For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পল্লবী-বিদিশা-মঞ্জুষার পরে কলকাতায় ফের এক উঠতি মডেলের ঝুলন্ত দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

Google Oneindia Bengali News

কলকাতায় ফের এক উঠতি মডেলের (emerging model) অস্বাভাবিক মৃত্যু। শনিবার রাতে কসবার (Kasba) বাড়িতে ঝুলন্ত অবস্থাতেই দেখেন পরিবারের সদস্যরা। পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা। যদিও পরিবারের সদস্যদের দাবি, সরস্বতী দাস (Saraswati Das) নামে ওই মহিলাকে পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করলে তিনি সম্পর্কের টানাপোড়েনের কথা অস্বীকার করেছিলেন।

পল্লবী-বিদিশা-মঞ্জুষার পরে কলকাতায় ফের এক উঠতি মডেলের ঝুলন্ত দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছোট বয়সে বাবাকে হারিয়েছিলেন সরস্বতী। পরে মা-মাসির কাছেই বড় হওয়া। তাঁরা দুজনেই আয়ার কাজ করেন। শনিবার রাতে তাঁরা বাড়ি থেকে বেরিয়ে যেতেই গলায় ফাঁস দেন সরস্বতী। বাড়িতে থাকা দিদা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তিনিই ফাঁস কেটে নাতনিকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এদিন ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট থেকে পুলিশের অনুমান ঘটনাটি আত্মহত্যার।

সরস্বতী দাসের পড়াশোনা মাধ্যমিক পর্যন্ত। এরপর তিনি কাজ করতে মেকআপ আর্টিস্ট হিসেবে। এছাড়াও বেশ কিছু টিউশন করতেন। ছোটদের আঁকা শেখানোর কাজও তিনি করতেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

পরিবারের সদস্যরা জানিয়েছে শনিবারেও যথেষ্টই হাসি খুশি দেখা গিয়েছিল সরস্বতীকে। তারপরেও কেন এমন ঘটনা, সেই প্রশ্নই উঠছে তাঁদের মনে। তবে সরস্বতীর সম্পর্কের কোনও টানাপোড়েন ছিল না বলেই দাবি করেছেন পরিবারের সদস্যরা।

সরস্বতী দাসের মৃত্যুকে ধরলে গত ১৩ দিনে ৪ উঠতি মডেলের মৃত্যু হল। পেশাদার দুনিয়ার চাপই হোক কিংবা সম্পর্কের টানাপোড়েন নিয়ে যেভাবে উঠতি মডেল থেকে অভিনেত্রীরা জীবন শেষ করে দেওয়ার যে পদক্ষেপ নিচ্ছেন, তাতে বিভিন্ন মহলে উদ্বেগ ছড়াচ্ছে।

জিটিএ নির্বাচন নয়, চাই স্থায়ী রাজনৈতিক সমাধান! অনশন প্রত্যাহার করে হাসপাতালে ভর্তি বিমল গুরুংজিটিএ নির্বাচন নয়, চাই স্থায়ী রাজনৈতিক সমাধান! অনশন প্রত্যাহার করে হাসপাতালে ভর্তি বিমল গুরুং

English summary
Emerging model Saraswati Das of Kasba commits suicide
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X