For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টাকা-সোনা উদ্ধারে বেলঘরিয়ার কাছে হারল টালিগঞ্জ! দু-বছর আগে থাকতেন অর্পিতা, বললেন প্রতিবেশীরা

আঠারো ঘন্টার তল্লাশি শেষ করে বৃহস্পতিবার ভোরে রাজ্যের তৃণমূল (trinamool congress) সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) বেলঘড়িয়ার (belgharia) ফ্ল্য

  • |
Google Oneindia Bengali News

আঠারো ঘন্টার তল্লাশি শেষ করে বৃহস্পতিবার ভোরে রাজ্যের তৃণমূল (trinamool congress) সরকারের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (partha chatterjee) ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (arpita mukherjee) বেলঘরিয়ার (belgharia) ফ্ল্যাট সিল করে বেরোলেন ইডির আধিকারিকরা। এই আঠারো ঘন্টার তল্লাশি যে টাকা উদ্ধার হয়েছে তা টালিগঞ্জ করুণাময়ী ডায়মন্ডসিটি সাউথের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণের থেকেও অনেক বেশি। উদ্ধার হওয়া টাকা নিয়ে যাওয়া হয়েছে স্ট্যান্ড রোডে এসবিআই-এর আঞ্চলিক সদর দফতরে।

কী কী উদ্ধার

কী কী উদ্ধার

ইডি আধিকারিকদের পাশাপাশি তল্লাশির সময় সাক্ষী হিসেবে রাখা হয়েছিল অর্পিতা মুখোপাধ্যায়ের আবাসনের প্রতিনিধিদের। তাঁরাই জানিয়েছেন ১৮ ঘন্টা তল্লাশি চালানো হয়। একটি ফ্ল্যাট থেকে কিছু পাওয়া না গেলেও, অপর একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ২৭.৯০ কোটি টাকা। উদ্ধার করা হয়েছে ৬ কেজি সোনা, সোনার বাট, রূপোর কয়েন।
উদ্ধার হওয়া টাকা ও সোনা নিয়ে যাওয়া হয়েছে স্ট্র্যান্ড রোডে এসবিআই-এর আঞ্চলিক সদর দফতরে। দুটি ফ্ল্যাটই সিল করে দিয়ে গিয়েছেন ইডির আধিকারিকরা। অর্পিতার ফ্ল্যাট থেকে ঠিক কী কী উদ্ধার করা হয়েছে, তা নিয়ে সরকারিভাবে বিবৃতি দিয়ে জানাবে ইডি।

টাকা রাখা ছিল শৌচাগারে

টাকা রাখা ছিল শৌচাগারে

ডায়মন্ড সিটি সাউথের মতো শুধু ওয়ারড্রোব থেকেই নয় ইডির আধিকারিকরা অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাটের শৌচাগার থেকেও টাকা উদ্ধার করেছেন। এমনটাই খবর সূত্রের। শৌচাগারে ব্যাগে, প্লাস্টিকের প্যাকেটের মধ্যে সেই টাকা রাখা ছিল। উদ্ধার হয়েছে বেশ কিছু সম্পত্তির দলিল, সম্পত্তির নথি এবং কয়েক হাজার টাকার বাতিল নোটও।

বিষ্মিত প্রতিবেশীরা

বিষ্মিত প্রতিবেশীরা

অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটের মেন্টিন্যান্সের জন্য টাকা বকেয়া পড়েছে, যা উল্লেখ রয়েছে আবাসনের নোটিশ বোর্ডে। তবে এই টাকা উদ্ধারের ঘটনায় বিষ্মিত প্রতিবেশীরা। তাঁদেরই একজন অঙ্কিত কুমার চুরালিয়া সংবাদ মাধ্যমকে জানিয়েছেন চারটি টাকা গোনার মেশিন বুধবার বিকেল থেকে কাজ করেছে। এসবিআই, বন্ধন ব্যাঙ্ক এবং আইসিআইসিআই ব্যাঙ্কের দুজন করে কর্মী পালা করে টাকা গোনার কাজ করেছেন। অর্পিতার প্রতিবেশীরা জানিয়েছেন ২ বছর আগে অর্পিতাকে সেখানে দেখা বলেও সাম্প্রতিক সময়ে তাঁকে সেখানে দেখা যায়নি। আর ফ্ল্যাটের মধ্যে কখন কীভাবে টাকা ঢোকানো হয়েছে তা তাঁরা জানেন না। তবে ইডির আধিকারিকরা সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন। সেখানে অর্পিতারই শুধু যাতায়াত ছিল, নাকি অন্য কেউ তারই তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তল্লাশি অর্পিতার পৈত্রিক বাড়িতেও

তল্লাশি অর্পিতার পৈত্রিক বাড়িতেও

কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ইডির আধিকারিকরা তল্লাশি চালান বেলঘড়িয়ার নবাব আব্দুল লতিফ স্ট্রিটের দেওয়ান পাড়ায় অর্পিতা মুখোপাধ্যায়ের পৈত্রিক বাড়িতেও। সেখানে থাকেন তার মা। তিনি প্রথমে তদন্তকারীদের তল্লাশিতেবাধা দেন বলে অভিযোগ। পরে অবশ্য সেখানে তল্লাশি চলে।

ICMR-এর গবেষণায় সাফল্য! মাঙ্কিপক্স ভ্যাকসিন তৈরি করতে চায় মোদী সরকার, চাওয়া হল দরপত্রICMR-এর গবেষণায় সাফল্য! মাঙ্কিপক্স ভ্যাকসিন তৈরি করতে চায় মোদী সরকার, চাওয়া হল দরপত্র

English summary
ED recoveres Rs 27.90 crores and 6 kg of gold from Arpita Mukherjee's flat at Belgharia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X