয়ে তৃণমূল বিধায়ক মদন মিত্র বলেন, স্টেশন ডেভেলপমেন্টের নামে ঘুরপথে টিকিটের দাম বাড়ানোর ব্যবস্থা করেছে কেন্দ্রীয় সরকার। এটাই আমাদের আচ্ছে দিনের উদাহারণ।

মদন মিত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খোঁচা দিয়ে বলেন, মোদী হ্যায় তো মুমকিন হ্যায়। রেলের তরফে নতুন নোটিশ সব জোনের ম্যানেজারের কাছে পৌঁছে গিয়েছে। ১০ টাকা থেকে ৫০ টাকা পর্যন্ত বাড়তি দামে টিকিট কাটতে হতে পারে। খবর অনুযায়ী প্লাটফর্ম টিকিটের দাম পুনরায় বৃদ্ধি পাবে একই হারে।

নির্ধারিত দামের থেকে প্রায় পাঁচগুণ প্লাটফর্ম টিকিট হতে পারে অন্তত ৫০টি স্টেশনে। তারপর দূরপাল্লার ট্রেনের টিকিটের দামও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাতানুকূল কামরার সমস্ত শ্রেণিতেই ভাড়া বাড়ছে। কিলোমিটার পিছু চার পয়সা দরে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রেলমন্ত্রক। তবে শহর ও শহরতলির লোকাল ট্রেনের ভাড়া একই থাকছে।

বেশ কিছুদিন ধরেই ভাড়া বাড়ানোর ব্যাপারে ইঙ্গিত দিচ্ছিল রেলমন্ত্রক। অর্থনীতির হাল ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলের পণ্য পরিবহণের খাত থেকে দেওয়া ভর্তুকিতে এতদিন যাত্রী ভাড়ায় হাত পড়তে দেয়নি রেল। এবার রেলমন্ত্রক সিদ্ধান্ত নিল ভাড়া বাড়ানোর। সর্বোচ্চ ভাড়া বাড়ানো হচ্ছে এসি কোচের।

প্রধানমন্রীাডর সচিবালয় সবুজ সংকেত দিতেই ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করে রেল। মন্ত্রকের দাবি, ভাড়া সামান্যই বেড়েছে। যাতে মধ্যবিত্তদের পেকেট টান না পড়ে তা ভেবেই রাজধানী-পূর্বা এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে বাড়ানো হয়েছে ভাড়া। এসি কোটে কিলোমিটারে চার পয়সা, স্লিপারে ২ পয়সা এবং প্যাসেঞ্জার ট্রেনে ১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে। রেলের এই ঘুরপথে ভাড়া বাড়ানোর সিদ্ধান্তকে খোঁচা দিয়েছেন মদন মিত্র।

English summary
Madan Mitra takes on Narendra Modi due to increasing fare of Rail by Narendra Modi Government.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X