For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দুর্গাপুজো কার্নিভাল ঘিরে স্তব্ধ হতে পারে শহরের যান চলাচল

রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের জেরে আজ থমকে যেতে পারে শহরের যানচলাচল

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

রেড রোডে দুর্গাপুজো কার্নিভালের জেরে আজ থমকে যেতে পারে শহরের যানচলাচল। বিকেল ৫টা থেকে রেড রোডে এই শোভাযাত্রা শুরু হলেও তার অনেক আগে থেকেই ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে বলে লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে। রেড রোড তো বন্ধ থাকছেই, খিদিরপুর রোড দিয়ে বিভিন্ন পুজোর ট্যাবলো রেড রোডে ঢোকানোর ব্য়বস্থা করায় স্বাভাবিকভাবেই খিদিরপুরের রাস্তাও বন্ধ করে দেওয়া হবে। ফলে এজেসি বোস রোড ও পিটিএস ক্রসিংয়ের ওপর ব্যাপক চাপ বাড়বে বলেই মনে করা হচ্ছে।

দুর্গাপুজো কার্নিভাল ঘিরে স্তব্ধ হতে পারে শহরের যান চলাচল

লালবাজারের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল থেকেই বিভিন্ন পুজো কমিটিগুলিকে ট্যাবলো নিয়ে খিদিরপুর রোড, পলাশি গেট ও হেস্টিংসে আসতে বলা হয়েছে। ফলে এই রাস্তাগুলিতে সকাল থেকেই যানবাহন নিয়ন্ত্রণ করা হবে। উত্তর কলকাতার যে পুজোগুলি কার্নিভালে অংশ নেবে, তাদের জন্য নির্ধারিত হয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ধর্মতলা, বাবুঘাট, কিংসওয়ে হয়ে খিদিরপুর রোডে পৌঁছনোর রুট। অপরদিকে দক্ষিণের পুজোগুলির ট্যাবলো ঢুকবে ই এম বাইপাস, রাসবিহারী, এসপি মুখার্জি রোড দিয়ে এক্সাইড ক্রসিং দিয়ে কুইনস ওয়ে হয়ে খিদিরপুর রোডে। দুপুর থেকেই বন্ধ হয়ে যাবে খিদিরপুর রোড ও হেস্টিংস।

এদিকে বিকেল ৩টের পরই বন্ধ করে দেওয়া হবে রেড রোড সংযোগকারী ডাফরিন রোড, হসপিটার রোডের মত গুরুত্বপূর্ণ রাস্তা। ফলে হাওড়ার দিকে যাওয়ার জন্য ধর্মতলা থেকে সরাসরি বিদ্যাসাগর সেতুতে উঠতে দেওয়া হবে না। এজেসি বোস রোড হয়ে বিদ্য়াসাগর সেতুতে উঠতেও বেগ পেতে হবে যথেষ্ট পেতে হবে বলে মনে করা হচ্ছে, কারণ হেস্টিংসও বন্ধ থাকবে।

এদিকে রেড রোডে বিসর্জনের শোভাযাত্রার পর সরাসরি প্রতিমা নিরঞ্জনের জন্য বাবুঘাট সহ গঙ্গার বিভিন্ন ঘাটে নিয়ে যাওয়া হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ফলে প্রতিমা নিরঞ্জনের পরও যানজট হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।

[আরও পড়ুন: রেড রোড কার্নিভ্যালের জন্য মেট্রোর অতিরিক্ত পরিষেবা][আরও পড়ুন: রেড রোড কার্নিভ্যালের জন্য মেট্রোর অতিরিক্ত পরিষেবা]

English summary
Kolkata Traffic may come to standstill due to DurgaPuja Carnival, Many roads are closed by Kolkata Police.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X