For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ট্রাম্পের নয়া নির্দেশ, চিনের সঙ্গে বাণিজ্যিক বিরোধ চরমে আমেরিকার

একেবারে চরমে পৌঁছে গিয়েছে আমেরিকা-চিনের বাণিজ্য যুদ্ধ। চিন থেকে সব মার্কিন সংস্থাকে ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

Google Oneindia Bengali News

একেবারে চরমে পৌঁছে গিয়েছে আমেরিকা-চিনের বাণিজ্য যুদ্ধ। চিন থেকে সব মার্কিন সংস্থাকে ব্যবসা গুটিয়ে নেওয়ার নির্দেশ মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের। একে অপরের পণ্যের উপর বাড়তি শুল্ক আরোপে যেন প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। চিন একদিকে যখন মার্কিন পণ্যের উপর ৭৫ বিলিয়ন মার্কিন ডলার শুল্ক আরোপ করেছে অন্য দিকে আমদানিকৃত চিনা সামগ্রির উপর পাল্টা শুক্ল আরোপ করেছে ট্রাম্প সরকার।

চিনের সঙ্গে বাণিজ্যিক বিরোধ চরমে আমেরিকার

পরিস্থিতি অনেকটাই চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে। এক প্রকার রাগে ফুঁসছেন মার্কিন প্রেসিেডন্ট। চিনের শুল্ক আরোপের খবর জানার পরেই তড়িঘড়ি হোয়াইট হাউসে বৈঠক ডেকে চিনে মার্কিন সংস্থাগুলিকে ব্যবসা গুটিয়ে ফেলার নির্দেশিকা জারি করে।

ট্রাম্প টুইট করে এক প্রকার মার্কিন সংস্থাগুলির উপর হুলিয়া জারি করেছেন। অবিলম্বে দেশে ফিরে এসে সেখানে ব্যবসা করার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়াও একাধিক জাহাজে পণ্য পরিবহণকারী সংস্থা ফেডেএক্স, অ্যামাজন, ইউপিএস, ইউএস পোস্টাল সার্ভিস সহ একাধিক সংস্থাকে চিনে পণ্য পাঠাতে নিষেধ করেছেন ট্রাম্প।

চিনের বাণিজ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে প্রায় ৫,০৭৮টি মার্কিন পণ্যের উপর আরও ১০ এবং ৫ শতাংশ শুল্ক আরোপ করা হল। এর মধ্যে কৃষিজ পণ্য, সোয়াবিন, গরু, শুয়োর, ছোট বিমান। এছা়ড়াও আমেরিকা থেকে গাড়ির যন্ত্রাংশ আমদানির উপরেও স্থগিতাদেশ জারি করেছে চিন। আমেরিকার বাণিজ্যনীতির কারণেই এই বাড়তি শুল্ক আরোপ করা হয়েছে বলে চিনের পক্ষ থেকে জানানো হয়েছে।

দুই দেশের এই বাণিজ্য যুদ্ধের কারণে গোটা বিশ্বে অর্থনৈতিক পরিস্থিতি উদ্বেগজনক জায়গায় পৌঁছে গিয়েছে। ইতিমধ্যেই ২০২০-২১ সােলর মধ্যে ফের রিসেশন হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা।

English summary
Trump on has ordered American companies to exit China
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X