পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছে বিক্ষোভ। বিক্ষোভে সামিল হয়েছেন বিভিন্ন জেলা থেকে আসা কম্পিউটারের পার্শ্ব শিক্ষক শিক্ষিকা। অভিযোগ, ৩১ মার্চ তাদের কর্মচ্যুত হওয়ার নোটিশ দেওয়া হয়।

আইসিটি অর্থাৎ ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির অধীনে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক শিক্ষিকা বিভিন্ন সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে কম্পিউটার শিক্ষক হিসেবে কর্মরত। অভিযোগ, তাঁদের ৩১ মার্চ কর্মচ্যুত করার নোটিশ দেওয়া হয়। ৫ হাজার মতো ভাতা পেতেন এঁরা। এদের দাবি, অবিলম্বে তাদের কাজ ফিরিয়ে দিতে হবে। ৬০ বছর পর্যন্ত কাজের নিশ্চয়তা দিতে হবে।
ওয়েস্ট বেঙ্গল স্কুল কম্পিউটার টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন-এর উদ্যোগে এই বিক্ষোভ। পরিস্থিতির মোকাবিলায় রয়েছে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরা সকলেই অনশন-বিক্ষোভে বসেছেন। রাজ্যের বিভিন্ন জেলা থেকে এসেছেন তাঁরা।
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদি নিউজ আপডেট পান.subscribe to Bengali Oneindia.