For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন: ছাত্র রাজনীতি থেকে দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী-বাংলার মুখ্যমন্ত্রী

মমতা ব্যানার্জির জন্মদিন: ছাত্র অবস্থায় বাবার মৃত্যু থেকে দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী-বাংলার মুখ্যমন্ত্রী

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। ৫ জানুয়ারি তাঁর জন্মদিন। ছাত্রাবস্থায় রাজনীতি শুরু। প্রথম সাফল্য ১৯৮৪ সালে যাদবপুর থেকে সিপিআইএম-এর সোমনাথ চট্টোপাধ্যায়কে হারানো। এরপর সিঙ্গুর-নন্দীগ্রামের আন্দোলনে ভর করে ২০১১ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

দিদি নামেই পরিচিত

দিদি নামেই পরিচিত

স্বাধীনতার পূর্বের সময় থেকে ভারতের রাজনীতিতে মহিলারা অংশ নিয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে তো অনেককেই দেখা গিয়েছে। তেমনই একজন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ তথা দেশের রাজনীতিতে তিনি দিদি নামেও পরিচিত। বাংলার রাজনীতিতে তাঁর কোনও বিরাম নেই।

বাড়ির দায়িত্ব ছিল তাঁর ওপরে

বাড়ির দায়িত্ব ছিল তাঁর ওপরে

মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম কলকাতায়। তাঁর বাবার নাম প্রমিলেশ্বর বন্দ্যোপাধ্যায় এবং মায়ের নাম গায়ত্রী দেবী। ১৭ বছর বয়সে বাবার মৃত্যু হয়। তার পরেই গুরুদায়িত্ব দিয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা

প্রথমে দেশবন্ধু শিশু শিক্ষালয়ে পড়াশোনা। ইতিহাসে স্নাতক হন যোগমায়া দেবী কলেজ থেকে। পরে তিনি ইসলামিক হিস্ট্রিতে এমএ করেন। পরবর্তী সময়ে যোগেশচন্দ্র চৌধুরী কলেজ থেকে আইনে ডিগ্রি পান।

রাজনীতিতে পা

রাজনীতিতে পা

১৫ বছর বয়সে সক্রিয় রাজনীতিতে যোগদান করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন জাতীয় কংগ্রেসে ছাত্র সংগঠন ছাত্র পরিষদে যোগদান করেন। ১৯৭০ সালে তিনি প্রথমবার রাজ্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে বসেন।

সংসদীয় রাজনীতিতে

সংসদীয় রাজনীতিতে

১৯৮৪ সালে যাদবপুর কেন্দ্রে সিপিআইএম-এর সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে সংসদীয় রাজনীতিতে প্রবেশ। তবে ১৯৮৯-এর নির্বাচনে তিনি যাদবপুর থেকেই সিপিআইএম-এর মালিনী ভট্টাচার্যের কাছে হেরে যান। ১৯৯১ সালে তিনি কলকাতা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়ে ফের সংসদে যান। তারপর থেকে একটানা কলকাতা দক্ষিণে জয়ী হয়েছেন ২০০৯ সাল পর্যন্ত।

দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী

দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী

১৯৯১ সালে নরসীমা রাও মন্ত্রিসভায় মন্ত্রী করা হয় তাঁকে। ক্রীড়া, যুব কল্যাণ, মহিলা ও শিশু কল্যাণমন্ত্রকের মন্ত্রী ছিলেন তিনি। ১৯৯৯ সালে বাজপেয়ী সরকারে প্রথমবারের জন্য রেলমন্ত্রী ছিলেন তিনি। পরবর্তী সময়ে ২০০৯ সালে দ্বিতীয় ইউপিএ সরকারেও রেলমন্ত্রী ছিলেন তিনি।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

২০১১-র বিধানসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তারপর ২০১৬ এবং ২০২১-এর বিধানসভা নির্বাচনে জিতে তিনি আরও দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবেব শপথ নিয়েছেন।

উল্লেখ্যযোগ্য ঘটনা

উল্লেখ্যযোগ্য ঘটনা

নরসীমা রাও সরকারই হোক কিংবা বাজপেয়ী সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রীসভা ছেড়েছেন। ১৯৯৭ সালে তিনি কংগ্রেস ছাড়েন। ১৯৯৮-এর ১ জানুয়ারি তৃণমূলের প্রতিষ্ঠা কেন। এরপর ২০০৬ সালের সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তাঁর রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনা। পশ্চিমবঙ্গের যে দুই ঘটনা তাঁকে অপ্রতিরোধ্য করে তোলে।

১০০ দিনের কাজের টাকা কেন মিলছে না! কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ-উত্তেজনা ১০০ দিনের কাজের টাকা কেন মিলছে না! কেন্দ্রীয় দলের গাড়ি আটকে বিক্ষোভ-উত্তেজনা

English summary
From India's first Woman rail minister to West Bengal's CM Mamata Banerjee on her Birthday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X