For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনআরএস-এ অপারেশনের পরে নিম্নমানের সুতো, রিপোর্ট তলব করল শিশু কমিশন

এনআরএস অপারেশনের পর নিম্ন মানের সুতো দিয়ে সেলাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রোগীর পরিবার পরিজনের মধ্যে। সেই খবর ছড়াতেই এদিন এনআরএস হাসপাতালের সুপারের কাছে রিপোর্ট তলব করল রাজ্য শিশু কমিশন।

  • By Abheek
  • |
Google Oneindia Bengali News

এনআরএস অপারেশনের পর নিম্ন মানের সুতো দিয়ে সেলাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রোগীর পরিবার পরিজনের মধ্যে। সেই খবর ছড়াতেই এদিন এনআরএস হাসপাতালের সুপারের কাছে রিপোর্ট তলব করল রাজ্য শিশু কমিশন।

এনআরএস-এ অপারেশনের পরে নিম্নমানের সুতো, রিপোর্ট তলব করল শিশু কমিশন

শুধু তাই নয়, এই চাঞ্চল্যকর ঘটনার পর অস্ত্রোপচার এবং তার পরবর্তী পরিস্থিতি নিয়েও হাসপাতাল সুপারের কাছে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে শিশু কমিশনের তরফে। তাদের রিপোর্টের ভিত্তিতে কমিশনের তরফেও একটি রিপোর্ট তৈরি করা হবে। যা সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে। শনিবার একথা জানান কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী।
উল্লেখ্য, গতকালই দেশের মতো একটি সরকারি হাসপাতালে এমন চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে সেখানে যান কমিশনের সদস্য প্রসূণ ভৌমিক এবং দু'জন কনসালট্যান্ট। কমিশনের চেয়ারপার্সন জানান, এদিন আমাদের সদস্যরা গিয়ে পরিদর্শন করেছেন। সোমবার আবারও তাঁরা যাবেন। তার ভিত্তিতে রিপোর্ট তৈরি হবে। তাতে বেশ কিছু সুপারিশও থাকবে আমাদের। আমরা গোটা ঘটনার উপর নজর রাখছি।
জানা গিয়েছে, ওই ঘটনার পর এদিন হাসপাতালে আর কোনও অস্বাভাবিক কিছু লক্ষ্য করেননি কমিশনের প্রতিনিধিরা। তবে প্রাথমিকভাবে তাঁদের মনে হয়েছে, হাসপাতালে অস্ত্রোপচার করার আশপাশের জায়গায় পরিচ্ছন্নতার যথেষ্ট অভাব রয়েছে।
English summary
Child commission wants report from NRS on sewing with low quality yarn after operation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X