কলকাতার নগরপালের বাড়িতে সিবিআই হানার পর সংবিধান বাঁচাতে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার নগরপাল রাজীব কুমারের বাড়িতে বৈঠকের পর সাংবাদিক সম্মেলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, এখন থেকেই মেট্রো চ্যানেলে ধরনায় বসছেন তিনি। তার অদ্যাবধি পরেই মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসে পড়েন।
উল্লেখ্য, গতকাল সিপির বাড়ির সামনে সিবিআই হানা দেয়। নজিরবিহীনভাবে আটক করা হয় সিবিআই আধিকারিকদের। রাজ্য-কেন্দ্র সংঘাত ফের চরমে উঠল এর ফলে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ির সামনে সিবিআই বনাম কলকাতা পুলিশের মধ্যে ধুন্ধুমার-কাণ্ড ঘটে। তারপর সিপির বাড়ির সামনে থেকে সিবিআই আধিকারিকদের নিয়ে যাওয়া হয় শেক্সপিয়ার থানায়।
মেট্রো চ্য়ানেলে সারা রাত ধরনায় মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন সারসরি লাইভ-
চিটফান্ড মামলার দ্রুত নিষ্পত্তি ও নারদা মামলায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল করবে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস।
Feb 4, 2019 9:19 PM
কলকাতা পুলিশের বিরুদ্ধে সিবিআই-এর অভিয়োগের মামলার জন্য ভারতের মুখ্য বিচারক রঞ্জন গগৈ-য়ের নেতৃত্বে গঠিত হল ৩ সদস্যের বেঞ্চ। শুনানি হবে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি)
Feb 4, 2019 8:52 PM
RJD leader Tejashwi Yadav and DMK leader Kanimozhi arrive at Kolkata Airport to meet West Bengal CM Mamata Banerjee. pic.twitter.com/Z47tAUiFt8
মমতা বন্দোপাধ্য়ায়ের পাশে থাকতে কলকাতায় আসলেন আরজেডি নেতা তেজস্বী যাদব ও ডিএমকে নেত্রী কানিমোঝি।
Feb 4, 2019 8:48 PM
CBI has filed a contempt plea in the Supreme Court against West Bengal's Chief Secretary, Director General of Police and Kolkata Police Commissioner for wilful and deliberate violation of apex court's orders. pic.twitter.com/iA5oHKPLtb
পশষ্চিমবঙ্গের মুখ্য সচিব ও ডিজিপি ও কলকাতার নগরপালের নামে সুপ্রিম কোর্টে অভিযোগ জানাল সিবিআই। ইচ্ছাকৃতভাবে শীর্ষ আদালতকে অবমাননা করার অভিযোগ করা হল তাঁদের বিরুদ্ধে।
Feb 4, 2019 8:45 PM
West Bengal CM Mamata Banerjee attend a West Bengal Police and Kolkata Police event. Kolkata Police Commissioner Rajeev Kumar also present. pic.twitter.com/zyFgfzJwHa
মরতেও রাজি আছেন, আপোষে নয় - ফের জানালেন মমতা। বললেন, টিমসি নেতাদের ধরপারড়ের সময়ও তিনি রাস্তায় নামেননি। কিন্তু কলাতার মরালের চেয়ারকে অসম্মানের চেষ্টা তিনি মানবেন না।
Feb 4, 2019 8:43 PM
West Bengal CM Mamata Banerjee attend a West Bengal Police and Kolkata Police event. Kolkata Police Commissioner Rajeev Kumar also present. pic.twitter.com/zyFgfzJwHa
এদিন সারাদিন ধরে কলকাতার বিভিন্ন জায়গায় নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান তৃণমূল কংগ্রেস কর্মীরা।
Feb 4, 2019 4:21 PM
Union Minister Ravi Shankar Prasad: In 2014 Congress tweeted Rahul Gandhi's statement that 20 lakh ppl lost their money in chit fund scam in West Bengal. We took oath on May 26,2014 so all these inquiries in Narada, Saradha scams started before us pic.twitter.com/xZYA2o68NF
রাজীবকাণ্ডে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সাংবাদিক সম্মেলন, বললেন- 'রাহুল গান্ধী নিজে টুইট করে লিখেছিলেন যে পশ্চিবঙ্গে ২০ লক্ষ লোক চিটফান্ডে অর্থ খুঁইয়েছেন। ২০১৪ সালে আমাদের শপথ নেওয়ার আগে নারদা, সারদা কেসগুলি হয়েছে।'
Feb 4, 2019 4:16 PM
Union Minister Ravi Shankar Prasad: What is happening? A Police Commissioner is sitting on a dharna with politicians? What is the meaning of this? By sitting on dharna West Bengal CM is following the footsteps of Arvind Kejriwal pic.twitter.com/QOwmBbqqbh
রাজীবকাণ্ডে তোপ বিজেপি-র, সাংবাদিক সম্মেলনে রবিশঙ্কর প্রসাদের প্রশ্ন, 'একজন পুলিশ কমিশনার একজন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে ধরনায় বসছেন? এর মানে কি? মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে অরবিন্দ কেজরিওয়ালের পদাঙ্ক অনুসরণ করছেন।'
Feb 4, 2019 4:13 PM
West Bengal: TMC workers protest against PM Narendra Modi and Central govt over CBI issue in Kolkata. pic.twitter.com/gg7w2MLusR
Union Minister Dharmendra Pradhan on CBI issue: It was after the Supreme Court’s direction in 2013 that an inquiry began, if Mamata Ji is so fearless, why is she opposing it? What is she so scared of? Only those who steal are afraid. pic.twitter.com/Bo1lx6NPDZ
'২০১৩ সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই তদন্ত শুরু হয়েছিল, মমতাজি যদি সত্যি ভয় না পেয়ে থাকেন তাহলে তিনি কেন বিরোধিতা করছেন? যারা চুরি করে তারাই ভয় পায়।'- রাজীবকাণ্ডে প্রতিক্রিয়া কেন্দ্রীয়মন্ত্রী ধর্মেন্দ্র কুমারের।
Feb 4, 2019 3:37 PM
West Bengal CM Mamata Banerjee: Our satyagraha is not against any agency, it is against Modi government's atrocities. pic.twitter.com/s8bUhp6BcC
'পশ্চিমবঙ্গে মমতাজি-র এমার্জেন্সি চলছে আমাদের নয়।'-সাংবাদিক সম্মেলনে বললেন প্রকাশ জাভড়েকর।
Feb 4, 2019 3:27 PM
HM Singh on the CBI action in Saradha chit fund case in West Bengal yesterday: The action was taken after SC had ordered an investigation into Saradha chit fund case . The Police Commissioner was summoned many times but he did not appear. pic.twitter.com/pM4vXdvExN
'সারদা চিটফান্ড মামলায় সুপ্রিম কোর্টে একাধিকবার ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল, তাই গতকাল সিবিআই-এর অভিযান, পুলিশ কমিশনারকে এর আগে বহুবার ডাকাও হয়েছিল কিন্তু তিনি আসেননি।' লোকসভায় বক্তব্য পেশের সময় বললেন রাজনাথ সিং।
Feb 4, 2019 3:25 PM
HM Rajnath Singh in Lok Sabha: West Bengal Governor Keshari Nath Tripathi has summoned Chief Secretary and Director General of Police and has asked them to take immediate action to resolve the situation. pic.twitter.com/RK3euu7OSE
'রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী মুখ্যসচিব ও ডিজি-র সঙ্গে কথা বলেছেন এবং সমস্যা সমাধানে অতি সত্ত্বর ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।'- লোকসভায় বক্তব্য পেশের সময় জানিয়েছেন রাজনাথ সিং।
Feb 4, 2019 3:23 PM
HM Singh in Lok Sabha on CBI action in West Bengal yesterday: SC in its earlier order on the CBI investigation of Saradha chit fund case had said that CBI in its investigation till now had found involvement of many political & influential persons.
'সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে বহু রাজনৈতিক ও প্রভাবশালী লোকজন জড়িত আছে তা সিবিআই-কে এর আগে একাধিকবার বিভিন্ন নির্দেশে বলেছিল সুপ্রিম কোর্ট'- লোকসভায় রাজীবকাণ্ডে বয়ান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর।
Feb 4, 2019 3:20 PM
West Bengal: Visuals from 'Save the Constitution' dharna in Kolkata, as Chief Minister Mamata Banerjee goes through documents continuing her routine work as the CM. pic.twitter.com/C6pL18zw2D
'আধা সেনা মোতায়েন করতে হয়েছিল, অথচ ওই সব অফিসাররা দায়িত্ব সহকারে তাদের কর্তব্য পালন করছিলেন, পশ্চিমবঙ্গে এখন নৈরাজ্য চলছে।'- স্মৃতি ইরানি।
Feb 4, 2019 3:15 PM
Delhi CM Arvind Kejriwal: Whatever central govt did in West Bengal is very dangerous, against constitution & democracy...Every state has an elected govt, if PM sends CBI & ED like this & try to scare the officers then this country will not be safe. pic.twitter.com/cXlYMJoZYQ
'কেন্দ্রীয় সরকার পশ্চিবঙ্গে যা করেছে তা ভয়ানক, এটা সংবিধান ও গণতন্ত্রের বিরোধী, প্রতিটি রাজ্যেই নির্বাচিত সরকার, প্রধানমন্ত্রী ইডি বা সিবিআইকে এভাবে পাঠান এবং তাঁরা পদস্থ সরকারি কর্তাকে ভয় দেখানোর চেষ্টা করে তাহলে বলতে হবে এই দেশটা আর নিরাপদ নয়।'- অরবিন্দ কেজরিওয়াল।
Feb 4, 2019 3:01 PM
Nirmala Sitharaman: In interest of wanting free & fair environment in which LS polls can be conducted,we have come to bring to the notice of EC certain happenings in WB which has complete cooperation of TMC.Instances we highlighted point out that TMC doesn't believe in democracy pic.twitter.com/9sVZ0yDBkb
'পশ্চিমবঙ্গে যাতে সুষ্টু পরিবেশে লোকসভা নির্বাচন হয় তার জন্য নির্বাচন কমিশনে আমরা আবেদন করলাম, জানালাম তৃণমূল কংগ্রেস গণতন্ত্রে কোনও ভরসা রাখে না।'- নির্বাচন কমিশন থেকে বেরিয়ে প্রতিক্রিয়া নির্মলা সীতারামনের।
Delhi: BJP delegation including Defence Minister Nirmala Sitharaman, Mukhtar Abbas Naqvi & Bhupendra Yadav met Election Commission today on West Bengal issue. pic.twitter.com/hYIbAyf6RI
নির্বাচন কমিশনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর সরকারের বিরুদ্ধে নালিশ বিজেপি-র, এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন নির্মলা সীতারামন, সঙ্গে ছিলেন কৈলাস বিজয়বর্গীয়, মুক্তার আব্বাস নকভি, সুরিন্দর সিং আলওয়ালিয়া।
Feb 4, 2019 2:00 PM
Bihar CM Nitish Kumar on CBI action in West Bengal:These things can only be explained by people who are doing it. I don’t react to such things.CBI&the govt in question will explain. Until the Election Commission announces the date of elections, anything can happen in the country. pic.twitter.com/kvAvBWrBku
'যারা এই বিষয়গুলি ঘটিয়েছে তাঁরাই একমাত্র উত্তর দিতে পারবে, আমি এ বিষয়ে কোনও কথা বলব না, যা বলার নির্বাচনের দিন ঘোষণার পর বলব, তবে নির্বাচনের দিন ঘোষণার আগে দেশে যে কোনও ধরনের ঘটনা ঘটতে পারে।'- নীতীশ কুমার
Feb 4, 2019 1:58 PM
Former J&K CM M Mufti: Manner in which constitutional institutions in this country, like CBI, are being misused to settle scores with opponents is unfortunate...We stand with Mamata ji. If institutions continue being discredited like this federal structure will be fractured. pic.twitter.com/BJaa0c18AD
Karnataka CM on CBI issue: This isn't a good development. I think central govt must behave properly&take confidence of state govts. Central govt is misusing constitutional institutions. It's not good for future. How central govt is behaving with opposition leaders is disastrous. pic.twitter.com/VoSVl0fng8
'কেন্দ্রীয় সরকারের উচিত সঠিক ব্যবহার করা, যে ভাবে কেন্দ্রীয় সাংবিধানিক সংস্থাগুলিকে ধ্বংস করতে চাইছে তা ভবিষ্যতের পক্ষে ভয়ঙ্কর।'- এইচ ডি কুমারস্বামী।
Feb 4, 2019 12:54 PM
#WATCH West Bengal Chief Minister Mamata Banerjee continues dharna over CBI issue after a short break early morning. West Bengal CM began the 'Save the Constitution' dharna last night. #Kolkatapic.twitter.com/DBoS0GC1MJ
West Bengal: Kolkata Police Commissioner Rajeev Kumar (in grey shirt) leaves from the site of CM Mamata Banerjee's 'Save the Constitution' dharna after meeting her. The CM has been back at the dharna after taking a short break earlier this morning. The dharna began last night. pic.twitter.com/Jhuptj8IOh
আজ সকালে মমতার ধরনামঞ্চে পুলিশ কমিশনার রাজীব কুমার।
Feb 4, 2019 12:47 PM
Maharashtra Navnirman Sena Raj Thackeray in a statement yesterday, "We applaud & support the stand taken by Mamata Banerjee against the autocracy & tyranny of the Central govt. We firmly stand behind her & the fight against this tyranny." (file pic) pic.twitter.com/lLgZ3y3Qnh
'কেন্দ্রীয় সরকার যে নৈরাজ্য শুরু করেছে আমরা তার বিরুদ্ধে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছি।'- প্রতিক্রিয়া মহারাষ্ট্র নব নির্মাণ সেনার প্রধান রাজ ঠাকরের।
Feb 4, 2019 12:29 PM
Derek O'Brien, TMC in Parliament: We have spoken to all opposition parties, we all will go forward. We have to save the Constitution, the country and the federal structure. Later today, all opposition parties will go to the Election Commission. pic.twitter.com/8sRK6m86x7
আজ বিকেলে সমস্ত বিরোধী দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ জানাবে বলে জানালেন ডেরেক ও ব্রায়েন।
Feb 4, 2019 12:27 PM
West Bengal: Samajwadi Party leader Kiranmoy Nanda met Chief Minister Mamata Banerjee at her 'Save the Constitution' dharna in Kolkata, earlier today. pic.twitter.com/yqEgHRXOFx
মমতার ধরনা মঞ্চে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ।
Feb 4, 2019 12:24 PM
Hearing on CBI plea in SC: CJI Gogoi says, "If Kolkata Police Commissioner even remotely thinks of destroying evidence, bring the material before this Court. We will come down so heavily on him that he will regret." #WestBengalpic.twitter.com/4VRhH7b4Ff
'যদি পুলিশ কমিশনার প্রমাণ নষ্ট করে থাকেন, তাহলে উপযুক্ত প্রমাণ নিয়ে আসুন, আমরা অবশ্যই পুলিশ কমিশনারকে এমন শিক্ষা দেব যে তিনি সারাজীবন অনুতাপ করবেন।'- শুনানিতে বললেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ।
Feb 4, 2019 12:19 PM
MHA sources: HM Rajnath Singh called up Governor of West Bengal Keshari Nath Tripathi to be apprised of the facts of the unfortunate and unprecedented situation of officers of a Central Investigating Agency being manhandled, detained, intimidated and obstructed. (file pic) pic.twitter.com/0AGtVo4OUe
রাজীবকাণ্ড নিয়ে রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর কাছ থেকে রিপোর্ট সংগ্রহ রাজনাথ সিং-এর।
Feb 4, 2019 12:16 PM
Sanjay Raut, Shiv Sena: If CM of a big state as WB,is sitting on dharna, then it is a serious matter. Is this CBI vs Mamata Banerjee or Mamata Banerjee vs BJP, we'll find out soon. If CBI is being misused, it's a matter of dignity of the nation, and prestige of the agency (CBI). pic.twitter.com/LggpODHxzw
'পশ্চিমবঙ্গের মতো একটা বড় রাজ্যের মুখ্যমন্ত্রী সিবিআই-এর সক্রিয়তার বিরুদ্ধে ধরনায় বসেছেন মানে কিছুটা একটা ঘটেছে। যদি সিবিআই-এর অপরব্যবহার হয়ে তাহলে তা দেশের পক্ষে ক্ষতিকর।'- প্রতিক্রিয়া শিবসেনার সঞ্জয় রাওতের।
Feb 4, 2019 12:15 PM
Ministry of Home Affairs to seek a report on the role of IPS officers on allegations of obstructing investigation and violation of Service Conduct Rules in yesterday's incident in Kolkata.
রাজীবকুমারকাণ্ডে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, কোনও সার্ভিস রুল রাজীব ভেঙেছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
Feb 4, 2019 12:13 PM
P Javadekar: Whatever is happening in Kolkata&WB is one of a kind. Never before was an investigating team taken into custody by police. It's murder of democracy. We want to ask Mamata Banerjee why is she staging dharna, who does she want to shield? Police Commissioner or herself? pic.twitter.com/hSwaqqPxc3
পশ্চিমবঙ্গে গণতন্ত্রের হত্যা করা হচ্ছে, অভিযোগ করলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়নমন্ত্রী প্রকাশ জাভড়েকর।
Feb 4, 2019 12:12 PM
Saugata Roy, TMC in Lok Sabha: Satyagrah by West Bengal CM is against the misuse of CBI by central govt. We strongly protest against the CBI and BJP leadership led by PM Modi & Amit Shah who have damaged the constitutional structure. The PM should answer in the House. pic.twitter.com/6s8CroD5x5
সংসদ অধিবেশনে সিবিআই-এর অতি সক্রিয়তা এবং এই তদন্ত সংস্থাকে পরিচালনায় কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট-র অভিযোগে সরব হন সৌগত রায়।
Feb 4, 2019 11:55 AM
Former PM & JDS leader HD Deve Gowda: CBI went to arrest Kolkata Police Commissioner y'day, this is a misuse of CBI. It is much worse than Emergency. The way the events have unfolded (in West Bengal)since last night shows the PM has overacted by using the CBI. This won't help him pic.twitter.com/ZA6l4mF6lE
সিবিআই-কে অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুললেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া।
Feb 4, 2019 11:53 AM
Farooq Abdullah, National Conference on CBI issue in West Bengal: Her (Mamata Banerjee) allegation is right. This country is in danger as its becoming dictatorial. They (Central govt) are not masters of this country, people are. pic.twitter.com/uVbAFdiSXf
মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে সমর্থন জানালেন ফারুক আব্দুল্লা, তিনি জানালেন দেশের সর্বেসব্বা কেন্দ্রীয় সরকার নয়, মানুষ।
Feb 4, 2019 11:52 AM
Ghulam Nabi Azad,Congress: From the day BJP has come to power at the Centre, they have paid very less attention towards working for the country but towards eliminating opposition parties, this has been their focus for the past 5 years.There is no other party more corrupt than BJP pic.twitter.com/Zhae2bFrH2
পশ্চিমবঙ্গে সিবিআই-এর অতি সক্রিয়তার অভিযোগে সরব কংগ্রেসের গুলাম নবি আজাদও, তাঁর অভিযোগ দেশের উন্নতি-র কথা না ভেবে বিরোধীদের ধ্বংস করার পথে হাঁটতে চাইছে বিজেপি।
'সিবিআই-এর অপব্যবহার করছে বিজেপি, পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে উত্তর প্রদেশেও এমনটা হয়েছে, এটা শুধু আমি বা আমার দল নয় বাকিরাও বলছে।' প্রতিক্রিয়া অখিলেশ যাদবের
Feb 4, 2019 7:46 AM
Kolkata: West Bengal Chief Minister Mamata Banerjee continues her 'Save the Constitution' dharna with her supporters at Metro Channel, over the ongoing CBI issue. She is sitting there since 9 pm. pic.twitter.com/9nIflitip2
রাতভর রাজ্যজুড়ে রেল রোকো কর্মসূচি তৃণমূল কংগ্রেসের, মেদিনীপুরের রেল রোকো কর্মসূচির ছবি।
Feb 4, 2019 7:43 AM
Kolkata: Latest visuals from West Bengal Chief Minister Mamata Banerjee's 'Save the Constitution' dharna at Metro Channel, over the ongoing CBI issue. It has been over 4 hours since the dharna began pic.twitter.com/7dtOyz0HnX
রাতেই মেট্রো চ্যানেলে মঞ্চ তৈরি করা হয়, সেখানেই একটি অ্যান্টি চেম্বার তৈরি করা হয়েছে, এই চেম্বার থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্য়ের বাজেট অধিবেশনে অংশ নেবেন।
Feb 4, 2019 7:40 AM
মেট্রো চ্য়ানেলে ধরনা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী দোলা সেন ও মহুয়া মৈত্র।
Feb 4, 2019 7:34 AM
মেট্রো চ্যানেলে মমতার ধরনার মঞ্চের সামনে অনুরাগীরা এভাবেই পোস্টার হাতে করে হাজির হয়েছেন।
Read More
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more