For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখ্যমন্ত্রীর পরিবারের সম্পত্তি বৃদ্ধি মামলার গ্রহণযোগ্যতা নিয়ে হলফনামা চাইল হাইকোর্ট

মামলার গ্রহণযোগ্যতা নেই। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তিবৃদ্ধি মামলায় হাইকোর্টে এমনটাই জানালো রাজ্য সরকার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের হিসেবে সম্পত্তি সংক্রান্ত মামলায় মামল

  • |
Google Oneindia Bengali News

মামলার গ্রহণযোগ্যতা নেই। মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের সম্পত্তিবৃদ্ধি মামলায় হাইকোর্টে এমনটাই জানালো রাজ্য সরকার। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের সদস্যদের হিসেবে সম্পত্তি সংক্রান্ত মামলায় মামলার গ্রহণ যোগ্যতা নিয়েও প্রশ্ন রাজ্যের আইনজীবীর।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি মামলার গ্রহণযোগ্যতা নিয়ে আগামী দু সপ্তাহের মধ্যে হফলকনামা তলব করলেন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ।

মামলার পরবর্তী শুনানি ২৮ শে নভেম্বর ।

মামলার পরবর্তী শুনানি ২৮ শে নভেম্বর ।

মামলাকারী থেকে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদেরও এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবস্তাব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চ। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলার শুনানি হয়। সেখানেই এহেন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে বলেও নির্দেশে জানিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২৮ শে নভেম্বর

 সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটি মামলা দায়ের হয়

সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটি মামলা দায়ের হয়

গত কয়েকদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর পরিবারের সদস্যদের সম্পত্তি বৃদ্ধি নিয়ে একটি মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট। যেখানে পরিবারের সদস্যদের সম্পত্তি গত কয়েক বছরে কয়েক হাজার গুন বেড়েছে বলে দাবি করা হয়। এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি? এই বিষয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবস্তাব ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে। সেখানেই মামলাটি গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলেন কাজরী বন্দ্যোপাধ্যায়-সহ বাকি সদস্যরা। মামলার আবেদনের প্রেক্ষিতে সব পক্ষ কে হলফনামা জমা দেওয়ার নির্দেশ। আগামী ১১ নভেম্বরের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে হলফনামা দিতে হবে বলে জানিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী ২৮ নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানা গিয়েছে।

 এই বিষয়ে মুখ খুলেছেন মমতা

এই বিষয়ে মুখ খুলেছেন মমতা

তবে গত কয়েকদিন আগেই এই বিষয়ে মুখ খুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। কখনও নবান্ন থেকে বসে এই বিষয়ে মন্তব্য করেছেন তো কখনও ছাত্র পরিষদের র‍্যালি থেকে মামলা প্রসঙ্গে কথা বলেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তিনি জানিয়েছেন, যে জমিতে থাকেন সেটি রানি রাসমণির জমি। তাঁরা ঠিকা প্রজা হিসেবে রয়েছেন সেখানে। তবে সরকারি সম্পত্তি দখল করে রয়েছেন এমন প্রমাণ পেলে তা গুড়িয়ে দেওয়ার নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে তাঁর পরিবারের বাকিদের সঙ্গে উৎসব অনুষ্ঠান ছাড়া যোগাযোগ হয় না বলেও উল্লেখ করেছেন।


তবে এর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আমরা সম্পত্তি নিয়ে মামলা আন্তজাতিক আদালতে হওয়া উচিৎ। আর তা বলতে গিয়ে মমতা জানান,কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন কোনও পেনশন নেননি। এমনকি মুখ্যমন্ত্রী হিসাবেও কোনও টাকা নেন না। এমনকি বাইরে এককাপ চা খেয়ে গেলেও টাকা দিয়ে খাই। তবে বই বিক্রির রয়্যালটির টাকাতে তাঁর চলে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

English summary
High Court seeks affidavit from Mamata Banerjee's family in case on property
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X