For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বচ্ছ নিয়োগের কথা জানিয়ে ব্রাত্য বললেন, 'আন্দোলনকারীদের দাবি আইনসম্মত নয়'

প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে একেবারে আমরণ অনশন করে যাচ্ছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে সরকারের তরফে কোনও বার্তা না দেওয়া পর্যন্ত

  • |
Google Oneindia Bengali News

প্রায় কয়েক ঘন্টা কেটে গিয়েছে এখনও আন্দোলন চালিয়ে যাচ্ছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে একেবারে আমরণ অনশন করে যাচ্ছেন আন্দোলনকারীরা। এই বিষয়ে সরকারের তরফে কোনও বার্তা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারী চাকরি প্রার্থীরা।

স্বচ্ছ নিয়োগের কথা জানিয়ে ব্রাত্য

আর এর মধ্যেই এই অবস্থান নিয়ে মুখ খুললেন ব্রাত্য বসু। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। সেখানে চাকরি প্রার্থীদের আন্দোলন প্রসঙ্গে কথা বলেন।

ব্রাত্য বলেন, চাকরিপ্রার্থীদের দাবি আইনসম্মত নয়৷ এমনকি ধর্না না দিয়ে হাইকোর্টে যাওয়ার কথাও বলেন শিক্ষামন্ত্রী। শুধু তাই নয়, আন্দোলনকারীদের ধর্না আইন সম্মত নয় বলেও ধর্নায় বসে রয়েছেন বলেও দাবি তাঁর। আর এহেন দাবির পরেই আন্দোলনকারীদের স্পষ্ট বার্তা, আন্দোলন চলবে। ব্রাত্য বসু জানান, সরকার স্বচ্ছ ভাবে নিয়োগ করতে চায়। আর তাই কোনও সুপারিশ মানা হবে না। এমনকি এই বিষয়ে স্পষ্ট নির্দেশ তাঁর উপর রয়েছে বলেও জানান মন্ত্রী।

আর এরপরেই আন্দোলন প্রসঙ্গে তাঁর বার্তা, একদল নিয়োগ প্রক্রিয়াকে ব্যাহত করতে চাইছে। তবে নিয়োগ নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশনের উপর সম্পূর্ণ ভাবে ভরসা রাখা হচ্ছে বলেও জানিয়েছেন ব্রাত্য বসু। বলে রাখা প্রয়োজন, ২০১৪ সালে টেট উত্তীর্নরা গত তিন দিন ধরে বিউক্ষভ দেখাচ্ছেন।

তাঁদের দাবি, দ্রুত তাঁদের নিয়োগ করতে হবে। অনেকের বয়স ৪০ পেরিয়ে গিয়েছে। ফলে নতুন করে পরীক্ষাতে বসা সম্ভব নয় বলে দাবি টেট উত্তীর্নরা। যদিও পর্ষদ সভাপতির দাবি, সবাইকেই ইন্টারভিউতে বসতে হবে। আইনের বাইরে কেউ নয়। আজ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হন গৌতম পাল। বলেন, বোর্ড পরিচ্ছন্ন এবং স্বচ্ছ ভাবে নিয়োগ করতে চায়।

তবে আন্দোলনকারীদের আন্দোলন আইনত নয় বলেও দাবি পর্ষদ সভাপতির। অন্যদিকে, করুণাময়ীতে রাস্তা আটকে টেট উত্তীর্ণদের বিক্ষোভের জেরে দফতরের কাজ ব্যহত হচ্ছে। কর্মীরা দফতরে প্রবেশ করতে পারছেন না। তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমনই অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল প্রাথমিক শিক্ষা পর্ষদ। জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানানো হয়েছে।

যদিও এদিন এই মামলার শুনানি হয়নি জরুরি ভিত্তিতে। তবে আন্দোলনকারীদের দাবি, তাঁরা কারোর কোনও সমস্যা করছেন না। এমনকি মাইকিং করছেন না। আটকে রাখেননি রাস্তাও। মিথ্যা কথা বলা হচ্ছে বলেও দাবি আন্দোলনকারীদের। যা নিয়ে নতুন করে সমস্যা বাড়ছে বলেই মনে করা হচ্ছে।

English summary
bengal ssc scam: Bratya basu claims demand of protesters not right
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X